নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

এক যুগ পরের গল্প .....

৩০ শে আগস্ট, ২০১৯ রাত ২:৩৪



শিখা :- স্টেশনে এসে তো তোমাকে দেখতে পাইনি?
দ্বীপ:- যখন এসেছিলে, তখন প্লাটফর্মে কোনো ট্রেন দেখেছো?
শিখা :- না
দ্বীপ :- সকাল থেকে দুপুর, তারপর সন্ধ্যা অবধি অপেক্ষায় থেকেছি, ভেবেছি তুমি আসবে। অপেক্ষায় থাকতে থাকতে যখন অন্ধকারে স্টেশনটাই দেখা যাচ্ছিল না, তখন ভেবেছি তুমি আর আসবে না, আর যদিও বা এই অবেলায় তুমি আস, তবুও তো কেউ কাউকে দেখতে পেতাম না। কারণ, সেদিন জমিনে এতই অন্ধকার নেমে এসেছিল যে, নিজেই নিজেকে দেখতে পাচ্ছিলাম না, তুমি আমায় দেখবে কি করে! তাই শেষ ট্রেনটা ধরেই আমি আমার গন্তব্যে রওয়ানা দিয়েছিলাম।

-- একই স্টেশন, একই ট্রেন, শুধু দুজনের দুটি গন্তব্য ........

শিখা :- দ্বীপ আমি সামনের স্টেশনে নেমে যাব, স্টেশনে আমার ....... অপেক্ষা করবে। তুমি কোথায় যাবে?
দ্বীপ :- আমি বিরানপুর পর্যন্ত যাব।
শিখা :- মায়াতলীতে কেন এসেছিলে?
দ্বীপ :- গত একযুগ ধরে আমি সকালের ট্রেনে চড়ে বিরানপুর থেকে মায়াতলী স্টেশন পর্যন্ত আসি, সারাদিন স্টেশনে কাটিয়ে আবার সন্ধ্যার শেষ ট্রেনে করে বিরানপুর চলে যাই। এটাই আমার কাজ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:


একটা প্লট হতে পারতো, কিন্তু তেমন কিছু হয়নি

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:১১

শাহজাহান সাঈফ বলেছেন: হয়তো অপ্রকাশিত, তাই হয়তো তেমন কিছু হয়নি।

২| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: সবই মায়ার খেলা।

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:১৭

শাহজাহান সাঈফ বলেছেন: দুটো স্টেশনের মধ্যে মায়ার খেলা, খেলা শেষ হয়েছিল সেদিন, এক যুগ পর দেখা হবার পর যখন শিখা বলেছিল আমি সামনের স্টেশনে নামব, আমার বর স্টেশনে আমার জন্য অপেক্ষা করবে।
অথচ দ্বীপ শিখারও জনম জনম অপেক্ষা করার প্রত্যয় ছিল।

৩| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: হায় হায় তাহলে সে খায় কি ? কে তাকে জামা কাপড় খানা পিনা দেয়????

সারাদিন কাজ নাই কাম নাই স্টেশনে বসে থাকা !!!!!

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:২০

শাহজাহান সাঈফ বলেছেন: এইটা তো আমারও প্রশ্ন?? শিখা তো বড় বাবুর বউ হয়েছে, দ্বীপ না হয় ছোট বৌয়ের জামই হতে পারতো। শুধু শুধু একটা যুগ পার করে দিল স্টেশনে ঘুরে ঘুরে।

৪| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:১০

শায়মা বলেছেন: ভাইয়া একটা লাস্ট রিয়েলিস্টিক কনক্লুশন পেয়েছি.......

শিখা-( বিস্মিত হয়ে) কি বলছো তুমি দ্বীপ!

দ্বীপের মুখে ফুটে উঠলো এক অবোধ্য হাসি......
সে পেছন ফিরে হাঁটতে শুরু করলো আর শিখার পলকহীন চোখের মাঝে মুহুর্তেই ভোঁজবাজী মত অদৃশ্য হয়ে গেলো........

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:২৮

শাহজাহান সাঈফ বলেছেন: কনক্লোশন তো মনে হয় তখনই হয়ে গিয়েছিল, এক যুগ পর দেখা হবার পর যখন শিখা স্মিত হেসে বলেছিল আমি সামনের স্টেশনে নামব, আমার বর স্টেশনে আমার জন্য অপেক্ষা করবে। এক যুগ আগের চেনা হাসিটাকেই দ্বীপের কাছে মনে হয়েছিল আষাঢ়ের বজ্রপাত।

৫| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মন্ধ নয়।

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:৩০

শাহজাহান সাঈফ বলেছেন: ধন্যবাদ

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১:৩০

শাহজাহান সাঈফ বলেছেন: ধন্যবাদ

৬| ৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫১

শায়মা বলেছেন: আরে ভাইয়া আমি তো দ্বীপকে মেরে ফেলতে চেয়েছিলাম। মানে শুধু মেরে ফেলা না একদম মরে ভূত বানিয়ে দেওয়া। শিখা না আসায় সে সেদিনই রেইলে গলা দিয়েছিলো আর তারপর থেকেই সে ভূত হয়ে স্টেশনে বসে থাকে।

শিখা আসলো তার আত্মার শান্তি হলো তাই সে হাওয়ায় মিলিয়ে গেলো এইবারে! :) :P

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৫

শাহজাহান সাঈফ বলেছেন: বুঝছি তো, দ্বীপ তো একযুগ আগেই মইরা ভূত হইয়া গেছিল, একটা মরা মানুষরে কয়বার মারবেন???

৭| ৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪১

বিজন রয় বলেছেন: +++++

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৬

শাহজাহান সাঈফ বলেছেন: ভালবাসা ++++

৮| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২৬

শায়মা বলেছেন: ওহ তুমিও মেরে ফেলেছিলে!!!!!!

সেটা বুঝিনি! :(

থাক বার বার মারার দরকার নেই।

সেটা হবে মরার উপর খাড়ার ঘা! :(

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৮

শাহজাহান সাঈফ বলেছেন: :(:(:(

৯| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০০

তারেক ফাহিম বলেছেন: আহ্ মায়া।

পাঠে ভালোলাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.