নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

তুমি ফুলে ফুলে ফোঁটায় ফোঁটায় ঝরো

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪





১। তুমি ফুলে ফুলে ফোঁটায় ফোঁটায় ঝরো



তুমি না চাইতেই যে ভালবাসা পেয়েছো

সেটা কাননে কুসুমকলি মনে করো

তুমি না চাইলেও সে ফুল ফুটবে

ফুল পছন্দ হলে যুতসই নাম দিতে পারো

যে নামেই ডাকো না কেন

সে মন খারাপ করবে না

ইচ্ছে হলে কামিনী নাম দিতে পারো

ডাকা মাত্রই বুকে অনঙ্গ কামনা নিয়ে

বৃন্ত থেকে মুখ তুলে জেগে উঠবে।



তুমি তো জানোই

তোমার দেয়া নামগুলো নিয়েই আমি পথে নামি

পথের দু'ধারে সামাজিক বৃক্ষায়ণ

বৃক্ষ জিজ্ঞেস করে কোথায় যাও রবি বাবু

আমি বলি ঐ সুদূর--- সিসিমপুর

অমনি ওরা শো শো করে হেসে উঠে

বাতাসে পাতা নাড়িয়ে সমন্বরে বলে---যাও

ফেরার পথে যেন একলা না দেখি।



এত গল্পের ভীরে তোমাকে আসল কথাটাই বলা হয়নি

তোমার দেয়া নামগুলোর মধ্যে রবি নামটাই ওদের মন:পুত

পাতার ফাঁকে রবি হাসে তাই বুঝি ঐ নামের কদর!



দেখো দেখি কান্ড!

কি এক পথ দূরত্বে বসে

কি এক বিশ্রী গল্প বানিয়ে বসলাম

তুমিতো তেপান্তরের মাঠে ছুটন্ত মেয়ে

তোমার কি আর এত কথা শোনার সময় আছে বলো

তার চেয়ে আমি কাঁদি-------- বৃষ্টি হই

তুমি ফুলে ফুলে ফোঁটায় ফোঁটায় ঝরো।





২। একদিন ফেরারী হবো



সুনন্দা একদিন ফেরারী হবো

একদিন বৃক্ষ হবো ধরো তুমি পাতা

একদিন আকাশ হবো তুমি নীল জমিন

স্মৃতি বিস্মৃতির অতলে লীন।



একদিন মাটি হবো খাঁটি সোনা তুমি

একদিন নদী হবো ধরো তুমি তরী

একদিন সাঁকো হবো তুমি হবে ঘাট

মাঝরাতে লোনা বুকে হবে পুঁথিপাঠ।



একদিন বীন হবো ধরো তুমি সুর

একদিন গান হবো ধরো তুমি কথা

একদিন রাত হবো তুমি হবে মোম

নেশাতুর চোখ জুড়ে কামনার ধূম।





৩। অভিব্যক্তি



তোমার কপালের কুঞ্চিত রেখায়

কিছু অভিব্যক্তি ভাগাভাগি হয়ে গেছে

একটা অভিব্যক্তি বিস্ময়ের

একটা বেদনার

একটা নিপুণতার

এদের ঠিক নিচেই

আর একটা গাঢ়তর অভিব্যক্তি ঝুলে আছে।



যে বিস্ময়ে একদিন কাছে এসেছিল

সে বিস্ময়ের ঘোর কেটে গেল ঠুনকো দ্বন্দ্বে

যে নিগূঢ় নিপুণতায় বুনেছিলে মায়াজাল

সেটাও ছিন্নভিন্ন হয়ে গেল এক মহাপ্রলয়ের হ্যাচকা টানে

এখন তোমার কপালে শুধু বেদনারাই ঘুরে ফিরে

পাকেচক্রে দেখা হয়ে যায় ঝুলন্ত অভিব্যক্তির সাথে।



সেই ঝুলন্ত অভিব্যক্তিটি

আমা কর্তৃক প্রোথিত ভালবাসার কচি চুম্বন চারা

যা মহীরূহ হয়ে আবহমানকাল তোমার সর্বাঙ্গ

এবং প্রতিটি হৃদস্পন্দন গ্রাস করে রইবে।





৪। চিনলে না



এইমাত্র ছিন্ন আলখেল্লা পরিহিত

যে রাস্তার ফকিরকে দুটো পয়সা ভিক্ষে দিলে

তাকে চিনতে পারোনি

যে রিকসায় মৃদুমন্দ বাতাস খেতে খেতে

বৈকালিক ভ্রমণটা সারলে

একটুর জন্য সেই রিকসার চালককেও চিনতে পারোনি

চকিতে যে দুষ্ট ছেলেটি

মায়ের বকুনি এড়িয়ে বাড়ি থেকে বের হয়ে গেল

তুমি বায়না ধরলে আজ তার সাথে ঘুড়ি ওড়াবে

তাকেও চিনতে পারোনি

যে ঋষিটি পার্কের মোড়ে বসে গভীর ধ্যানে মগ্ন

তোমার অলক্ষ্যে সেই দৃশ্যটিও

হারিয়ে গেল হাজার দৃশ্যের ভিড়ে।



তুমি চিনতে পারোনি কামরাঙা গাছ

একনাগাড়ে ল্যাজঝোলা বুলবুলিটি

চিনতে পারোনি স্কুলগেটে চানাচুর বিক্রেতা

চিনতে পারোনি সাহেবপুকুর

ঘাটের সিড়ি নারিকেল গাছ

তুমি চিনতে পারোনি মেঘের গর্জন

একটানা তিন দিন বর্ষণ

বারান্দার ওপাড়ে উন্মনা হাওয়া

সর্দি কাশিতে হেকিমের দাওয়া।



তুমি যে সাত দিন বেঘোরে ঘুমালে

সেই ঘুমের মধ্যেও একটা হাত ছিল সিথানে

তুমি পাশ ফিরে শুতে গিয়ে অজান্তে হাতটা টেনে নিলে

কিন্তু এত কিছুর সাথে মিশে যাওয়া মুখটি পুর্নবার দেখলে না।





ছবি: নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

এরিস বলেছেন: দেখো দেখি কান্ড!
কি এক পথ দূরত্বে বসে
কি এক বিশ্রী গল্প বানিয়ে বসলাম
তুমিতো তেপান্তরের মাঠে ছুটন্ত মেয়ে
তোমার কি আর এত কথা শোনার সময় আছে বলো
তার চেয়ে আমি কাঁদি-------- বৃষ্টি হই
তুমি ফুলে ফুলে ফোঁটায় ফোঁটায় ঝরো।
**
এখন তোমার কপালে শুধু বেদনারাই ঘুরে ফিরে
পাকেচক্রে দেখা হয়ে যায় ঝুলন্ত অভিব্যক্তির সাথে।
** ' চিনলে না' কবিতাটি সবচেয়ে বেশী ভালো লেগেছে। মন ছুঁয়ে গেছে উপরের লাইনগুলো। আপনি খুব ভালো লিখেন। পাঠক হিসেবে একটা কথা বলে যাই। এতগুলো কবিতা একসাথে না দিয়ে আলাদা দিলেই ভালো হতো বেশী। একটা কবিতা পড়ে পরেরটা পড়া শুরু করতেই আগেরটার রেশ চলে যায়। কোন ভুল হলে ক্ষমাপ্রার্থী। ভালোলাগা রইলো। :)

১৭ ই মে, ২০১৩ রাত ১০:০৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ এরিস। আপনার ভাললাগা অনুপ্রেরণা যোগাবে।

না না ভুল হবে কেন। ঠিকই বলেছেন।
তবে বেশ কিছু ড্রাফট জমে গেছে। একটা করে এখানে দিলে ২ মাসেও শেষ হবে না। তাই এক প্রকার বাধ্য হয়েই দিয়ে দিচ্ছি। :(

২| ১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৫

রাতুল_শাহ বলেছেন: দারুন লাগলো ভাই।

১৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাতুল। শুভকামনা সব সময়।

৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১২:২২

একজন আরমান বলেছেন:
মাঝে মাঝে খুব হিংসে হয়।


অভিব্যাক্তি এক কথায় ওয়াও

১৮ ই মে, ২০১৩ দুপুর ২:০০

সায়েম মুন বলেছেন: এখনো হিংসে করার মত তেমন কিছু লিখতে পারছি নাতো #:-S
ধন্যবাদ আরমান। শুভকামনা সব সময়।

৪| ১৮ ই মে, ২০১৩ রাত ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++++++++++

১৮ ই মে, ২০১৩ দুপুর ২:২৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভদুপুর।

৫| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৪২

নীল-দর্পণ বলেছেন: শেষটা বেশী ভাল লাগল

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মুক্তাপা। শুভদুপুর।

৬| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি দারুণ লিখেছো। প্রথম টা বেশি ভাল লাগছে। আমার কবিতার ভান্ডার শেষ। তোমার কবিতা উৎসাহ জাগায়।বিয়ের পরে নাকি ব্লগিং কবিতা শেষ ।তোমার কবিতা তো বিয়ের পর আরও ধারালো হচ্ছে। লিখতে থাক অসাধারণ সব কবিতা। আমরা মুগ্ধ হয়ে পড়তে থাকবো।

কবি লিখেছেন বেশ
কবিতার ভান্ডারে কবি অফুরন্ত অশেষ!!!

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। সব সময় জাগ্রত অনুভূতিকে কবিতায় ধারণ করার চেষ্ঠা করুন। এমনিতেই এসে যাবে কবিতা। আমি এখনো সেরকমভাবে পারছি না। শুভকামনা।

৭| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: এক কবিতা লিখতেই আমার অনেক সময় লাগে । আর আপনি লিখেছেন চারটা ! হয়তবা একই সময়ে লিখেন নি এমন ও হতে পারে।

একসাথে এতগুলো কবিতা দিলে একটার সাথে আরেকটার তুলনা চলে আসে। এতে আপনার কবিতার মূল্যায়ন ঠিক নাও হতে পারে।

আমার কাছে " একদিন ফেরারী হবো " কবিতাটা অন্যগুলোর চেয়ে ভাল লেগেছে।

আর চেষ্টা করবেন অন্তত কবিতা যেন নির্ভুল বানানে লেখা যায় ।
শুভকামনা আপনার জন্য ।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২১

সায়েম মুন বলেছেন: আপনার সুচিন্তিত গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ অপর্ণা। ভুল বানানে কবিতা বেমানান দেখায়। তাই সাধ্যমত চেষ্ঠা থাকে। সীমাবদ্ধতার বাইরে আপনাদের সাহায্যপ্রার্থী। শুভকামনা রইলো।

৮| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪৫

হাসান মাহবুব বলেছেন: আমার কাছেও একদিন ফেরারী হব সবচেয়ে ভালো লাগসে।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা। সব সময় পাশে পাচ্ছি। এজন্য কৃতজ্ঞতা। ভাল থাকবেন।

৯| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

নোমান নমি বলেছেন: চিনলে না বেশী ভাল্লাগছে।

১৮ ই মে, ২০১৩ রাত ১১:১৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নোমান। শুভকামনা।

১০| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:৩১

সোমহেপি বলেছেন: ভালোলাগা অনেক।শান্তভাবের সব কবিতা আপনার। :)

১৮ ই মে, ২০১৩ রাত ১১:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রতিদিনহ্যাপী। শুভ কামনা সব সময়।

১১| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:৪২

মুনসী১৬১২ বলেছেন: ১ বেশি ভালো হয়েছে...............

১৮ ই মে, ২০১৩ রাত ১১:২৭

সায়েম মুন বলেছেন: যাক চারটা দিয়ে ভাল হয়েছে। একেক জনের একেকটা ভাল লেগেছে। :D
ধন্যবাদ কবি। শুভকামনা।

১২| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৫৫

স্বপনবাজ বলেছেন: ফুলে ফুলে ফোঁটায় ফোঁটায় আমরা সাক্ষী অসম্ভব সুন্দর কয়েকটি কবিতা পাঠে মুগ্ধতার!

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৬

সায়েম মুন বলেছেন: মুগ্ধতায় ভাল লাগলো স্বপনবাজ। শুভকামনা সব সময়।

১৩| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:২০

লেখোয়াড় বলেছেন:
জলের মতো সব কবিতা আপনার।
জল যেমন সব কিছু ভিজেয়ে দেয়,আপনা কবিতাও তেমনি মনকে ভিজিয়ে দেয়,
আবেশে, আবেগে, আনমনে।

প্রচুর লিখতে পারেন আপনি সামু।
ভাল থাকুন।

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৮

সায়েম মুন বলেছেন: হ্যা লেখোয়াড়। ইদানীং বেশ কিছু লিখেছি। তবে কবিতার মান নিয়ে সংশয়ে আছি। :)

শুভকামনা নিরন্তর।

১৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪২

মেহেরুন বলেছেন: Click This Link

১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মেহেরুন। শুভকামনা।

১৫| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:০২

শাহেদ খান বলেছেন: প্রতিটা কবিতার গল্পে ভিন্ন স্বাদ। ভাল লাগল পড়ে যেতে।

মাঝে মাঝে হঠাৎ কিছু লাইন একদম অন্য একটা আবহ তৈরি করছিল, যেন কোথাও টেনে নিয়ে যাচ্ছিল। যেমন~

একদিন সাঁকো হবো তুমি হবে ঘাট
মাঝরাতে লোনা বুকে হবে পুঁথিপাঠ।

অথবা,

চিনতে পারোনি স্কুলগেটে চানাচুর বিক্রেতা
চিনতে পারোনি সাহেবপুকুর
ঘাটের সিড়ি নারিকেল গাছ

কবিতাপাঠে ভ্রমণের আনন্দও পেলাম মাঝে মাঝে।

শেষ কবিতাটায় বিশেষ ভাল লাগা !

২০ শে মে, ২০১৩ রাত ১২:০৩

সায়েম মুন বলেছেন: আপনার মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো শাহেদ। আন্তরিক শুভকামনা সব সময়।

১৬| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৫৮

রাফা বলেছেন: প্রত্যেকটা কবিতারই আলাদা আবেদন আছে।খুব ভালো লাগলো।

ধন্যবাদ,সায়েম মুন।

২০ শে মে, ২০১৩ সকাল ৯:২৮

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাফা। শুভসকাল।

১৭| ২০ শে মে, ২০১৩ সকাল ৯:৪০

জুন বলেছেন: যে বিস্ময়ে একদিন কাছে এসেছিল
সে বিস্ময়ের ঘোর কেটে গেল ঠুনকো দ্বন্দ্বে
যে নিগূঢ় নিপুণতায় বুনেছিলে মায়াজাল
সেটাও ছিন্নভিন্ন হয়ে গেল এক মহাপ্রলয়ের হ্যাচকা টানে

অসাধারণ অভিব্যাক্তি মুন। বিয়ের পর থেকে তোমার কবিতার ব্যাপক উন্নয়ন ঘটেছে খেয়াল করলাম।
অনেকে বলে বিয়ে করলে তার প্রতিভা বিলুপ্ত হয়।
এটা যে সর্বৈব্য মিথ্যা তুমি প্রমান করলে :)

২০ শে মে, ২০১৩ বিকাল ৩:১৬

সায়েম মুন বলেছেন: হুম আপু। আমি মনে করেছিলাম বিয়ে করলে লেখালেখির দফারফা হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। গতি আগের মতই বহাল তবিয়তে আছে। একটা বিষয়ে পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি এখন আর গল্প লিখতে পারছি না।
শুভকামনা রইলো।

১৮| ২১ শে মে, ২০১৩ রাত ১১:০৪

দুরন্ত সাহসী বলেছেন: সত্যি অসাধারণ সব গুলো কবিতা সায়েম।


তবে সায়েম আপনার সেই ঐতিহাসিক হাস্যজ্জল পিকটা আমি খুব মিস করি,সারা ব্লগ জুড়ে ঐ পিকটা ছড়িয়ে থাকতো।

ভালো থাকবেন

২১ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

সায়েম মুন বলেছেন:
ধন্যবাদ দূরন্ত সাহসী। হ্যাঁ ঐ পিকটা অনেক দিন হলো পরিবর্তন করেছি। ঐই পিচ্চিটার প্রতি বিশেষ মায়া আছে। মনে হয় ওর সাথে আমার অন্তরাত্মা মিশে আছে। মনে রেখেছেন বলে ভাল লাগলো। আশা রাখি আপনি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।

১৯| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

সেজুতি_শিপু বলেছেন: অসাধারন ! খুব ভালো লাগলো ।

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সেজুতি। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.