নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

শাহজাহান সাঈফ

একাকিত্ব হলো জীবনের সাধনা লাভের উত্কৃষ্ট উপায়। উর্দু বা হিন্দুতে একাকিত্বকে বলা হয় তানহা। একাকিত্ব মানুষের জীবনে পূর্ণতা দেয়। পৃথিবীর তাবত্ বিখ্যাত ও মহান ব্যক্তি তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ একাকিত্বে কাটিয়েছেন। কখনো ইচ্ছা করে আবার কখনো বা বাধ্য হয়ে। তারা কেউবা গেছেন নির্জন পাহাড়ের কোনো গুহায়, অথবা গভীর জঙ্গলে।

শাহজাহান সাঈফ › বিস্তারিত পোস্টঃ

আপডেট : ০১: সম্মানীত দুবাই প্রবাসীদের দৃষ্টি আকর্ষন (যারা বাংলাদেশ থেকে UAE যাবেন)

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

সম্মানীত দুবাই প্রবাসীগণ আসসালামু আলাইকুম।
আপনারা যারা ছুটিতে এসে করোনা মহামারিতে দেশে আটকা পড়ে আছেন কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এখন আপনারা যারা আপনাদের কর্মস্থলে (দুবাই, আবুধাবী, শারজাহ সহ অন্যান্য শহরে) যেতে চান, তাদের প্রত্যেককে সংযুক্ত আরব আমিরাত (UAE) সরকারী নির্দেশ মোতাবেক সবাইকে অনলাইন রেজিষ্ট্রেশন করে যেতে হবে।এই অনলাইন রেজিষ্ট্রেশন বিষয়ে আমি আগে একটি পোষ্ট দিয়েছিলাম প্রয়োজনে সেটি দেখে নিতে পারেন। view this link
নতুন আপডেট তথ্য ১:-
---------------------------
এই রেজিষ্ট্রেশন করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, কেউ এপ্লাই করেছেন কিন্তু এপ্রোভাল পাচ্ছেন না, আবার অনেকে রেজিষ্ট্রেশনই করতে পারছেন না। এই সমস্যার মুল কারণ হচ্ছে কোন শহর থেকে আপনার ভিসা ইস্যু করা হয়েছে। (যেমন- দুবাই, আবুধাবী, শারজাহ, আজমান, আল আইন ইত্যাদি)। আপনে কিভাবে বুঝবেন আপনার ভিসা কোন শহর থেকে ইস্যু করা করা হছে? আপনার ভিসা স্টীকারে যে জায়গায় আপনার ছবি লাগানো আছে, ছবির মাথার ঠিক ডান পাশে Place of Issue অর্থাৎ ইস্যুর স্থান লেখা আছে।
কোন কোন ভিসায় কি সমস্যা হচ্ছে :
---------------------------------------
= যাদের ভিসা দুবাই থেকে ইস্যু করা হয়েছে, তারা কিছু সময়ের মধ্যে এপ্রোভাল পেয়ে যাচ্ছেন। আপাদত কোনো সমস্যা নাই।
= যাদের ভিসা আবুধাবী, শারজাহ থেকে ইস্যু করা হয়েছে, তাদের আবেদন সাবমিট হচ্ছে কিন্তু এপ্রোভাল আসতে দেরি হচ্ছে অনেক ক্ষেত্রে রিজেক্ট ও হচ্ছে। তবে রিজেক্ট হলে ভয়ের কোনো কারণ নাই আপনে পরবর্তীতে আবার এপ্লাই করতে পারবেন।
= যাদের ভিসা আজমান থেকে ইস্যু করা হয়েছে, তাদের এপ্লিকেশন সাবমিট হচ্ছে এবং কিছু সময়ের মধ্যে ই-মেইলে একটি নির্দেশিকা যাচ্ছে কোথায় আপনে করোনা টেষ্ট করাবেন। এ বিষয়ে নিচে বিস্তারিত উল্লেখ আছে।
= যাদের ভিসা আল আইন থেকে ইস্যু করা হয়েছে, তাদের এপ্লিকেশন সাবমিট হচ্ছে না। এপ্লিকেশনের ৩য় ধাপে কোন একটি কারণে দেখিয়ে পরে আবেদন করার জন্য বলা হচ্ছে।

নতুন আপডেট তথ্য ২:- কোথায় করোনা টেষ্ট করাবেন?
------------------------------------------------------------
গতকাল (২৭ জুলাই ২০২০) থেকে অনেক এপ্লিকেশন সাবমিট করার পর এপ্রোভাল এর পরিবর্তে তারা ICA Smart Services System - conducting the COVID -19 examination সাবজেক্ট দিয়ে জানিয়ে দিচ্ছে কোথায় আপনে করোনা টেষ্ট করাবেন এবং করোনা টেষ্ট সম্পন্ন করার পরই তারা আবার ই-মেইল এর মাধ্যমে আপনার এপ্রোভাল পাঠাবে। গতকাল পর্যন্ত https://screening.purehealth.ae/application ওয়েবসাইটে ৮টি করোনা টেষ্ট সেন্টারের নাম দেওয়া ছিল, যার মধ্যে বাংলাদেশ সরকারের মনোনীত ৪টি টেষ্ট সেন্টার তালিকায় ছিল, তবে আজকে যেগুলো বাংলাদেশ সরকারের তালিকায় ছিলনা সেগুলো বাদ দিয়ে দিছে। এখন আছে ৪টি প্রতিষ্ঠান। যেগুলো হল –
BioMed Diagnostics (Govt. List Serial No. 21)
DMFR Molecular Lab Bd. Ltd (Main lab) - Dhaka (Govt. List Serial No. 22)
DNA Solution Ltd. (Lab and Collection point-1) (Govt. List Serial No. 23)
DNA Solution Ltd. (Collection point-2) (Govt. List Serial No. 23)
প্রয়ো্জনে https://screening.purehealth.ae/application এই ওয়েবসাইট থেকে আপডেট তথ্য যাচাই করে নিতে পারেন

নতুন আপডেট তথ্য ৩:- করোনা টেষ্টের ফি কত?
-----------------------------------------------------
অনলাইনে রেজিষ্ট্রেশন করে করোনা টেষ্টের জন্য ফি নির্ধারণ করা হয়েছে 195 AED (Approx. 53.13 USD)
যা বাংলাদেশী টাকায় ৪,৫১০ টাকা মত হয়। এই ফি আপনাকে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনেই পেমেন্ট করতে হবে।

অনলাইনে রেজিষ্ট্রেশন করলেন, করোনা টেষ্টের জন্য নাম নিবন্ধন করলেন, অনলাইনে পেমেন্টও দিলেন। তারপরে আপনার কাজ কি?
তারপরের কাজটি খুবই গুরুত্বপূর্ন। অনলাইনে আপনে যে সেন্টার সিলেক্ট করেছেন (মানি রিসিটে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে), আপনার ফ্লাইটের ৫/৬ আগে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে বলে দিবে কখন কোথায় আপনার করোনা টেষ্ট করা হবে। এখানে উল্লেখ যে, আপনে যে সেন্টারেই করোনা টেষ্টের জন্য নমুনা দিয়ে আসেন না কেন, তারা আপনাকে কোনো লিখিত রিপোর্ট দিবে না, ২৪ ঘন্টার মধ্যে এটা তারা অনলাইনে আপলোড করে দিবে। সেখান থেকে আপনার প্রয়োজন মত প্রিন্ট করে নিতে হবে। মনে রাখবেন, আপনে যদি অনলাইনে রেজিষ্ট্রেশন করেন এবং অনলাইনে পেমেন্ট করে থাকেন, তাহলে আর কোথাও আপনাকে কোনো টাকা দিতে হবে না (যে সেন্টারে টেষ্ট করাবেন সেখানেও না)। ধন্যবাদ সবাইকে।
বি:দ্র:
আমার এই লেখায় যদি আপনার কোনো কনফিউশন থাকে, তাহলে দয়া করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট কিংবা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি শুধু কাজ করতে গিয়ে যেসব সমস্যা কিংবা প্রশ্নের সম্মুখীন হয়েছি তার আলোকেই এই তথ্যগুলো তুলে ধরেছি।এই তথ্যের উপর ভিত্তি করে আপনে কোনো সিদ্ধান্ত নিবেন না।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

তারেক ফাহিম বলেছেন: আমি কয়েকবার আমার এক ভাতিজার জন্য করতে চাইলাম, রিজেক্ট হয়েছে।
প্রিয়তে রাখলাম, পরে সময় করে চেষ্টা করবো।

২| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১০:২৭

নেওয়াজ আলি বলেছেন: Good news

৩| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৪| ২৯ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৯

তারেক ফাহিম বলেছেন: আপনি কাজ করে সফল হয়েছেনতো?

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৯

শাহজাহান সাঈফ বলেছেন: কাজে তো সফলতা ব্যর্থতা থাকবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.