নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ তুমি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০





শাহবাগ তুমি এই প্রজন্মের নব সূচনা আধার

শাহবাগ তুমি সেজেছো আজ জনতার পাহাড়

খুলিয়াছো অন্ধকারের দ্বার

আনিয়াছো নব দিনের জোয়ার।



শাহবাগ তুমি আলোকিত করেছো দেশ

শাহবাগ তুমি জাগিয়েছো স্বদেশ

স্বাধীনতার আলোক সূর্য এনে

দিয়েছো জনতার ললাটে টেনে।



শাহবাগ তুমি এক মোহনা

পদ্মা মেঘনা যমুনার ঢেউ

উছলে উঠেছে তোমার চত্বরে

যাচ্ছে চলে সাগর ছাড়িয়ে মহাসাগরে।



শাহবাগ তুমি দূর করেছে যত দূরাশা

তোমার বুকে জেগেছে আজ নতুন দিনের আশা

বয়সের সীমা ভুলে তুমি হাতে দিয়েছো তুলে

উনিশ একাত্তরের জ্বালা

ওরা ভাঙ্গবে আজ দুষমনের তালা।



শাহবাগ তুমি আজ এক ফুলের বাগান

এই বসন্তে সুরের মূর্ছনায়

সবাই এক কাতারে সবার এক প্রাণ

সবাই গায় একই গান।



শাহবাগ তুমি আজ আগ্নেয়গিরি

তোমার জ্বালামূখ ঠিকরে বেরুচ্ছে ফূটন্ত লাভা

সেই লাভাস্রোতে পুড়ে যাবে ভেসে যাবে

নরপিশাচ আর তার দোসর

আসবে বাংলার বুকে নতুন ভোর।



শাহবাগ তুমি ফাঁসির রজ্জু হয়ে খোলো দোর

এক একটা রাজাকারের হোক কবর।





ছবিসূত্র: এখানে

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

রোকসানা লেইস বলেছেন: শুভকামনা নতুন প্রজন্ম

ভালো লিখেছো সায়েম মুন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। প্রজন্ম চত্বরে জাগ্রত নতুন প্রজন্মকে শুভকামনা।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

খুব সাধারন একজন বলেছেন: অনেক সুন্দর কবিতা।


সময় যত গড়ায় প্রোপাগান্ডা ততই সূক্ষ্ণ হয়।

পোস্টদাতার উদ্দেশে বলছি না, সার্বজনীন কথা,

*যারা প্রথমদিন লিখেছিল রাজাকারের মুক্তি চাই/জয় রাজাকার/আমি রাজাকার/জামাত জিন্দাবাদ/কাদের মোল্লার জয় ইত্যাদি,
*তারাই দ্বিতীয়দিন লিখেছিল আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার আন্দোলনে নামা বাংলাদেশের সব স্তরের মানুষেরা বেশ্যা, আমরা গাঞ্জুট্টি, নাস্তিক, রেপিস্ট, ভাড়াটে, জুসের বোতল লোভী,
*তৃতীয় দিন লিখেছিল, তারাও বিচার চায়, কিন্তু...
*তারাই চর্তুথ দিন লিখেছিল আমরা ফ্যাসিস্ট,
*পঞ্চমদিন লিখেছিল আমরা আর কয়দিন থাকব- একদিন রাজপথ ছেড়ে দিতে হবে,
*এরপর লিখেছিল আমরা কোটাবাজ (মুক্তিযুদ্ধার সন্তানের কোটা!), সাগর রুনী হত্যা, পদ্মা সেতু, কুইক রেন্টাল,
*সপ্তম দিন আর আমাদের বিরুদ্ধে কিছু বলে না, আওমী দলে থাকা রাজাকার ও ছাত্রলীগের বদনাম,
*এরপর দাড়ি টুপি ও মসজিদের অপমান ও আলেম সমাজ (আসলে শিবির)এর মিছিলে হামলা, সেন্টিমেন্ট নিয়ে টানাটানি, অথচ লক্ষ লক্ষ প্র্যাকটিসিং মুসলিম এই বাংলাদেশের আন্দোলনে জড়িত।
*নবম দিনে বলে, এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, লীগও এই আন্দোলন চায় না, আওয়ামীলীগ করলেই কি যুদ্ধাপরাধ থেকে মুক্তি?
*দশম দিনে হুমকি দেয়, শাহবাগ আন্দোলন সফল তো হবেই না, বরং প্রশাসন ও অন্যান্য জায়গায় এটা হবে, সেটা হবে, শিবির সব মেরে ফেলবে (আন্দোলন শুরুর আগেরদিন যা বলেছিল, সে কথাতে ফিরে গেছে, 'গৃহযুদ্ধ' হুমকি দিলে ফ্যাসিস্ট হয় না, যারা গৃহযুদ্ধ রুখতে চায় তারা ফ্যাসিস্ট!)

আর আজকে একাদশ দিনে তারাই বলছে,

আর শাহবাগ যামু না। শাহবাগ বদলায়া গেছে।

আর তখন মধ্যম মানের শিল্পকর্ম ১০/২০/৩০ খান ফেববু শেয়ার পায়। অথচ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার বিপ্লব এ অংশ নেয়া সব স্তরের বাংলাদেশের নাগরিকের প্রতিনিধিত্ব করা চমৎকার পোস্টগুলো একটাও প্লাস পায় না, একটাও প্রিয়তে পায় না, একটাও ফেসবুক শেয়ার বা মন্তব্য পায় না।


আর দলে দলে সেখানে সমর্থন জানিয়ে যাচ্ছে 'বাংলার' 'সাধারণ' জনতা যারা শাবাগ যেতে যেতে ক্লান্ত। ভোটের বন্যা বয়ে যাচ্ছে।

বাহ,
আমরা আমাদের র্ধৈয্য দেখে অবাক হচ্ছি।
আমরা এতই বদলে গেছি যে ফুল দিয়ে যুদ্ধ করতে চাই, ফুল বাঁচাতে নয়।

----------------------------
হায়রে, পরিস্থিতি ও প্রচারণা দেখে মনে হয় জামাত শিবিরও কি এইরকম মনে করে?

* ইয়াহিয়া খান- তিরিশ লাখ মারব, বাকিরা আমাদের হাতেই খাবে।
*নিয়াজী- নিচু দেশের নিচু মানুষ। এগুলো মানুষ না,বানর আর মুরগি।
*পাক আর্মির ক্যাপ্টেন- আমরা যাকে খুশি যে কোন কারণে মারতে পারি। এজন্য কাউকে গোণায় ধরি না।
*ভুট্টো, ১৯৭২- আমার সোনার বাংলা আবার আমার হবে।

-------------------------------
কারণ বাংলাদেশের জন্ম যারা চায়নি এবং সেইসব অপরাধীকে যারা টিকাতে চায় তারা একই কথা বলে-

১৯৭১ সালে জামাত ছিল না। গঠন হইসে আশি সালের পর।
২. শিবির বা কোন ছাত্র সঙ্গঠন একাত্তর সালে ছিল না।
৩. একাত্তরে মুক্তিযোদ্ধা নামে বহুত ডাকাত আর রেপিস্ট ছিল। তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াত। লুট করত আর ক্যাম্প করে মেয়ে মানুষ নাচাত।
৪. শিবির জামাতের পক্ষের সঙ্গঠন নয়।
৫. ছাত্রীসংস্থার সাথে জামাতের কোন সম্পর্ক নেই-
৬. এজিদ একজন ন্যায়বিচারক শাসক। তিনি এই দেশে আসলে আমরা সবাই তার হাতে বায়াত হয়ে রাষ্ট্রক্ষমতা তুলে দিতাম।
৭. শহীদ বুদ্ধিজীবীর যে ছবি দেয়া হয়। চোখ বাধা ইটপাটকেলের ভিতর পড়ে থাকা অর্ধনগ্ন লাশ, সেগুলো আসলে একাত্তর সালে গণহত্যার শিকার জামাতে ইসলামীর সদস্য।
৮. শিবির, 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'
৯. স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রক্ষা করব। -মুজাহিদ।
১০. মুজিব ক্ষমা করেছেন। সবাইকে সাধারণ ক্ষমা করেছে। (মিথ্যা কথা এটাও)
১১. বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই।
১২. আমি ক্ষমতায় আসলে কুরআনের আইনে তাদের শাসন করব। তাদের হাত সাক্ষ্য দিবে। পা সাক্ষ্য দিবে। -কা. মো.
১৩. বাঙালি বলতে কোন জাতি নেই।-গোলাম আজম।
১৪. এই যুদ্ধে পরাজয় হলে পূর্ব পাকিস্তানের একজন জামায়াত সমর্থকেরও আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।- গোলাম আজম।

----------------

একাত্তরে কোন ব্যক্তি রাজাকারি করুক আর না করুক, জামাতি সঙ্গঠন সাঙ্গঠনিকভাবেই রাজাকারি করেছে।
এটা ছিল তাদের প্রতিষ্ঠাতা আবুল মিয়ার নির্দেশ। আবুল জামাতি (জামাতিদের পিতা) একাত্তরেও মিডিয়াতে রাজাকারির নির্দেশ দিয়েছে পাকিস্তান থেকে-

*সেই নির্দেশ গোআ, ম.র.নিজামী, আআ মুজাহিদ, ওরা পালন করেছে মাত্র।
*সেই নির্দেশ সারা বাংলার রেজাকার, আল বদর, আল শামস, শান্তি কমিটি পালন করেছে মাত্র।
*সেই নির্দেশ বর্তমান জামাত পালন করছে মাত্র।
*সেই নির্দেশ পালনের জন্যই আজো শিবির বলে, 'একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার।'
*সেই নির্দেশ পালন করেই জামাতিরা সব সত্যিকে অস্বীকার করে। একাত্তরকে অস্বীকার করে।
*সেই নির্দেশ পালন করেই এখন প্রোপাগান্ডা চালায়।
*সেই নির্দেশ পালন করেই বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে গৃহযুদ্ধ ঘোষণা করে।

তাই আজকের দিনের জামাত-শিবির সমর্থকদের মধ্যে,
গোলাম আজমের,
বর্তমানের শিবিরের এবং
রাজাকারদের মধ্যে কোন তফাত নেই

জামাতের গোড়ায় দোষ,
জামাতের নীতিতে দোষ,
তাই ব্যক্তি পর্যায়ে জামাত নিষিদ্ধ করতে হবে। যারা জামাতের সাথে যুক্ত তারা বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বিধায় স্বাধীনতা রক্ষার প্রয়োজনে ব্যক্তিগত পর্যায়ে জামাত ও তার সমস্ত নীতিগত সমর্থক ও তাদের সব ধরনের প্রাতিষ্ঠানিকতা নিষিদ্ধ করতে হবে।

এই কর্মীদের লিস্ট জামাতের কাছেই রয়েছে। যারা দেখেশুনে এবং বুঝেও এমন অপপ্রচার ও অপশক্তির সমর্থন করতে পারে তাদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা সম্ভব নয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

সায়েম মুন বলেছেন: কমেন্টের প্রথম দিকে শাহবাগ আন্দোলন নিয়ে হতাশা চিত্রের কথা বলেছেন। আমি মনে করি এই আন্দোলন হতাশা নয় একটা জোটবদ্ধতা ও তারুণ্যের জোয়ারের প্রতিচ্ছবি। যারা দীর্ঘদিন তাদের মনের ক্ষোভ ছাইচাপা রেখেছিল। সেটা প্রকাশ করতে আসছে। তারা দেশবাসীকে প্রচন্ড নাড়া দিলো। দেশের আনাচে কানাচে থেকে শুরু করে সারাবিশ্বে ছড়িয়ে থাকা আপামর বাংলাসত্তাকে জাগ্রত করেছে। এটা বিশাল একটা পাওয়া। এই আন্দোলনের ফলে এখন থেকে শুরু করে ভবিষ্যত শাসক শ্রেনী একটা শিক্ষা পাবে। ধামাচাপা দিয়ে কখনো যে আইন চলে না। দেশের মানুষকে বোকা বানানো যায় না। তারা সেটা বুঝতে পারবে।

রাজাকার নিপাত যাক। জামায়াত শিবির নিপাত যাক। ধর্মব্যবসায়ী নিপাত যাক।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

shfikul বলেছেন: +++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শফিকুল। আন্তরিক শুভকামনা।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: +++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ জাকারিয়া।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো ,কবি।

শুভেচ্ছা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি ও গল্পকার। শুভকামনা সব সময়।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++ ভালো লাগলো ভ্রাতা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ন। শুভকামনা অনেক।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার। শাহবাগ আমাদের জাগরণ মঞ্চ।

শুভসন্ধ্যা কবি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড। এখান থেকে শুরু হবে নব জাগরণ। পরিবর্তনের ছোঁয়া লাগবে বাংলার সর্বত্র।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

সায়েম মুন বলেছেন: ভাল লিখেছেন মশামামা!

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা।

শাহবাগ তুমি আজ আগ্নেয়গিরি
তোমার জ্বালামূখ ঠিকরে বেরুচ্ছে ফূটন্ত লাভা
সেই লাভাস্রোতে পুড়ে যাবে ভেসে যাবে
নরপিশাচ আর তার দোসর
আসবে বাংলার বুকে নতুন ভোর।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

স্বদেশ হাসনাইন বলেছেন: সময়োপযোগী কবিতা, শাহবাগে নতুন ইতিহাস রচিত হবে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শাহবাগে হোক নতুন ইতিহাস রচিত!

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

মাহী ফ্লোরা বলেছেন: শাহবাগ তুমি ফাঁসির রজ্জু হয়ে খোলো দোর
এক একটা রাজাকারের হোক কবর।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

সায়েম মুন বলেছেন:
শাহবাগ তুমি ফাঁসির রজ্জু হয়ে খোলো দোর
এক একটা রাজাকারের হোক কবর।


শাহবাগ তুমি ফাঁসির রজ্জু হয়ে খোলো দোর
এক একটা রাজাকারের হোক কবর।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

ফয়সাল হুদা বলেছেন:

ভালো লাগল খুব।
ভাষা দিবসের শুভেচ্ছা........

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা কবি।

১৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

জুন বলেছেন: অনেক ভালোলাগা মুন, সত্যি সত্যি তুমি কবি হয়ে যাচ্ছো :)
+

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস।
হতে পারছি নাতো আপু। সেই ত্যাগ তিতিক্ষা তো নেই। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.