নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

এক মহাপ্রলয়ের মাঝে দাঁড়িয়ে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

আমার খুব ছোট হতে ইচ্ছে করে। একদম ছোট। আমার বিকাশটা আমি ঠিক অন্যভাবে দেখতে চাই। জীবনে যেসব জায়গায় ভুল করেছি সে সব জায়গায় আমি জাদুকাটির পরশ বুলিয়ে দিতে চাই। একজন সঠিক মানুষ হওয়ার জন্য যে সব গুনাবলী দরকার। সব আত্মস্থ করতে চাই। যে মানুষটি হবে একদম পরিপূর্ণ মানুষ। মাঝে মাঝে আমাকে হত্যোদ্যম মনে হয়। যখন দেখি প্রতিটি কাজে হোঁচট খাচ্ছি। যখন দেখি আপন পর হয়ে যাচ্ছে। যখন দেখি আত্মীয়রা দূরে চলে যাচ্ছে। যখন দেখি অন্যায় আমার চারিধারে ঘুরছে। তখন নিজেকে উন্মাদের মত মনে হয়। মনে হয় এ পৃথিবীটা আমার জন্য নয়। মনে হয় এ পৃথিবী আমার জন্য এক বিভীষিকাময় অধ্যায়।



আমি ছোটকালে ঠিক অন্যরকম মানুষ ছিলাম। ঠিক এখনকার বিপরীত মেরুর। একদম চঞ্চল হাসিখুশী। মাঝে মাঝে মারকুটে। আমার জ্বালায় আমার মা হয়ে যেত অতিষ্ঠ। প্রতিদিন হাজার হাজার নালিশের সুরাহা করতে হতো তাকে। তখন জীবনের মানে খেলাধূলা। জীবন মানে মার্বেল সঞ্চয়। জীবন মানে পুকুরে দিনভর সাঁতার। জীবন মানে হেমন্তের ধানকাটা জমিতে ফুটবল। জীবন মানে ফুটবল নিয়ে মারামারি। জীবন মানে শুধুই জেতা। হারতে জানতাম না তখন। আবার ক্লাসেও সবার আগে এগিয়ে থাকতাম।



এখন জীবন মানে ঘোর অন্ধকার। জীবন মানে যুদ্ধ। প্রতি পদে পদে বাধা বিগ্রহ। জীবন মানে কষ্ট পাওয়া। জীবন মানে শুধুমাত্র বাঁচার জন্য লড়া। আমি হেরে যেতে যেতে এখন পাহাড়ের শেষ প্রান্তে উপনীত। এরপর আর কোন ভূপৃষ্ঠ নেই। এরপর আর কোন আশ্রয় নেই। আমি ছিলাম এক আশাবাদী মানুষ। দূরাশার দুরন্ত ঘোড়া আমার পিছে ছুটছে। যে ঘোড়া মিশমিশে কালো। চোখ বড় বড় গোলগোল। কাধে বড় বড় লোম। সতেজ শরীর। নাক দিয়ে শোশো করে বাতাস বের হচ্ছে। ঠিক রেসের ঘোড়া। আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর শেষ প্রান্তে। এরপর আর কোন আলো নেই। এরপর আর কোন সূর্যোদয় নেই। এরপর আর কোন সূর্যাস্ত নেই। মহাপ্রলয়ের মাঝখানে দাঁড়িয়ে শুধু করজোড়ে প্রার্থনা করছি। পৃথিবীতে এমন কোন অলৌকিক শক্তি আছে যা আমাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে।

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: এতো হতাশা কেন ? সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

সায়েম মুন বলেছেন: সব ঠিক হয়ে যাবে কবি। সব ঠিক।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাগ দিলাম! পরে পড়মু।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

সায়েম মুন বলেছেন: এটা আসলে পড়ার মত তেমন কিছু না কবি। জাস্ট ---। এসেছেন বলে ধন্যবাদ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

সায়েম মুন বলেছেন: প্লাস দেখে এখন কিছুটা আনন্দ লাগছে

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

ভিয়েনাস বলেছেন: জীবন মানে শুধু বাঁচার লড়াই আর বাঁচা মানে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া............

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

সায়েম মুন বলেছেন: জীবন মানে অযথা বাঁচো। মিনিংলেচ হাসো কাদো। ঘরদোর করো। এটা করো ওটা করো।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

নীরব 009 বলেছেন: অবশ্যই ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন আপনি।


আমার সর্বশেষ পোস্ট করা লেখার সাথে আপনার এই লেখার কিছুটা মিল পেয়েছি। দুটো লেখাকে এক করা যায় কি না বলেন তো!!! :)

ভাল লাগা রইলো

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

সায়েম মুন বলেছেন: নীরব আপনার লেখাটা পড়া হয়নি। আমি সময় করে অবশ্যই পড়বো। এবং মন্তব্য জানাবো। আপনাকে অনেক দিন পর দেখে ভাল লাগলো।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

সায়েম মুন বলেছেন: /:)

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: একজন ঘুমন্ত মানুষ কখনো আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। এইসব হতাশা, বিষাদ থিকা মুক্ত হওনের তরিকা, আশাবাদ কোনটাই দিতার্মুনা। থাকুক কিছু...


লেখা মোটামুটি লাগলো। আরো ঘষামাজা করার সুযোগ আছে বলে মনে হল।

ব্যাপার না, শুভরাত্রি মুন...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

সায়েম মুন বলেছেন: আসলে হতাশাটা হুটহাট দেখা দেয়। সান্তনা দিয়া আর কি হতাশা উদ্ধার হয়। শুভকামনা ফ্রাস্ট্রেটেড।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

মাক্স বলেছেন: হতাশা খুবই খারাপ জিনিস মুন। মন ভালো হয়ে যাক+++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

সায়েম মুন বলেছেন: আশা করি কয়েক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

হাসান মাহবুব বলেছেন: কি কমু? আমার কথাগুলোই তো আপনি বলে দিলেন :||

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

সায়েম মুন বলেছেন: তাই নাকি। তাইলে আরো কিছু এ্যাড করেন। কষ্ট বাড়াই। #:-S

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার কথাগুলা লেইখ্যা ফেলছেন! /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

সায়েম মুন বলেছেন: আপনাদের কথা বিবেচনা কইরাই লিইখা ফালইছি। /:)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

মাহী ফ্লোরা বলেছেন: এখন জীবন মানে ঘোর অন্ধকার। জীবন মানে যুদ্ধ। এইটাই হল মূল কথা! /:)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

সায়েম মুন বলেছেন: তবুও কিছুটা সান্তনা বা কাধে হাত মাঝে মাঝে বুকপেট সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। শুভকামনা কবি।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

লেখোয়াড় বলেছেন:
সামু,
হঠাত গদ্য??

ভাল ভাল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

সায়েম মুন বলেছেন: একদম সাদামাঠা গল্প। এরকম গল্প আর যেন লিখতে না হয়। :(

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর লেখা হইসে, আমাদের সবার মাঝেই হয়তো এই ভাবনা গুলো কখনও না কখনও ঘিরে ধরে, আপনি বলে দিয়েছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

সায়েম মুন বলেছেন: বেশীরভাগ মানুষের মধ্যে এই প্রবণতাটা থাকে। মাঝে মাঝে হতোদ্যম হয়ে যায়। পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.