নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

পাতা কুড়ানি মেয়েটি

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:০৮





১। পাতা কুড়ানি মেয়েটি



পাঁচিল পেরুনো পাতা কুড়ানি মেয়েটির

পায়ের হাওয়াই চপ্পল, ঝাড়ুর তাড়নে

শুকনো পাতার মর্মর ধ্বনি ওঠে

উঠোনে বেঁচে থাকার আওয়াজ পাওয়া যায়।



সে আসে রোজ সকাল দুপুর সাজে

মাঝে মাঝে ঘোর রাত্রিতে

মেঠো বাড়ির সোদা ধূলো উড়িয়ে

হৃদয়ের বেঘোর তন্ত্রীতে।



তাকে দেখা যায় পাগলা হাওয়ায়

ঝড় বৃষ্টি ঠেলে নিকোনো দাওয়ায়

শ্যাওলাধরা মৃত কূয়োতলায়

কখনো অলস পায়ে কলস কাখে

শঙ্খনদীর বাঁকে।



কাছে কিবা দূরে যতদূর নির্ঘুম পলক যায়

পাতা কুড়ানি মেয়েটির নুপুরের

নিক্কন শোনা যায়

বেঁচে থাকার তীব্র প্রতিধ্বনি ওঠে

ছোট্ট এ মেঠো গায়।





২। লিখে রাখি রাতের পাতায়



আমার কষ্ট গুলো

লিখে রাখি রাতের পাতায়

সম্ভুকের শীতল কুটুরীতে

মুক্তোর সুখঘুমে।



কত নির্ঘুম রাত চলে যায়

বন্ধ দুয়ার খুলে না

পাপড়ী মেলে না সম্ভুক

হাসেনা মৃত গোলাপ।



আমার কষ্টগুলো ঝরা পাতা

ঘুনে ধরা কাষ্ঠল ব্যথা

বাঁচি অন্ধকারে

ঝড়ো বাতাস বুকে ধরে।





৩। বৃক্ষটিকে জল দাও



চৈতালী রোদ

বুকপেটা ছাতিম

পাতা পুষ্প ঝরা দিন

গৃহত্যাগী নিরন্ন মানুষের মত

বোবা বৃক্ষটিকে জল দাও

জল দাও দেবী।



দেবালয়ে কাতর পাখি ছানাটিকে

বুকে টেনে নাও

ও কেন কাতর

ও কেন পাথর

কষ্টচাপা পাথরটি সরাও

স্নেহ দাও, ভালবাসা দাও।

ওকে মায়াকাননে ঢোকাও

মমতার চাদরে জড়াও।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৩৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৪

বোকামন বলেছেন: বৃক্ষটিকে জল দাও

++++++++++

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোকামন। আন্তরিক শুভকামনা।

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৮

নীল-দর্পণ বলেছেন: সুন্দর :)

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৯

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু নীলু আপা। শুভকামনা সব সময়। :D

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৪

ভুল উচ্ছাস বলেছেন: পাতা কুড়ানি মেয়েটির কষ্ট সবাই বুঝে কিন্তু লাঘব করতে কেউই এগিয়ে আসে না, সবাই আরেকজনের প্রতীক্ষায় থাকে।

বৃক্ষটিকে জল দাও, এই কবিতাকে দুই ভাবেই ভেবে নেয়া যায়, সে যাই হোক অসাধারন একটি কবিতা হয়েছে এইটা। আমি আমার সংগ্রহে রেখেছি। :)

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

সায়েম মুন বলেছেন: আপনার কমেন্টের প্রথম অংশটা পড়ে বুকের কোথাও একটা মোচড় পড়লো।

আন্তরিক ধন্যবাদ ভুল উচ্ছাস।

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪২

মাক্স বলেছেন: ভালো লাগলো।
৩য় প্লাস!!!

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাক্স। শুভকামনা।

৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। পাতা কুড়ানী মেয়েটার চরিত্রে একটা রহস্যময় নির্ভরতা খুঁজে পাইলাম।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

সায়েম মুন বলেছেন: থেংকু।
রহস্যময় পৃথিবীতে সব জায়গায় রহস্য ভর করেছে। সেই রহস্য এসে কবিতাতেও ঘাপটি মেরে বসেছে।:P

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

মুনসী১৬১২ বলেছেন: ভালো রাগা নিরন্তর

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:১৬

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি :)

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:১৭

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অনেক ভালো লাগা..............
+++++++

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ স্বপ্নবাজ বাউন্ডুলে :)

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

জাকারিয়া মুবিন বলেছেন:
প্রত্যেকটা কবিতাই ভাবায়।

চমৎকার।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ জাকারিয়া। শুভদুপুর।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

shfikul বলেছেন: এক কথায় অসাধারণ! মন ছুঁয়ে গেলো।+++

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শফিকুল। অনেক শুভকামনা।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

+++

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কান্ডারী। শুভকামনা।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক ভালো লাগা +++++++++++++++

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লায়লা। শুভকামনা।

১২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

অপ্‌সরা বলেছেন: :)


বেবিভাইয়া।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

সায়েম মুন বলেছেন: তুমি আবার কোথ্থেকে আসলা। ডানা ঠিকাছে তো :P

১৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

লাবনী আক্তার বলেছেন: পড়তে বেশ লেগেছে কবিতাটা । ভালো লাগা রইল।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ লাবনী। শুভদুপুর।

১৪| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

ইখতামিন বলেছেন:
১১তম লাইক রেটিং...
অনেক ভালো লাগলো.

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ইফতামিন। শুভদুপুর। :)

১৫| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

মোঃ নুর রায়হান বলেছেন: কষ্টচাপা পাথরটি সরাও
স্নেহ দাও, ভালবাসা দাও।
ওকে মায়াকাননে ঢোকাও
মমতার চাদরে জড়াও।

চমৎকার রুপক।
১২ তম ভালো লাগা।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ রায়হান। শুভকামনা নিরন্তর।

১৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
১) পাতা কুড়ানি মেয়েটি
সবচে বেশি ভাল্লাগছে। তবে কুড়ানি না লিখে কুড়োনো লিখলে কেমন হয় ভেবে দেখতে পারেন!

২)
কত নির্ঘুম রাত চলে যায়
বন্ধ দুয়ার খুলে না


এখানে খুলে- এর স্থলে খোলে।

শুভেচ্ছা কবি।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

সায়েম মুন বলেছেন: কুড়ানি শব্দটা খুব ভাল লেগেছে। ওটা আর চেঞ্জ করতে ইচ্ছে করছে না। /:)

ধন্যবাদ কবি। গঠনমূলক কমেন্টের জন্য কৃতজ্ঞতা। শুভকামনা অনেক।

১৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১

রাতুল_শাহ বলেছেন: শিরোনামটি বেশ হইছে ভাই।

পাতা কুড়ানি মেয়েটি.........

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

সায়েম মুন বলেছেন: থ্যাংকস রাতুল। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.