নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকার কাছে প্রেমিকের একটি নির্বাচনী পত্র

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৭


প্রিয়া,
সদ্যই নির্বাচন শেষ হল। যেভাবেই হউক তুমি আজ বিপুল ভোটে বিজয়ী। আমি পরাজিত। অভিনন্দন তোমাকে।

পর সমাচার, তুমি তো ভালো করেই জান, তোমাকে কাছে পাওয়ার জন্য ঐক্যফ্রেন্টের মত দিনরাত কত পরিকল্পনা করি। কিন্তু যখন তোমার সামনে ভোটের মাঠে আসি, তখন তুমি আওয়ামী লীগের মত বিশাল ভোটে বিজয়ী হয়ে যাও আর আমি ঐক্যফ্রন্টের মত শোচনীয়ভাবে তোমার কাছে হেরে যাই।তুমি এমন একটা পরিস্থিতির সৃষ্টি কর, যেখানে আমি অংশ গ্রহণ না করেও থাকতে পারি না, আবার অংশ গ্রহণ করে আমি নির্বাচন বয়কটও করতে পারি না। সামনা সামনি ভোটের মাঠে আমারই জয়ের সম্ভাবনা থাকে বেশি। কিন্তু যখন আড়ালে ভোট গণনা শুরু হয় তখন দেখি তোমার বাক্স ফুল, আমার বাক্স খালি! এটা কোন ধরণের কারচুপি? তুমি কি কখনো একটি শান্তিপূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন না, যেখানে হিংসা বিদ্বেষ স্বার্থপরতা বাদ দিয়ে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ সুসম্পর্ক তৈরি করা যায়।

পরিশেষে বলি, স্বৈরতান্ত্রিক মনোভাব পরিহার করে, গণতান্ত্রিক ধারায় ফিরে আসো।আজকের জন্য না হউক, ভবিষ্যতের জন্য একটি সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি কর।যাতে উভয়ের অংশগ্রহণের একটি বিশ্বাসযোগ্য সুন্দর সুসম্পর্ক তৈরি করা যায়।
ইতি
তোমার......................

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৯

নাজিম হাসান বলেছেন: দারুন লিখেছেন । সামনে আরো এমন লেখা পাবো বলে আশা করি...

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

শাহজাহান সাঈফ বলেছেন: ধন্যবাদ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: তোমার বাক্স ফুল আর আমার বাক্স খালি .............।

সুপার ডুপার লেখা। চালিয়ে যান। ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

শাহজাহান সাঈফ বলেছেন: ধন্যবাদ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: মজার।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

শাহজাহান সাঈফ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.