নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নপাতা

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪





১। স্বপ্নপাতা





তুমি কিছু ঘটি বাটি খর কুটো দিয়ো

আমি বানিয়ে নিবো বন্ধনের মায়াজাল

স্বপ্নের রোদেলা ঘর মিঠেল বাতাস

দাওয়ায় বসে একদিন দোল খেতে দিবো।



তুমি কিছু বীজ দিয়ো মাটি দিয়ো আজলা ভরে

আমি বানিয়ে নিবো মহীরুহ বসত জমিন

চাষাবাদের কারুকার্য শিখে নিবো নিপুণ হস্তে

তুলে আনবো তৃণলতা শস্যকণা খাদ্যদানা।



তুমি কিছু মেঘ দিয়ো বৃষ্টি দিয়ো গগণ ছেঁকে

আমি পৃথিবী ভরিয়ে নিবো জলপ্রপাতে

নদীর বাঁকে কদম শাখে ফোটাবো ফুল

ব্যস্ত হবে মৌমাছিরা ব্যস্ত রবে নদীর কূল।



তুমি কিছু মায়া দিয়ো ছায়া দিয়ো বুকের 'পরে

আমি সাজিয়ে নিবো সোহাগ সজনী

সৈকতে বাঁধিয়ে নিবো স্বপ্নচূড়া পূর্ণিমা রজনী

ঝিনুক পথে হেঁটে যাবে স্বপ্নপাতার স্নিগ্ধ গরবিনী।





২। ছাতা হয়ে



চৈত্রের রোদ থেকে বাঁচিয়ে রাখো মাথা

আমি যেন এক ছাতা ঘুরছি তোমার ছায়া হয়ে

মায়া হয়ে ঝড় বৃষ্টিকে তিরস্কার করে ।



তুমি মহারাণী এলিজাবেথ

কমনওয়েলথের রাজসিংহাসনে

থাকো সরল ভঙ্গীতে পা দু'খানি তুলে

গালে হাত দিয়ে নিবিড় চিত্তে ভাবো

কোথায় কোন রাষ্ট্রে আজ নববর্ষ এলো

পুরাতন দূর করো পদরেখা টেনে

আমি আছি তোমার সনে

ছাতা হয়ে মাথার উপর।





৩। ভয় নেই



যা কিছু পাই কুড়িয়ে নেই

তাই ফুরিয়ে যাওয়ার ভয় নেই

পথে যেতে যেতে পাথর কুড়াই

কষ্ট কুড়াই নষ্ট হয়ে যাওয়া মাদুর কুড়াই

ভরা ভাদ্রে চাঁদের কিরণ কুড়াই

জলে স্থলে অন্তরীক্ষে শূন্যতা কুড়াই

কুড়াতে কুড়াতে জোড়াতালি দিয়ে

চলছে জীবন কোন রকম

তাই হারানোর ভয় নেই কিছুই।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৬৪ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

তুমি কিছু মেঘ দিয়ো বৃষ্টি দিয়ো গগণ ছেকে
আমি পৃথিবী ভরিয়ে নিবো জলপ্রপাতে
নদীর বাকে কদম শাখে ফুটাবো ফুল
ব্যস্ত হবে মৌমাছিরা ব্যস্ত রবে নদীর কূল।


মুগ্ধ হলাম লাইনগুলো পড়ে। +++++++ অবশ্যই।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কান্ডারী। প্রথম কমেন্টে ভাললাগা। শুভকামনা কামনা।

২| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

সাজিদ ঢাকা বলেছেন: :) :) :) ভালো লিখেছেন

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস সাজিদ। শুভদুপুর।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

ফয়সাল হুদা বলেছেন:

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফয়সাল। এবার জমলো না বোধয়। তাই মন্তব্যের ঘরে কোলন ছাড়া কিছু দেখি না। :(

৪| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

ফয়সাল হুদা বলেছেন:
সাদা গোলাপের সাথে তিনটি কবিতা !! দারুন !

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

সায়েম মুন বলেছেন: এবার ঠিকাছে। একটা কিছু তো শুনলাম। শুভদুপুর। :D

৫| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

চানাচুর বলেছেন: তুমি মহারাণী এলিজাবেথ
কমনওয়েলথের রাজসিংহাসনে
থাকো সরল ভঙ্গীতে পা দু'খানি তুলে
গালে হাত দিয়ে নিবিড় চিত্তে ভাবো
কোথায় কোন রাষ্ট্রে আজ নববর্ষ এলো
পুরাতন দূর করো পদরেখা টেনে
আমি আছি তোমার সনে
ছাতা হয়ে মাথার উপর।


এইটা খুব ভালো লাগলো :D :D

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

সায়েম মুন বলেছেন: তাই। অনেক দিন পর আপনার কমেন্ট দেখেও ভাল লাগলো। :D

৬| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: তিনটা কবিতাই সুন্দর

++++++++++++

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

সায়েম মুন বলেছেন: আপনার নিক দেখে ডরাইছি। :-/ :-/

৭| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭

সরদার হারুন বলেছেন: কবিতাটা খুব ভাল হয়েছে তবে মনে নহয় গদ্য কবিতার মধ্যে হঠাৎ ছন্দ মিল চলে আসছে ।

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬

সায়েম মুন বলেছেন: তাই। গদ্যে পদ্যে মিলায় একটা পাঁচমিশালী খাবার বানিয়েছি। #:-S

থ্যাংকস সরদার হারুন।

৮| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

টুম্পা মনি বলেছেন: চমৎকার!

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি। শুভদুপুর।

৯| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার লিখেছেন +++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিনুর। অনেক দিন পর এখানে দেখলাম। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।

১০| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:






তুমি কিছু মেঘ দিয়ো বৃষ্টি দিয়ো গগণ ছেকে
আমি পৃথিবী ভরিয়ে নিবো জলপ্রপাতে
নদীর বাকে কদম শাখে ফুটাবো ফুল
ব্যস্ত হবে মৌমাছিরা ব্যস্ত রবে নদীর কূল।


বেশ সুন্দর লাগলো লাইন গুলো।


+++++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধশোভন। সুখকামনা সব সময়।

১১| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। শুভসন্ধ্যা।

১২| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগছে

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩০

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা মুগ্ধ করেছে আমায়। শুভকামনা ইরফান।

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

মাক্স বলেছেন: সুন্দর!
ভালো লাগলো!

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাক্স। শুভকামনা অনেক।

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: স্বপ্নপাতাটা বেশী ভালো লেগেছে ! পড়ে মনে হলো সোহাগী মায়ার হাতছানি ! একটু একটু পড়ে যৌথ ভালোবাসায় কিছু গড়ে নেয়ার প্রত্যয়।

ছেঁকে, বাঁকে , গরবিনী , বুকের 'পরে ।
যেভাবে হয়েছে শস্যকণা সেভাবেই হবে খাদ্যদানা। খাদ্য দানা নয়।

শুভ সন্ধ্যা।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

সায়েম মুন বলেছেন: আমি অন্য একটি ভাবনায় লিখেছি। আমার ভাবনার কথা আপাতত বলবো না। তবে আপনার ভাবনাতেও প্লাস। কারণ আপাত দৃষ্টিতে আপনার ব্যাখ্যাটুকুই সঠিক।

টাইপো কটা ঠিক করছি এখনই।

শুভসন্ধ্যা অপর্ণা।

১৫| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে।
প্রথমটা অনেক সুন্দর।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

সায়েম মুন বলেছেন: থ্যাংকস দূর্জয়। শুভকামনা সব সময়।

১৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথমটায় মুগ্ধ ! অন্য গুলার চেয়ে বেশী বেশী ভালো !

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস অভি। শুভসন্ধ্যা।

১৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০১

বটবৃক্ষ~ বলেছেন: খুব চমৎকার......

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৫

সায়েম মুন বলেছেন: থ্যাংকস বটবৃক্ষ। শুভকামনা সব সময়।

১৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৩

বোকামন বলেছেন:







তুমি কিছু মেঘ দিয়ো বৃষ্টি দিয়ো গগণ ছেঁকে
আমি পৃথিবী ভরিয়ে নিবো জলপ্রপাতে
------------------
কোথায় কোন রাষ্ট্রে আজ নববর্ষ এলো
পুরাতন দূর করো পদরেখা টেনে
------------------
কষ্ট কুড়াই নষ্ট হয়ে যাওয়া মাদুর কুড়াই

------------------
এই লাইনগুলো স্বতন্ত্রভাবেই এক একটি কবিতা মনে হল !
অ সা ধা র ণ !

প্রতিটা কবিতাই খুব ভালো লাগলো :-)
ভালো থাকুন সবসময়
শুভকামনা

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোকামন। আপনার কমেন্টে ভাললাগা রইলো। শুভকামনা।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৪

জাতির নানি বলেছেন: সুন্দর লিখসো নাতী

পেলাস :D

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

সায়েম মুন বলেছেন: তোমার মত সোন্দরী নানী থাকলে ভাল না লিখে পারা যায়।
আইলাভিউ নানী। ;)

২০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:০৯

রহস্যময়ী কন্যা বলেছেন: আমার ২নংটা বেশী ভালো লেগেছে :) :)

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

সায়েম মুন বলেছেন: আচ্ছা। থ্যাংকস রহস্যময়ী কন্যা। :)

২১| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: তুমি কিছু মায়া দিয়ো ছায়া দিয়ো বুকের 'পরে
আমি সাজিয়ে নিবো সোহাগ সজনী
সৈকতে বাঁধিয়ে নিবো স্বপ্নচূড়া পূর্ণিমা রজনী
ঝিনুক পথে হেঁটে যাবে স্বপ্নপাতার স্নিগ্ধ গরবিনী

সুন্দর

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস মাসুম। শুভসকাল।

২২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮

বৃতি বলেছেন: কবিতাগুলো খুব ভালো লেগেছে । প্রথম কবিতাটা অদ্ভুত সুন্দর! পড়তে আরও কয়েকবার আসব আপনার ব্লগে ।

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:০২

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে। ধন্যবাদ বৃতি। শুভকামনা সব সময়।

২৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: সুখপাঠ্য এবং সুন্দর। প্রথমটা একটু বেশিই ভালো লাগলো /:)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:২৪

সায়েম মুন বলেছেন: থেংকু হামা। প্রথমটা কমবেশী সবারই ভাল লাগলো। ওটার মত আরও লিখবো নাকি। 8-|

২৪| ০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২২

সরদার হারুন বলেছেন: না ভাই, ইচ্ছা করে কেউ গদ্য কবিতার মধ্যে ছন্দের মিল দেয় না। দুটি কারণে হতে পারে
১.অলক্ষে, বে- খেয়ালে
২. ছন্দের উপর দখল কম থাকা । যা হোক আগামিতে আরও ভাল করবেন বলে আশা রাখি ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

সায়েম মুন বলেছেন: থ্যাংকস সরদার হারুন। আপনি আমার ছন্দবদ্ধ কিছু কবিতা পড়তে পারেন। গদ্যের মধ্যেও কিন্তু একটা ছন্দাভাব রয়েই যায়। ছন্দটা সেই অন্তমিল ছন্দ নয়। পঠনের মধ্যেই ছন্দটা খুঁজে পাওয়া যায়। যাই হোক আপনি যদি এই অধম কবির কিছু ছন্দময় কবিতা পড়তে চান তো নিচে একটা লিংক দিচ্ছি। আশা রাখি পোস্টে কিছুটা সময় ব্যয় করবেন। এবং আপনার সুচিন্তিত মতামত জ্ঞাপন করবেন। আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি আমি এখনো কবি হতে পারিনি। তাই হয়ত অনুভূতি সঠিকভাবে লিপিবদ্ধ হয় না। শুভকামনা সব সময়।

মেঘের দেশে (ছড়াগুচ্ছ)


২৫| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

এরিস বলেছেন: তুমি মহারাণী এলিজাবেথ
কমনওয়েলথের রাজসিংহাসনে
থাকো সরল ভঙ্গীতে পা দু'খানি তুলে
গালে হাত দিয়ে নিবিড় চিত্তে ভাবো
কোথায় কোন রাষ্ট্রে আজ নববর্ষ এলো.।

গালে হাত দিলো, ভালো কথা। পা তুলে মোটেও ঠিক করেনি। ;)
সবগুলো লেখাই ভিন্নভাবে সুন্দর। অনেকদিন পর আসলাম। কেমন আছেন সায়েম ভাই?

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০

সায়েম মুন বলেছেন: মহারাণী বলে কথা। তাই বুঝি অমন দেমাগ। #:-S

ভাল আছি এরিস। আশা রাখি আপনিও আছেন। শুভকামনা রইলো।

২৬| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১০

অপূর্ণ রায়হান বলেছেন: সবগুলোই অনেক সুন্দর হয়েছে ভ্রাতা ++++++ :)

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ন। শুভকামনা রইলো।

২৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

কালীদাস বলেছেন: হার ম্যাজেস্টি-রে নিয়া লেখা কবিতাটা ভাল পাইলাম :D আবার হার হাইনেস-রে ব্যাঙ্গ করায় মাইন্ডও খাইছি X(( X((

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

সায়েম মুন বলেছেন: হার হাইনেসকেও একদিন এভারেস্ট চূঁড়ায় উঠাবো :D

আশা রাখি ইসমাটম্যান ভাল আছেন। ভাল থাকুন। হাসি আনন্দে থাকুন।

২৮| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৫

ফারিয়া বলেছেন: সাহসী মানুষের কবিতাটা ভালো লেগেছে, ভয় না পাওয়া সবার হয়ে উঠে না!

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফারিয়া। আসলে অনেক সময় অনেকেই বিভিন্ন বিষয়ে ভয় পায়। সাম্প্রতিক কিছু ঘটনাবলী থেকে উত্তরণের প্রয়াশে এসব কবিতার প্রতি আশ্রয়। ভাল থাকুন সব সময়।

২৯| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৯

সরদার হারুন বলেছেন: আপনার ছড়া দুটো পড়েছি। ভাল হয়েছে। লেখার চেয়ে বড় কবিদের কবিতা বেশি করে পড়েন।
লক্ষ্য করুন তারা কি ভাবে ছন্দ গুলি ব্যবহার করেছেন।আমি আপনাকে একটা কবিতার অংশ
শোনাই।
" গরীব গোড়ে দীপ জ্বেলনা ফুল দিওনা কেউ ভুলে,
শ্যামা পেকার পাখ না পোড়ে দাগা না পায় বুলবুলে।"
(সত্তেনদ্রনাথ দত্ত)

মূল পারশি কবিতা হলো-

" বরমা যারে মা গরীবা না চেরাগে না গুলে,
না পোড়ে পড়ওনা সুদাত না সুদায়ে বুলবুলে "
( জেবুন নেছা)

এখন দেখুন মনে হয়না যেন উভয় ভাষার লাইন গুলি একই কবির লেখা ?
একই বলে বড় কবি।
আপনাকে ধন্যবাদ আবার দেখা হবে । আমার এক হাত কাজ করেনা শুধু ডান হাতে
লিখতে হয়। তাই মাঝে মাঝে অনেক ভুল থেকে যায় । নিজ গুনে ক্ষমা করবেন।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৫

সায়েম মুন বলেছেন: আপনার হাতের বিষয়টা শুনে খুব খারাপ লাগলো। আমরা যা দু হাতে করছি আপনি এক হাতেই তার চেয়ে অনেক বেশী পারেন বলে মনে করি।

আমি পরিচিত অল্প পরিচিত থেকে শুরু করে একদম অপরিচিত সব কবির কবিতা পড়ার চেষ্ঠা করি। কথা হবে আবারও। শুভকামনা সব সময়। :)

৩০| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো। সায়েম ভাই, আমাকে কিছু কবিতা মেইল কইেরন। আমরা একটা ছোট কাগজ করি। কুঁড়েঘর ।[email protected]

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই। আপনি এর আগেও চেয়েছিলেন। সেই সময় কি কারণে জানি ব্যস্ত হয়ে পড়েছিলাম। যার দরুণ আর দেয়ায় হয়নি। আমি কালকে কিছু কবিতা মেইল করবো। তবে কোনটা করবো না করবো ভেবেই পাই না। কারণ এখনো নিজের কবিতার উপর তেমন আস্থা জন্মায় নি। তবু কালকে চেষ্ঠা করবো :(

৩১| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপ্নে আগে সুস্থ হয়ে নেন, আর আমিও একটু রিলাক্সড হয়ে নেই, তারপর কবিতা পড়মু এবং কবিতা লইয়া কথা কমু।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

সায়েম মুন বলেছেন: আচ্ছা কবি। আপনের সাথে ম্যালা বকর বকর করতে চাই। :D

৩২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

হাসি .. বলেছেন: ওয়াও চমৎকার সব কবিতা

+ :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০১

সায়েম মুন বলেছেন: থ্যাংকস হাসি। হাসি আনন্দে থাকুন। শুভকামনা রইলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.