নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

দুটি মন

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩







১। দুটি মন






আমরা দুজন ছিলাম দূরে পাখির কুহুতানে এসেছি ফিরে

আমরা দুজন বেঁধেছি ঘর ঝর্ণার জল বৃষ্টির ছন্দে

বাদল দিনের রাতপোকার আনন্দে

আমরা দুজন ফিরে এসেছি ফেরার পরমানন্দে।



আমরা দুজন করবো খেলা ফুটন্ত মাধবীতলে

আমরা দুজন ভাসাবো ভেলা প্রেম যমুনার জলে

আমরা দুজন ঘুরেছি পথ লোকালয় ছেড়ে

মহাপৃথিবীর অলিতে গলিতে

আমরা দুজন ছেড়েছি পথ

হাসি কান্নার স্রোতে চলিতে চলিতে।



আমরা দুজন ফিরে এসেছি বৃক্ষের শাখে শাখে

ফুটিবো ফুল করিবো ব্যাকুল পথের বাঁকে বাঁকে

আমরা দুজন রাঙা করিবো শত প্রেমিক প্রেমিকার মন

দুটি মন হবে অপারগতার দুয়ার খুলে একটি জীবন।







২। মাটির ঘ্রানে





আবারও শুরু হোক

প্রথম থেকে পদব্রজে

ঘুরবো বেশ

এই ধরো নদীর দেশ

সবুজে রাঙা চর

বালুচর পাখি হয়ে

ঘুমাবো তীরে

এক ছোট্ট নীড়ে

নলখাগড়ার বনে

বুনে যাবো

নির্জনতার গান।



চলো আমরা আবার হাঁটি

খাঁটি কৃষকের মত মাটির বুকে

ঊর্বর জমিন মুঠো মুঠো শস্য

গোলাভরা ধান ঢেঁকির গান

স্বর্গ এসে উঁকি দিবে সেখানে

পাখিদের কোলাহলে

থাকবো মাটির ঘ্রানে।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৩৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
১ম ভাললাগা কবি ।

++++++

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

সায়েম মুন বলেছেন: নাইস। প্রথম কমেন্টে অনেক ভাললাগা। ধন্যবাদ শোভন।

২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++

কবিতা ও ছবি দুইটাই সুন্দর হয়েছে ভ্রাতা :)

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ব্রো। শুভকামনা রইলো। :)

৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার আগের পোষ্ট খুঁজতে খুঁজতে দেখি নতুন পোষ্ট চলে আসছে আপনার ।

আচ্ছা করিবো , চলিতে চলিতে এসবের সাথে কি বেঁধেছি, এসেছে এসব সঙ্গতি যায় ?আমি কনফিউজড !! উত্তর আধুনিক কবিতায় আসলে সাধু , চলিত যায় না , অবশ্য জীবনানন্দ দাশ তার কবিতায় এসব ব্যবহার তিনি করেছেন।

তবে নির্জনতার গান ভালো লেগেছে।

" এই শূন্য পবনের মধ্যে
কোনো পাপ কঠিন না - কোনো দুঃখ
ব্যক্তিগত নয়। "

--মণীন্দ্র গুপ্ত

আমার পছন্দের কবিতার কয়েকটা লাইন দিলাম ।

শুভকামনা রইলো ।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭

সায়েম মুন বলেছেন: সাধু চলিতের মিশ্রণে বাক্যের শ্রুতি মাধূর্যতা কমে যায়। ব্যাকরণে যোগ্যতা না আসক্তি বলে একে। প্রথম কবিতায় চেষ্ঠা ছিল কবিতাটা যাতে পড়তে ভাল লাগে। কিন্তু আপনার কাছে সেটা ভাল লাগেনি। আমি অবশ্য অনেক কবিকে ব্যবহার করা দেখেছি। নিচে ১০ নম্বর কমেন্ট এ আর একটু বিস্তারিত পাবেন।

কবিতার জন্য থ্যাঙ্কস। শুভকামনা রইলো।

৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ২য় টা বেশী ভালো লেগেছে !

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। অনেক শুভকামনা।

৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দুটোই ভালো লেগেছে! প্লাস!

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কোথাও যাবো না। শুভকামনা নিরন্তর।

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি আর কবিতা সবই সুন্দর,,,,,,,,,,,,,,,,

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ লায়লা। শুভকামনা সব সময়।

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

সোমহেপি বলেছেন: প্রথমটা পড়ে মেজাজ কিছুটা চড়ে গিয়েছিলো ২য় পড়ে কিছুটা শান্ত হলো।

যাইহোক প্রথমটাতে ক্ষুরের আচড় বসাতে ইচ্ছে করছিলো।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

সায়েম মুন বলেছেন: আচ্ছা। প্রথমটার ক্ষেত্রে অনেকেরই অভিযোগ দেখে ডিলিট করতে ই্চ্ছে করছে এখন। সাধু চলিতের বিষয়টা মাথায় ছিল। কিন্তু অনেক নামী দামী কবিকে দুটো মিশিয়ে লিখতে দেখেছি। :!>

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৩

হাসান মাহবুব বলেছেন: দ্বিতীয়টা ভালো লাগসে। প্রথমটায় কিছু সম্পাদনা দরকার। ৩য় আর ৪র্থ লাইনে একই শব্দ দিয়ে (আনন্দে) অন্ত্যমিল দেয়াটা ভালো লাগে নাই। লাস্টে আবার করিবো, ধরিবো আইসা আবার তাল কাইটা দিসে।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

সায়েম মুন বলেছেন: একটা আনন্দ আর একটা অতি আনন্দ। B-))

কত কবিকে তো এভাবে লেখা দেখেছি। আমি এট্টু ট্রাই মারছি আরকি। বড্ড অগোছালো সময়ে ঐটা লিখেছি। লেখার পর মনে হৈছে আহা কত সোন্দর একটা কোবতে ল্যাখলাম। পড়তেও দারুন। আপনাদের প্রতিক্রিয়া দেখে এখন কান্না জুড়ে দিতে ইচ্ছে করছে। :!> :#>

৯| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


আমরা দুজন করিবো খেলা ফুটন্ত মাধবীতলে
আমরা দুজন ভাসাবো ভেলা প্রেম যমুনার জলে


চলো আমরা আবার হাঁটি
খাঁটি কৃষকের মত মাটির বুকে
ঊর্বর জমিন মুঠো মুঠো শস্য
গোলাভরা ধান ঢেঁকির গান
স্বর্গ এসে উঁকি দিবে সেখানে


চমৎকার +++++

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভকামনা।

১০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটি মন পড়ার পর সবিনয়ে বলতে চাই- মাসখানেক বিরতি দিন। মাইন্ড করবেন না আশা করি, আপনার ভালোর জন্যই বলছি।

অপর্ণা মম্ময়@

সাধু-চলিত‘র মিশ্রণ বর্তমান যুগেও বহাল তবিয়তে আছে কবিতায়। নির্মলেন্দু গুণের কবিতায় এটি বেশি দেখা যায়। এ ছাড়াও, মহাদেব সাহা, শামসুর রাহমান, আল মাহমুদ- এঁদের কবিতায়ও এরূপ ব্যবহার চোখে পড়ে, তবে পুরোনো দিনের মতো গতানুগতিকভাবে নয়, কবিতার ক্লাইমেক্স অংশে অত-আবেগ প্রকাশের জন্য এরূপ ব্যবহার করেছেন তাঁরা, কিংবা ছন্দ রক্ষার জন্যও। “তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা।“ তাঁর মুঠোফোনের কাব্যও দ্রষ্টব্য।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

সায়েম মুন বলেছেন: এভাবে হবে কবি। একটা কবিতার জন্য হাত বন্ধ করে থাকার কোন মানে হয় না। আমার প্রতিদিন কিছু একটা না লিখতে পারলে ভাল লাগে না। জুন থেকে জুলাই পর্যন্ত মাস খানেক অসুস্থ ছিলাম। তখন তিন চারটা কবিতা লিখেছি। আর ঐ সময়ে সন্তাপ গল্পটা লিখেছি। এরপরও একমাস বিরতি দিতে বলেন। কান্নায় ভেঙ্গে পড়ার ইমো। :(

কবিতার ব্যাপারে কি বলবো। সাধু চলিত মিলানো বেশ কিছু কবিতা পড়েছি। আমার সেগুলো পড়তেও ভাল লেগেছে। এর আগে আমি এরকম কাজ করেছি বলে মনে পড়ে না। এই প্রথম চেষ্ঠা করলাম। /:)

১১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯

ভারসাম্য বলেছেন: 'দুটি মন' এ নিবারণ চক্রবর্তীর(!) ছোঁয়া পেলাম খানিকটা।

+++ ;)

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

সায়েম মুন বলেছেন: আমি তো লেখার পর মনে করেছি রবীন্দ্রনাথের "অনন্ত প্রেম" কবিতার সাথে মিলে গেল কিনা। ;)

অনন্ত প্রেম

---রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার–
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলন কথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে
চিরস্মৃতিময়ী ধ্র“বতারকার বেশে।
আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে
অনাদি কালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে–
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
আজি সেই চির-দিবসের প্রেম অবসান লভিয়াছে,
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি–
সকল কালের সকল কবির গীতি।

১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫

লেখোয়াড় বলেছেন:
ভাল লাগল মাটির কবি।
আপনার অফুরান্ত কবিতার জন্ম দিতে দেখে বিস্ময় লাগে সামু।

এত এত লেখা!
ভাল থাকেন।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

সায়েম মুন বলেছেন: মাটির কবি কথাটা ভাল লেগেছে। এর আগে এভাবে কেউ বলেনি। #:-S
জন্ম দিতে দিতে পেরেসান বুঝি। তাই অগামগা কিছু বাইরাইতাছে। B-))
থ্যাঙ্কস কবি। শুভকামনা।

১৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৮

রোমেন রুমি বলেছেন: আমিও দ্বিতীয়টার পক্ষে ।
অবশ্য প্রথমটার বিপক্ষে নয় :)


ভাল লাগল ।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

সায়েম মুন বলেছেন: আচ্ছা রুমি। অনেক ধন্যবাদ। শুভকামনা।

১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৩০

মামুন রশিদ বলেছেন: দুটোই ভালো লেগেছে :)

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। শুভকামনা রইলো।

১৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৫

নস্টালজিক বলেছেন: মাটির ঘ্রাণে!


খুব সুন্দর ...



অভিনন্দন, সায়েম!

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রানা ভাই। শুভকামনা।

১৬| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল মুন। দুটো দুই রকম ভাল।

২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগায় খুশী হলাম। ভাল থাকুন ডটার অব দি সি।

১৭| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২

হুপফূলফরইভার বলেছেন: আমরা দুজন করিবো খেলা ফুটন্ত মাধবীতলে
আমরা দুজন ভাসাবো ভেলা প্রেম যমুনার জলে

আমরা দুজন ফিরিয়া এসেছি বৃক্ষের শাখে শাখে
ফুটাইব ফুল করিবো ব্যাকুল পথের বাঁকে বাঁকে

একটু বেশীরকমের ভাল লেগেছে

বি:দ্র: ফটোগ্রাফার মুন ভাইয়ার ছবিখানা (হাই রেজুলেশনের) পেতে ইচ্ছে জাগছে! :)

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস হুপ। এদ্দিন পর কৈত্থিকা আইলেন মিয়া!
দেইখা ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। :)

অট: ঠিকাছে। ছবিখানা র দিতে চাইলাম। কিন্তু এক এমবি'র বেশী এখানে দেয়া যায় না। তাই একের কাছাকাছি করে দিলাম।

এখানে আপলোড করলে ছোট হয়। তাই এফবিতে দিলাম। #:-S


Click This Link

১৮| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

হুপফূলফরইভার বলেছেন: আমরা দুজন করিব খেলা ফুটন্ত মাধবীতলে
আমরা দুজন ভাসাব ভেলা প্রেম যমুনার জলে

আমরা দুজন ফিরিয়া আসিব বৃক্ষ শাঁখে শাঁখে
ফুটাইব ফুল করিয়া ব্যাকুল পথের বাঁকে বাঁকে

তোমরা তখন চেয়ে চেয়ে রবে হাসি হাসি মুখ
জুড়াবে নয়ন তৃঞ্চিত অয়ন দূর হবে শত দুখ

হৃদয়ে শানাই বাজিবে হাওয়ায় তানৈ তানৈ তূণ
মায় মায়া মুখ হাসি হাসি চোখ ত্রিকোনে তাকিবে মুন

তারপর---?

অতপর তাহারা হাসিবে ভাসিবে কাদাইবে জগৎ কূল
ফূটাবে লূটাবে হরিবে হারাবে মাড়াবে সকল ফূল

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সায়েম মুন বলেছেন: বাহ বাহ! :P

১৯| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

অদৃশ্য বলেছেন:




'' চলো আমরা আবার হাঁটি
খাঁটি কৃষকের মত মাটির বুকে''_______ চলো আবার হাঁটি সেই সময়ে

প্রথম লিখাটিও খুব ভালো লেগেছে...


শুভকামনা সায়েম ভাই...

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:২২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। প্রথম কবিতাটির ব্যাপারে কিছু বললেন না যে। :/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.