নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

ঘূর্ণিচোখ

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১১





১। ঘূর্ণিচোখ



চোখের ভেতর ঢুকে গেল দিগন্তের নীল

চরের হাওয়া বালির রাশি উচ্ছন্ন মেঘ বজ্র নিনাদ

চোখের ভেতর ঢুকে গেল গরল জল

ধূপের ধোঁয়া আধ খাওয়া এক জীবন মোয়া।



চোখের ভেতর ঢুকে গেল আয়ুর নাচন

দৈবশংকা জীবন মরণ বাঁচার কারণ

চোখের ভেতর ঢুকে গেল এক পোড়া চোখ

মুখের হাসি গলার ফাঁসি বিষের বাঁশি।



চোখের ভেতর হারিয়ে গেল

দুটো চোখ চারটে চোখ

চোখের ভেতর দশটি চোখ

হাসি কান্নার দশটি মুখ।



চোখের ভেতর ঘূর্ণিচোখ

ঘুরতে ঘুরতে পড়তে পড়তে

উঠতে উঠতে জাগতে জাগতে

জ্বলে উঠলো হাজার চোখ সহস্র মুখ

সূর্য-ভেলায় ভাসতে ভাসতে বাঁচার সুখ।





২। বায়ুর বুকে আয়ু



আমি অস্থির হয়ে পাতায় আছি

এ পাতা থেকে ও পাতা

এ ডাল থেকে ও ডালে

গুড়ি বেয়ে শিকড়ে।



বিধি আর কত যাবো গভীরে

তোমার ঝড় থামাও

আমি আর জল হয়ে

চলতে পারছি না।



জীবন সঁপেছিলাম বায়ুতে

শিশির হয়ে পাতার শিয়রে

পাতা থেকে মাটিতে

বিধি অশান্ত পৃথিবী শান্ত করো

আবার শিকড় থেকে শিখরে উঠাও

আমি বায়ুর বুকে আয়ু রাখতে চাই।





৩। একা ও একাকীত্ব



যে একা সে একা সর্বত্র

ভিড়ের বাসে একা পথে একা

রাতে একা দিনে একা

একা মাঝ দরিয়ায়।



সে ভাসছে এক অচিন যাত্রী

কোন গন্তব্যের পিছুটান নেই

কোন নির্দেশনা নেই

তাড়া নেই তীরে ভেড়ার।



একাকীত্ব কি কোন মানুষের

একক কোন অর্জিত সম্পদ?

মানুষ জন্মে একা মরনে একা

সূর্য উঠে মেঘ নেই তাই রোদ

একাকীত্ব বুঝি সব মানুষেরই রোগ।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৭

নীল কষ্ট বলেছেন: সবই জীবনের ছবি
একাকীত্ব
বিষাক্ততা
গভীরে চলে যাওয়া

তবুও সব মানিয়ে চলে মানুষ

১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

সায়েম মুন বলেছেন: সেটাই বুঝি ঘটে!

ধন্যবাদ নীল কষ্ট। শুভরাত্রি।

২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩

কয়েস সামী বলেছেন: ১ বেশি ভাল লাগল।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কয়েস। শুভকামনা।

৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ১ ম টাতে মুগ্ধ ! বাকীগুলাও মান ধরে রেখেছে আপনার ! ভালোলাগা থাকলো !

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। শুভকামনা রইলো।

৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: না বললেও বুঝতে কষ্ট হচ্ছিলো না, ছবিটা হয়তো আপনারি তোলা। এমন মনে হলো কেন জানি না, কবিতার শেষে যখন দেখলাম আমি যা মনে করেছিলাম তাই সত্যি তখন নিজেকে ফেলুদা ফেলুদা লাগছিলো। হাঃ হাঃ হাঃ

আমার এক বন্ধু বলছিলো-
'প্রেম' বলে কিছু নেই।
আমি বললাম- 'আছে।
কেবল মাত্র বিরহই প্রেমের সৌন্দর্য'।

আমি যখন কাউকে ভালোবাসি
আমি আসলে তার দেহকে নয়
তার সৌন্দর্য কে নয়
তার সম্পদ কে নয়
তার আত্মাকে ভালোবাসি।
যখন সে মুখ ঘুরিয়ে নেয়
বুঝতে পারি, আমার আত্মার জোর কত কম।
অবশেষে আমিও মুখ ঘুরিয়ে নেই।

যদি বল 'প্রেম' বলে কিছু নেই
তবে বলি, তুমি ভাই আগুনেই পোড়োনি- সুখী মানুষ।
প্রেম হলো আগুন, যে কেবল পোড়ায় না,
তোমাকে ভাঙে আবার গড়ে
পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে।

সায়েম ভাই, আপনার কবিতা পড়তে পড়তে এই কথা গুলো মাথা এলো। ভালো থাকবেন। ভালো লাগা জানবেন।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩

সায়েম মুন বলেছেন: বেশ বেশ। ফেলুদা হয়ে গেলেন দেখি :P

বাকীটাও সুন্দর বলেছেন। শুভ বিকেল।

৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

মায়াবী ছায়া বলেছেন: মানুষ জন্মে একা মরনে একা
সূর্য উঠে মেঘ নেই তাই রোদ
একাকীত্ব বুঝি সব মানুষেরই রোগ।
-চমৎকার লিখেছেন ! মুগ্ধপাঠ !
ভালো থাকুন ।।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩

সায়েম মুন বলেছেন: আপনার মুগ্ধতায় মন ভরে উঠলো। ভাল থাকবেন মায়াবী ছায়া।

৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন:

বিধি আর কত যাবো গভীরে
তোমার ঝড় থামাও

:(

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৪

সায়েম মুন বলেছেন: ঝড় নেই। প্রকৃতি এখন বরষায় আক্রান্ত। ঢাকা শহর জলে টলটল। মানুষের মন বহুদিন পর খলবল। :P

৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭

েমা ফয়সাল হাসনাইন বলেছেন: ভালো লাগলো

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফয়সাল। শুভকামনা।

৮| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৮:০৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার হয়েছে ++++++++++++++++

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২২

সায়েম মুন বলেছেন: থেংকু কবি। বাকী প্লাস গুলাও দিয়া যাইবেন। :P

৯| ১৯ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

১মটা ভাল লাগছে ভীষণ। +++

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা।

১০| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা!

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।

১১| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৪১

বটবৃক্ষ~ বলেছেন: বিধি আর কত যাবো গভীরে
তোমার ঝড় থামাও
আমি আর জল হয়ে
চলতে পারছি না

ভালোলাগা~~~

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বটবৃক্ষ। শুভকামনা।

১২| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘূর্ণিচোখ এভাবে পড়ছি!

চোখের ভেতর ঢুকে গেল দিগন্তের নীল
চরের হাওয়া বালি রাশি উচ্ছন্ন মেঘে নিনাদ
চোখের ভেতর ঢুকে গেল গরল জল
ধূপের ধোঁয়া আধ খাওয়া এক জীবন মোয়া।

চোখের ভেতর ঢুকে গেল আয়ুর নাচন
দৈবশংকা জীবন মরণ বাঁচার কারণ
চোখের ভেতর ঢুকে গেল এক পোড়া চোখ
মুখের হাসি গলায় ফাঁস বিষ বাঁশি।

চোখের ভেতর হারিয়ে গেল
দুটো চোখ চারটে চোখ
চোখের ভেতর দশটি চোখ
হাসি কান্নার দশটি মুখ।

চোখের ভেতর ঘূর্ণিচোখ
ঘুরতে ঘুরতে পড়তে পড়তে
উঠতে উঠতে জাগতে জাগতে
জ্বলে উঠলো হাজার চোখ সহস্র মুখ
সূর্য-ভেলায় ভাসতে ভাসতে বাঁচার সুখ।



বায়ুর বুকে আয়ু


জীবন সপেছিলাম বায়ুতে
শিশির হয়ে পাতার শিয়রে--- এখানে শিয়রের স্থলে শিরাতে পড়েছি।


একা ও একাকীত্ব ভালো লাগলো।

তবে ১নং সেরা।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

সায়েম মুন বলেছেন: আপনার পঠন ধরণের প্রশংসা করতে।
ধন্যবাদ কবি। ভাল থাকুন সব সময়।

১৩| ১৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৫

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস হামা।

১৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: ৯ম ভালোলাগা ++++++++


ভালো থাকবেন ভ্রাতা :)

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ন। শুভকামনা।

১৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৪৪

হানিফ রাশেদীন বলেছেন: তিনটাই অনেক ভালো লাগলো। ১.ঘূর্ণিচোখ, এখন এই সময়ে সবকিছু আমাদের চোখের ভেতরে হারিযে যায, চারদিকের চোখ ধাঁধান কোলাহলে। এবং আমরা (২. বায়ুর বুকে আয়ু) এই কর্পেরেট দুনিয়ায় কর্পেরেট দৌড় প্রতিযোগীতায অস্থির হয়ে আছি :

‘’আমি অস্থির হয়ে আছি পাতায়
এ পাতা থেকে ও পাতা
এ ডাল থেকে ও ডালে
গুড়ি বেয়ে শিকড়ে’’

কে এই আমি? আমি সেই নিঃসঙ্গ অচিন যাত্রি :

’’যে একা সে একা সর্বত্র
ভীরের বাসে একা পথে একা
রাতে একা দিনে একা
একা মাঝ দরিয়ায়।’’

তিনটি কবিতাই যেন একই সূত্রে গাঁথা।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৮

সায়েম মুন বলেছেন: সুন্দরভাবে বিশ্লেষণ করলেন! খুব ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

১৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন কবি।
শেষ টা খুব সুন্দর।।

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।

১৭| ২০ শে জুন, ২০১৩ ভোর ৪:০৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: নাম্বার ১ ভালো লাগছে বেশি... চোখ আসলেই সব কথা বলে........

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।

১৮| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ১ নম্বরটা ভালা লাগছে

২০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। শুভকামনা।

১৯| ২০ শে জুন, ২০১৩ রাত ৮:২৩

জুন বলেছেন: আবার শিকড় থেকে শিখরে উঠাও
আমি বায়ুর বুকে আয়ু রাখতে চাই।

ওহ মুন তুমি শব্দ চয়নে অসাধারণ নৈপুন্য দেখিয়ে চলেছো ইদানীং।
খুব ভালোলাগলো কবিতাগুলো।
+

২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৭

সায়েম মুন বলেছেন: হ্যা আপু কয়েকটা দিন একটু শব্দ চয়নের চেষ্ঠা করলাম। এখন কিছুটা বন্ধ আছে।

ধন্যবাদ ও শুভকামনা সব সময়।

২০| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: চোখের ভেতর ঢুকে গেল এক পোড়া চোখ - চমৎকার !!!

ভালো লেগেছে প্রথম কবিতাটা ।

সঁপেছিলাম , ভিড় হবে।

ভালো থাকবেন।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

সায়েম মুন বলেছেন: থ্যাংকস। ঠিক করে নিলাম।
গুড়ি শব্দটা দেখবেন? অভিধান খুলতে ইচ্ছে করছে না এখন। :/
এক সময় ভুল বানানের শব্দ সংক্রান্ত ব্যাপারে খুব খুতখুতে ছিলাম। অনেকের ভুলভ্রান্তি আমিও ধরতাম। এখন দেখি নিজেই হাজার ভুলের মধ্যে আছি। জানা শব্দ অজানা হয়ে যাচ্ছে ঘুরেফিরে। আপনার এ সংক্রান্ত জ্ঞানের তারিফ করতে হয়। :)

২১| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৯

রেজোওয়ানা বলেছেন: ধূপের ধোঁয়া আধ খাওয়া এক জীবন মোয়া........এই লাইনটা পড়ে এখন আমার মুড়ির মোয়া খেতে ইচ্ছা করছে :(


৩ নম্বর কবিতাটা আমার মতো, তাই এটা বেশি ভাল লাগলো......

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:০৯

সায়েম মুন বলেছেন:
হুম। মুড়ির মোয়া খেতে পারো সাথে যেন কাঁঠালের কোয়া থাকে। :P
ঐটা বোধয় আমারো মত #:-S

২২| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: গাছের গুড়ি - এভাবে

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি - হলে গুঁড়ি বানান এভাবে ।

আপনারটা ঠিক আছে । B-)

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপর্ণা। :D

২৩| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:১৪

মামুন রশিদ বলেছেন: প্রথম কবিতায়,

চোখের ভেতর হারিয়ে গেল
দুটো চোখ চারটে চোখ
চোখের ভেতর দশটি চোখ
হাসি কান্নার দশটি মুখ।

বাকিগুলোও চমৎকার ;)

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১৬

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মামুন।
না ব্রো চোখ মাইরেন না। কোন দূরভিসন্ধির গন্ধ খুঁজে পাই। B:-/

২৪| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
বিধি আর কত যাবো গভীরে


সুন্দর লাগলো কবিতা গুচ্ছ।

২১ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভসন্ধ্যা।

২৫| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতাগুচ্ছে ++++++++++++++++++++++

২১ শে জুন, ২০১৩ রাত ৯:১০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী। শুভকামনা।

২৬| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২

অদৃশ্য বলেছেন:




কবি

চমৎকার হয়েছে লিখাগুলো... খুব ভালোলাগা


শুভকামনা...

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:১১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।

২৭| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৬

রাতুল_শাহ বলেছেন: কবি সবগুলোই ভাল লাগলো।

ভাল লাগা রইলো

২৮| ২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাতুল। কমেন্টের জবাব অপশনটা আসছে না। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.