নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব পাতায়

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২





১। দূরত্ব পাতায়



কতটা কষ্ট নিয়ে বেঁচে থাকা যায়

জানিনা

পাথর গড়িয়ে পাহাড়ের প্রান্তে

পাহাড়ের দুঃখ কি

কভূ বুঝা যায়

শূন্যের ঘরে যে থাকে

তারে অসীমে

তোলা দায়

যে ছিল নিঃশ্বাসের খুব কাছে

সে কেন পৃথিবীর প্রান্তে

চলে যায়

মনুষ্য সমাজ সম্পর্ক বুঝি

দূরত্ব পাতায়।





২। এখন সূর্যাস্ত:

এখন সূর্যাস্ত। লাল গোলাপ তুলে নাও---গোধুলী। পাখিদের ডানার ভিরে হারায় দিনের আলো। পাখিরা চলে গেলে চঞ্চুতে নিয়ে যায় জ্যোতি। পৃথিবীর বলয়ে কালো মেঘের আনাগোনা। এখানে এক কালো। অন্ধকার নগরী। কালো হয়ে আছে কিছু মন। ও চাঁদ ফিরিয়ে দাও আলো। বুভূক্ষ মনের জমিনে কিছু জোছনা ঢালো। আগামী সূর্যোদয় অবধি জেগে থাকো। আমার রাত গৃহস্থালীর শিয়রে তুমি নৈশপ্রহরী রুপে থাকো।





৩। তবু ছোঁবো



তোমাকে পাবো না জানি

তবু ছোঁবো

তোমার আল্পনা হাতে

সুক্ষ্ণ সূঁচ হয়ে বিদ্ধ করবো।



কখনো তোমার দখিনা জানালা খুলে

শীতল বাতাস হয়ে ঢুকে পড়বো

কখনো আমলকী বনের

পাখির গান হয়ে

তোমার কর্ণে প্রবেশ করবো

সকালের কাঁচা সোনা রোদ

অথবা বিকেলের জলপাই ছায়া হয়ে

তোমায় গ্রাস করবো।



তোমাকে পাবো না জানি

তবু তোমার চশমার কালো ফ্রেমে

নজরবন্দী হবো

তোমার বইয়ের প্রতিটি পাতায়

তোমার অজান্তে প্রবেশ করবো।



তোমাকে পাবো না জানি

তবু ছোঁবো

বইয়ের পাতায় ঘুমানোর ছলে

নিজস্ব চাহনিতে তোমায় দেখবো।





৪। ভালবাসা:

ভালবাসা এক প্যাক মুড়ির ঠোঙা। দুটো কেদারা। দু'জন মানুষ। তুলছে টক টক ঝাল ঝাল স্বাদ। মুড়ি শেষ। উঠি উঠি রব। আতংক, দূরত্ব, হারানোর ভয়। চলে গেলে দু'জন দুদিকে। মোচড়ানো ঠোঙা, হেলানো চেয়ার, উল্টানো পানির বোতল চৌদিকে।



৫। এই ছাড়ো দেখে ফেলবে কেউ



"এই ছাড়ো দেখে ফেলবে কেউ"

মৃন্ময় পৃথিবীতে উচ্চারিত সর্বাধিক

শোকময়, পাপময় বাণী

তাই বলে কি শাসনের চোখে পড়েছে ছানি

একদিন সবাই হবে নানা-নানী

নাতী-নাতনীর জীবনও হবে সেই পথে পানি

তারাও করবে সমাজ-রীতি টানাটানি

জানি জানি সেই পিরিতি অভাব স্বভাব কাহিনী

চারিদিকে হবে জানাজানি

"এই ছাড়ো দেখে ফেলবে কেউ"

মৃন্ময় পৃথিবীতে উচ্চারিত সর্বাধিক

শোকময়, পাপময় বাণী।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমতকার !!!

২ আর ৪ এ বেশি ভাললাগা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস ফ্রা....
সব সময় পাশে পাচ্ছি বলে খুব ভাল লাগছে। শুভবিকেল।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

লাবনী আক্তার বলেছেন: চমৎকার লিখেছেন! বেশ ভালো লাগল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লাবনী। আমার ব্লগে স্বাগতম। শুভবিকেল।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

ইনকগনিটো বলেছেন: ভালবাসা:
ভালবাসা এক প্যাক মুড়ির ঠোঙা। দুটো কেদারা। দু'জন মানুষ। তুলছে টক টক ঝাল ঝাল স্বাদ। মুড়ি শেষ। উঠি উঠি রব। আতংক, দূরত্ব, হারানোর ভয়। চলে গেলে দু'জন দুদিকে। মোচড়ানো ঠোঙা, হেলানো চেয়ার, উল্টানো পানির বোতল চৌদিকে।





সুন্দর। খুব ভালো লাগলো।

শুভকামনা কবি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ইনকগনিটো। শুভবিকেল।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন: ৩ বেশি ভাল লেগেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

সায়েম মুন বলেছেন: থ্যাংকস মুবিন। শুভবিকেল।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

হাসান মাহবুব বলেছেন: এখন সূর্যাস্ত, ভালবাসা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

সায়েম মুন বলেছেন: সূর্যাস্তের সময় ভালবাসাবাসি শেষ হয়। দিন শেষে একটা পাখি পূবে উড়াল দেয়। :P

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

সায়েম মুন বলেছেন: আমি ঠিক বুঝতে পারছি না। কে বা কারা এই পোস্টটা এফবিতে লিংক শেয়ার করছে। একুশ বার পঠিত একটা পোস্ট ১৯ বার শেয়ার। আজব দেশের গজব কাহিনীর মত ব্যাপার স্যাপার। B-))

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

সায়েম মুন বলেছেন: কোন কূল কিনারা হইলো না মফিজ। ও আমি কূল হারা কলঙ্কানা... =p~

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আরজু পনি বলেছেন:

প্রথমটাই বেশি ভাল লাগল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

সায়েম মুন বলেছেন: শুনে খুশী হলাম। থ্যাংকস আরজুপনি।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

মুনসী১৬১২ বলেছেন: ৪ সেইরাম

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

সায়েম মুন বলেছেন: থ্যাংকু কবি। শুভকামনা।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

ফারিয়া বলেছেন: শেষটাই বেশ লাগলো সবচেয়ে বেশি!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

সায়েম মুন বলেছেন: থ্যাংকস ফারিয়া। যদিও ওটাকে কবিতার খাতা থেকে বাদ দিতে চেয়েছিলাম। লেখার পর অনেক হেসেছি। :D
শুভকামনা অনেক।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

মেহেরুন বলেছেন: ki darun sob kobita...onek valolaga roilo

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মেহেরুন। শুভসকাল।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

যে ছিল নিঃশ্বাসের খুব কাছে
সে কেন পৃথিবীর প্রান্তে
চলে যায় ?

অনেক ভালো লাগলো। সবগুলোই অসাধারন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ। শুভসকাল।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চার নং টা সিনেম্যাটিক :)
ভালো লাগছে সব কয়টা।

ভিন্নতর ছিলো, এটা দারুন।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভসকাল :)

১৩| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

শায়মা বলেছেন: লাস্ট কবিতাটা আর শিরোনামটা পড়ে হাসছি ভাইয়া।:P

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

সায়েম মুন বলেছেন: এটা লিখে আমিও কয়েক বার হেসেছি। যতবার পড়েছি ততবার।:P

১৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০৯

কালীদাস বলেছেন:
লেখক বলেছেন: কোন কূল কিনারা হইলো না মফিজ। ও আমি কূল হারা কলঙ্কানা...
=p~ =p~ =p~ =p~

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

সায়েম মুন বলেছেন: ইসমাটম্যানও দেখি হাসে ;)

১৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুণ কবিতাগুলি।

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

সায়েম মুন বলেছেন: থ্যাংকস ময়ূরাক্ষী। নতুন পোস্ট দিন। সেই অপেক্ষায় রইলাম। :)

১৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:২০

গ্রাম্যবালিকা বলেছেন: সবগুলোই চরম। ভালোবাসা শিরোনামেরটা ইউনিক! :) :)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪০

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে ভাল লাগলো গ্রাম্যবালিকা। শুভকামনা অনেক।

১৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:২৮

গোলাপ বলেছেন: ১, ৩ খুব ভাল লেগেছে

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪০

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ গোলাপ। শুভকামনা।

১৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৩১

মাক্স বলেছেন: দুই, চার!!

০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:০৫

সায়েম মুন বলেছেন: থ্যাংকস মাক্স :)

১৯| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

নীল-দর্পণ বলেছেন: মুন ভাইয়া....কবিতাগুলা দারুন :)

০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:১০

সায়েম মুন বলেছেন: থ্যাংকু মুক্তাপা :)

২০| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: তোমাকে পাবো না জানি
নজরবন্দী হবো
তোমার বইয়ের প্রতিটি পাতায়
তোমার অজান্তে প্রবেশ করবো।

kobi daron hoyechhey tumar kobita aibar pran peyechhey

shuvokamona thaklo

০২ রা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। ভাল থাকুন। আনন্দে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.