নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

কবিতা পড়িনা বা বুঝি না তবে এটা কেন যেন ভাল লাগল কারণ আমরাওতো colored

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯

যখন আমি জন্ম নিলাম, আমি কালো; যখন
আমি বেড়ে উঠলাম, আমি কালো।
যখন আমি সূর্যের তাপে অবস্থান করি, আমি কালো;
যখনআমি অসুস্থ, আমি কালো।
যখন আমি মৃত, আমি কালো।
আর তুমি সাদা সহচর,
যখন জন্ম নেও, তুমি গোলাপি;
যখন বেড়ে উঠ, তুমি সাদা; যখন তুমি সূর্যের
তাপে অবস্থান করো, তুমি লাল।
যখন তুমি শীতল আবহাওয়া তে থাকো, তুমি নীল; যখন
তুমি ভীত, তুমি হলুদ।
যখন তুমি অসুস্থ, তুমি সবুজ; আর যখন তুমি মৃত,
তুমি ধূসর।
আর তুমি কিনা আমাকে বল কালারড। (Colored)

আফ্রিকার এক পিচ্চির লেখা একটা কবিতা ২০০৫ এর শ্রেষ্ঠ কবিতা বলে নমিনেট করা হয়ছিল।
বাংলায় অনুবাদ করে দিলাম, কবিতার নাম কালার (Color)
সংগৃহীত: অনুবাদকের নাম খুঁজে পাইনি তবে তার প্রতিও রইল শ্রদ্ধা।

অরিজিনাল

When I Born, I Black
When I grow up, I Black
When I go in sun, I Black
When I sick, I Black, and
When I die, I still Black

And You White fella,
When you born, you pink
When you grow up, you white
When you go in sun, you red
When you cold, you blue
When you Scared, you yellow
When you sick, you green, and
When you die, you gray
And--------- -----
You calling me colored??

By Agra Gra

More poems by Agra Gra

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪২

গরল বলেছেন: অনেকদিন আপনার কোন ফটোগ্রাফি দেখি না।

২| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২০

কাইকর বলেছেন: সুন্দর++++

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪২

গরল বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯

কাওসার চৌধুরী বলেছেন:


মন ছুয়ে গেল কবিতাটি। বর্ণবাদের বিরুদ্ধে জুতসই প্রতিবাদ। গায়ের রং নয়, মানুষের মানবিকাই হোক মানুষের আসল পরিচয়। আসলেই আমরা সবাই কালারর্ড।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

গরল বলেছেন: একটা বাচ্চা ছেলের লেখা, ১২-১৩ বছর বয়স অথচ কত গভীর উপলব্ধি। ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেকদিন আপনার কোন ফটোগ্রাফি দেখি না।

ক্যামেরা নষ্ট হয়ে গেছে। ঈদের দিন ।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৩

গরল বলেছেন: কষ্ট পেলাম শুনে, ক্যামেরা একটা শখের জিনিষ আর শখের জিনিষ নষ্ট হলে কেমন লাগে আমি জানি।

৫| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


গত ৫০০ বছর মানুষকে নিজের রং'এর জন্য অনেক শোচনীয় মুল্য দিতে হয়েছে; আজকের আধুনিক মানুষ ক্রমেই এই ভয়ংকর কুসংস্কার থেকে বেরিয়ে আসছে।

২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪

গরল বলেছেন: জ্বী ঠিকই বলেছেন, অনেক মানুষ বিশেষ করে আফ্রিকার মানুষদেরকে চড়ম মূল্য দিতে হয়েছে এমনকি এখনও প্রত্যাক্ষভাবে না হলেও পরোক্ষভাবে নির্যাতিত হতে হচ্ছে।

৬| ২১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

দি এমপেরর বলেছেন: খুব সুন্দর! একদম সত্যি কথাকে কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪

গরল বলেছেন: ধন্যবাদ, শুভকামনা রইল।

৭| ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০

সামিয়া বলেছেন: সুন্দর কবিতা

২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

গরল বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.