নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

আমরা ও ওরা

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫





১। যদি বলো



আমরা যা বলি সবই ডাঙ্গুলি

ওরা যা বলে দশজনে চলে

দশজনে শ কমেন্ট বিশ জনে

সহস্র, আমরা বরাবরই নিরস্ত্র ।



আমরা ধূর তেরি ছাই

আমরা কলা-রুটি খাই

ওরা খায় রাজভোগ

আমরা মানে দূর্যোগ

আমরা মানে কাকা

আমরা মানে খাখা

আমরা মানে যাতা।



আমরা থাকি লেপ্টে ময়লা বালিশে

ওরা থাকে ম্যাট্রেস মাদুরে বিলাসে

আমরা থাকি গাছতলা ছাদতলা নিবাসে

ওরা থাকে জীবনভর নবাবী জৌলুসে।



আমরা মানে বাপ মা নাই

এতিম অসহায় শূন্য বাসস্থান

আমরা মানে মানহীন ছন্দহীন প্রাণ

আমরা মানে অকালে মৃত্যুর গান।



ওরা মানে ঘিরে থাকে প্রজা শতশত

ওরা মানে চারিদিকে পুষ্প অবিরত

ওরা মানে সোনার চামচ ওরা মানে

ঘিয়ে মাখা তনু, ওরা মানে পৃথিবী নতজানু।



আমরা মানে যতই করো তাইরে নাই

আমরা মানে তোমাদের জ্ঞাতি খুরো ভাই

আমরা মানে যতই বলো যাচ্ছে তাই

আমরা মানে শেষাবধি তোমাদের বাঁচাই।



যদি থাকে কস্মিনকালে লাজ শরমের বালাই

ফিরে দেখো হাতটি ধরো দেশটি চালাই

যদি বলো গণতন্ত্র ধনতন্ত্র সব আমার হাতে

আমি তবে বলি শোন নেই তোমার সাথে ।





২। কেন



ঘুরিয়ে প্যাঁচিয়ে না খেয়ে একদম সহজ করে খাও

অন্নটা পেয়েছো সহজে সরল তরিকায়

তাই প্যাঁচিয়ে পাঁচ করে না খেয়ে অকপটে খাও

খাওয়া শেষে ঈশ্বরের বদান্যতার প্রশংসা করো।



না নিমক হারামের মত সেটুকুও করবে না

প্যাঁচিয়ে খেতে খেতে প্রতিটি অঙ্গে প্যাঁচ লেগে গেছে

তাই প্রশংসার বদলে বিবাদের ঝড় তোলো অঙ্গে অঙ্গে

ঈশ্বরের প্রশংসা না পারলে মানুষের স্তুতিতে দিন গুজরাও।



পথের ধারে যে শিশুটি খাবারের বদলে তুলে নিচ্ছে উচ্ছিষ্ট

তার দিকে চোখ গেছে কখনো?

তার কান্নায় কর্ণপাত করেছো কখনো?

আমি বলবো চোখ গেছে তবে দৃষ্টি---যায়নি

ভান করেছো চোখে জল--- আসেনি

কানে গুজে আছো সোনার বালা----শুনতে পাওনি।



যে শিশুটি আজ খাবারের বদলে জঞ্জাল তুলছে মুখে

সরলভাবে সামান্য ক'টা অন্ন মুখে জুটছে না

সে শিশুটি কি এ দেশের না?

তার দেশ কি বাংলাদেশ নয়?

নিরুপায় হয়ে যদি বলো---হ্যা!

তবে তার মুখে কেন অন্ন জোটেনা

তার ঠোটে কেন হাসি ফোটে না।





ছবিঃ নিজস্ব এ্যালবাম। (স্থানঃ ছবির হাট)

মন্তব্য ৩৭ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ভালো লাগলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগচ্ছ প্লাস।

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট। প্রথম কমেন্টে ভাললাগা। শুভকামনা রইলো।

২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৮

শায়মা বলেছেন: একদম ক্ষেপে ওঠা কবিতা।

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১

সায়েম মুন বলেছেন: মাঝে মাঝে ক্ষেপে গেলে এরকম যাচ্ছে তাই লিখে ফেলি। B-))

ধন্যবাদ বিউটি আপি।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১১

শায়মা বলেছেন: ছবিতা কিন্তু অনেক সুন্দর!!!!

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২২

সায়েম মুন বলেছেন: আবারও থ্যাংকস বিউটি আপি। ভাল থেকো। :)

৪| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

নীল সুমন বলেছেন: ভাই সরি। ভুল করে পোষ্ট হয়ে গেছে....................

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৩

সায়েম মুন বলেছেন: ডিলিট করেছি। কমেন্টেটা দেখে ভরকে উঠেছিলাম। আশা রাখি মনের মত একটা চাকুরি হয়ে যাবে। :)

৫| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

পথের ধারে যে শিশুটি খাবারের বদলে তুলে নিচ্ছে উচ্ছিষ্ট
তার দিকে চোখ গেছে কখনো?
তার কান্নায় কর্ণপাত করেছো কখনো?
আমি বলবো চোখ গেছে তবে দৃষ্টি---যায়নি
ভান করেছো চোখে জল--- আসেনি
কানে গুজে আছো সোনার বালা----শুনতে পাওনি।

মন্তব্য নয় শুধু শুভকামনা রইল আপনার জন্য। +++++++++++++++++++++

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

সায়েম মুন বলেছেন: তারপরও একটা মন্তব্য পাওয়া গেছে। #:-S

৬| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০

ত্রিনিত্রি বলেছেন:
পথের ধারে যে শিশুটি খাবারের বদলে তুলে নিচ্ছে উচ্ছিষ্ট
তার দিকে চোখ গেছে কখনো?
তার কান্নায় কর্ণপাত করেছো কখনো?
আমি বলবো চোখ গেছে তবে দৃষ্টি---যায়নি
ভান করেছো চোখে জল--- আসেনি
কানে গুজে আছো সোনার বালা----শুনতে পাওনি

এত সত্য কথা এত সহজ ভাবে কিভাবে বলেন??

শেয়ারে দিলাম।

পিলাচের বন্যা।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

সায়েম মুন বলেছেন: পিলাচের বন্যায় ভেসে গেলাম। থ্যাংকস আ লট। আপনি তো হারায় গেলেন প্রায়। আশা রাখি নিয়মিত হবেন। :)

৭| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১০

আমিনুর রহমান বলেছেন:


ছবি ও কবিতা দুইই অসাধারণ ও অনন্য +++

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিনুর। শুভসন্ধ্যা।

৮| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ছবি ও কবিতা দুইই অসাধারণ ও অনন্য +++

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

সায়েম মুন বলেছেন: থ্যাংকস অভি। শুভকামনা নিরন্তর। :)

৯| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:
ছবি ও কবিতা সেইরম হইছে।


++++

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভসন্ধ্যা।

১০| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৪

সাগর রহমান বলেছেন: সায়েম ভাই, এমন দরকারী কবিতা আমি চাইলে ও লিখে উঠতে পারিনা।
তাই এমন করে যারা লিখতে পারেন, তাদেরকে মনে মনে হিংসেই করি এক ধরনের।
প্রিয় ভাইজান, ভাল থাকবেন। কবিতা ভাল লেগেছে।

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

সায়েম মুন বলেছেন: আপনাকে খুঁজে পাওয়া যায় নাতো সাগর ভাই। আশা রাখি দিনকাল ভাল যাচ্ছে। শুভকামনা রইলো।

১১| ১৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

মামুন রশিদ বলেছেন: কবিতা দুটোয় বেশ ঝাঁঝ আছে ।



ভালোলাগা ++

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন। শুভসন্ধ্যা।

১২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতায় চলমান বা বিগত সব ক্ষোভের প্রকাশই পেলাম !

শুভকামনা আপনার জন্য

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপর্ণা। শুভকামনা নিরন্তর।

১৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার ঝাঁঝাল কবিতা!!!
আপনি দারুন লিখেন।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১২

সায়েম মুন বলেছেন: আপনার মন্তব্যে অনেক ভাললাগা। শুভকামনা সব সময়।

১৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: পয়লাটা ইন্টারেস্টিং

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।

১৫| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন কবিতা।
এগারো নম্বর ক্লিক লাইক বাটনে :)

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২০

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। শুভকামনা অনেক।

১৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

হাসান মাহবুব বলেছেন: প্রথমটা ভালো লাগলো। ছন্দে ছন্দে ঝাঁজ।

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস হামা। শুভসকাল। :)

১৭| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

বৃতি বলেছেন: chhobi o kobita- dutoi onobodyo. onek valo laga.

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বৃতি। শুভকামনা অনেক।

১৮| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

অদৃশ্য বলেছেন:




সায়েম ভাই

লিখাগুলো খুবই ভালো লেগেছে আমার...

সামনে আরো দু'টি লিখা পড় আছে... যাচ্ছি...

শুভকামনা...

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯

সায়েম মুন বলেছেন: কষ্ট করে কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

সায়েম মুন বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.