নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

অবনী বাড়িতে নেই শক্তি

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯





১। অবনী বাড়িতে নেই শক্তি



রাতের কড়া নেড়ে যায়

অতন্দ্র প্রহরীর বাঁশীর নাদ

দূর্বাঘাসের বুকে শিশিরপাত

চঞ্চল হাওয়ার তাড়ায়

ঝরে পড়ে মাটির বুকে

শ্যামগাঁয়ের চিন্ময় চিবুকে

অবনী বাড়িতে নেই শক্তি

অবনীরা বাড়িতে থাকে না।



অন্তঃপুরে কেউ জপে বেদনার মালা

শূন্য হাঁড়ির পাশে কারো ফুটো থালা

কেউ যায় জন্মান্তরে গোরস্থানে

কেউ আসে পাঠ করে নব নিয়তি

অবনীরা বাড়িতে থাকে না

অবনী বাড়িতে নেই শক্তি।







২। আমাকে এখানে রেখো না





আমাকে এখানে রেখো না

ঘর দোর বারান্দায় চিলেকোটায়

রেখো না হাঁড়ি পাতিলে আলু পটলে

আমাকে রেখো না কানের দুল নাকফুলে।



আমাকে রেখো বাহির বাড়িতে

পথ কিংবা আলের ধারে

আমাকে রেখো খোলা আকাশে

মাটির বুকে ঘাসের সুখে।



আমাকে হাতে রেখো না পাতে রেখো না

বাহুতে রেখো না বিছানায় রেখো না

কড়িতে শাড়ীতে সুঁই সুতোয় রেখো না

রেখো না মায়াজালে বন্ধনের খেলে।



আমাকে রেখো বনে বাদাড়ে

মাঠে ঘাটে তরীতে তেপান্তরে

আমাকে রেখো দ্বীপ থেকে দ্বীপান্তরে

আমাকে রেখো বৃক্ষ বাকলে সবুজ অন্তরে।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৭৫ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রোফেসর। শুভকামনা অনেক।

২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

মামুন রশিদ বলেছেন: আমাকে হাতে রেখো না পাতে রেখো না
বাহুতে রেখো না বিছানায় রেখো না
কড়িতে শাড়ীতে সুঁই সুতোয় রেখো না
রেখো না মায়াজালে বন্ধনের খেলে।


'আমাকে এখানে রেখোনা'.. পড়তে গিয়ে মনে হলো গানের লিরিকস পড়ছি । সুর দিলেই একটা চমৎকার জীবনমুখী গান হয়ে যাবে । :)


++

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮

সায়েম মুন বলেছেন: ইদানীংকালের কোবতেতে খালি ছন্দ ঢুকে পড়তেছে। ভাবছি গান লেখা শুরু করবো। :P

৩| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: গান লেখা শুরু করে দেন পিলিজ ! ;) ;) ;)

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২২

সায়েম মুন বলেছেন: আর বইলেন না। একজন আবার নাটক লিখতে বলতেছে। দেখেন দেখি কান্ড। নাটকের ন ও জানিন। কেমনে কি করবো। #:-S

৪| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


সুন্দর , দ্বিতীয়টা বেশি ভালো লাগলো ...

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৯

সায়েম মুন বলেছেন: থ্যাংকস রাজকন্যা। শুভসন্ধ্যা।

৫| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমাকে রেখো বৃক্ষ বাকলে সবুজ অন্তরে।


অপূর্ব

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী। শুভকামনা।

৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক প্রিয় এক কবিতা অবনী বাড়ি আছো।

ভালো লাগলো আপনার কবিতাগুলো ও।

শুভকামনা কবি।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।

৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ নম্বরটা ভালা লাগছে

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভালা থাকুন। আনন্দে থাকুন। :D

৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

অবণী, নামটা বেশ সুন্দর।

কবিতাদ্বয়ে ভালো লাগা রইল কবি।।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা।

৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!!

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আজ আমি। শুভকামনা।

১০| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: আমাকে হাতে রেখো না পাতে রেখো না
বাহুতে রেখো না বিছানায় রেখো না
কড়িতে শাড়ীতে সুঁই সুতোয় রেখো না
রেখো না মায়াজালে বন্ধনের খেলে

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২

সায়েম মুন বলেছেন:
আমাকে রেখো বনে বাদাড়ে
মাঠে ঘাটে তরীতে তেপান্তরে
আমাকে রেখো দ্বীপ থেকে দ্বীপান্তরে
আমাকে রেখো বৃক্ষ বাকলে সবুজ অন্তরে।

১১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:
অন্তঃপুরে কেউ জপে বেদনার মালা
শূন্য হাঁড়ির পাশে কারো ফুটো থালা
কেউ যায় শ্মশানে গোরস্থানে
কেউ আসে পাঠ করে নব নিয়তি


আমাকে হাতে রেখো না পাতে রেখো না
বাহুতে রেখো না বিছানায় রেখো না
কড়িতে শাড়ীতে সুঁই সুতোয় রেখো না
রেখো না মায়াজালে বন্ধনের খেলে।


অগনিত প্লাস রইল

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। ভাল থাকুন নিরন্তর।

১২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! প্রথমটা অনেক ভালো লাগল। গান হিসেবে শুনলে মন্দ হতো না।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালবাসা। শুভকামনা অনেক।

১৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

অনাহূত বলেছেন: বাহ্, কবিতা বেশ হয়েছে। মুগ্ধপাঠ।
ছবিটা কোথায় ক্যাপচার করা?

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৪

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ অনাহূত।

ছবিটা ঢাকা বোটানিক্যাল গার্ডেনে (মিরপুর) তোলা। :)

১৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:০৯

রেজোওয়ানা বলেছেন: অবনী বাড়িতে নেই'......এটা বেশি সুন্দর!

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা। শিরোনামটা এভাবে দিবো নাকি। #:-S

১৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
মুন ভাই নবম ভালোলাগাটা কিন্তু আমার।


কবিতাগুলতে +++++++

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৭

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগায় খুশী হলাম। থ্যাঙ্কস শোভন। :)

১৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমাকে হাতে রেখো না পাতে রেখো না
বাহুতে রেখো না বিছানায় রেখো না
কড়িতে শাড়ীতে সুঁই সুতোয় রেখো না
রেখো না মায়াজালে বন্ধনের খেলে।



দারুণ ছন্দময় লেগেছে ভাইয়া!

অ ট ঃ ফেসবুকে রিকুয়েস্ট দিয়েছি ব্রো, Ahmed Leo (দিকভ্রান্ত পথিক) থেকে। একসেপ্ট করবেন, :)

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৩

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ পথিক। দুটোই এ্যাড করেছি। :)

১৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ২:৩০

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি। শুভকামনা রইলো।

১৮| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৭:১৯

নস্টালজিক বলেছেন: বাহ!


অবনী বাড়িতে নেই শক্তি!

কবিতার নাম, শব্দচয়ন, বিন্যাস-ভালো লাগসে সব মিলে!


শুভেচ্ছা, সায়েম!

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় রানা ভাই। শুভকামনা সব সময়।

১৯| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫২

অদৃশ্য বলেছেন:




কবি

শক্তির অবনীটা খুবই স্পর্শ করলো...

শক্তি জানে আমরাও জানি অবনীরা বাড়ি থাকেনা... তারপরেও আমরা ডেকে যাই... অবনী বাড়ি আছ ?

২য়টাও চমৎকার

শুভকামনা...

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা।

২০| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

সমুদ্র কন্যা বলেছেন: অবনী বাড়িতে নেই শক্তি!
এই একটা লাইনেই যেন পুরো একটা কবিতা হয়ে গেল। খুব খুব ভাল লাগল।

আর দ্বিতীয়টাও অনেক সুন্দর, মায়াময় একটা সুরের মত।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ডটার অব দি সি। ভাল থাকুন নিরন্তর।

২১| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: লিরিক্যাল ! সুন্দর :D

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৯

সায়েম মুন বলেছেন: আসলে লিরিক কবিতা কিছুই তো হয় না। কি করা যায় চিন্তায় আছি নাহোল। #:-S

২২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর দুইটাই।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

সায়েম মুন বলেছেন: থ্যাংকস হামা। আগের পোস্টের 'দুটি মন' কোবতেটা কিছুটা সংস্কার করলাম। কয়েক জায়গায় সাধু শব্দ পরিবর্তন করিনি। করলে ছন্দ বা শ্রুতিমাধূয্যর্তা কমে যায়। সময় পেলে একটু চোখ বুলাইয়েন। এ কয় দিন টাইট সিডিউলের কারণে বসা হয়নি।

২৩| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
নামটা বেশী সুন্দর।

কবিতাদ্বয় সুখপাঠ্য হয়েছে!!

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি সোনালী ডানা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

২৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

একজন আরমান বলেছেন:
আমাকে হাতে রেখো না পাতে রেখো না
বাহুতে রেখো না বিছানায় রেখো না
কড়িতে শাড়ীতে সুঁই সুতোয় রেখো না
রেখো না মায়াজালে বন্ধনের খেলে।


জাস্ট অসাম সায়েম ভাই। :)

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। ভাল থাকুন সব সময়।

২৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো।

আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা অবশ্য রেজোয়ানা আপু বলে দিয়েছেন। তবে ‘অবনী বাড়ি আছ’র সাথে রিলেট করার জন্য ‘অবনী বাড়িতে নেই, শক্তি’ করা যেতে পারে।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

সায়েম মুন বলেছেন: গঠনমূলক কমেন্টে অনেক ভাললাগা। ধন্যবাদ কবি। আমার আগের পোস্টের 'দুটি মন' কবিতাটা একটু দেখবেন। কিছুটা সংস্কার করেছি।

২৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম কবিতাটা সুন্দর লেগেছে বেশি ।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপর্ণা। আশা রাখি ভাল আছেন। সময় পেলে আগের পোস্টটাতে চোখ বুলাইয়েন।

২৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ২:০৬

রোমেন রুমি বলেছেন: ভাল লাগল;
দুটাই সুন্দর !

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫০

সায়েম মুন বলেছেন: থ্যাংকস রুমি। শুভকামনা।

২৮| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

সুপান্থ সুরাহী বলেছেন:

অন্তঃপুরে কেউ জপে বেদনার মালা
শূন্য হাঁড়ির পাশে কারো ফুটো থালা


কড়িতে শাড়ীতে সুঁই সুতোয় রেখো না
রেখো না মায়াজালে বন্ধনের খেলে।

চমৎকার... রিদমিক...

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আশা রাখি দিনকাল ভাল যাচ্ছে। শুভকামনা সব সময়।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আশা রাখি দিনকাল ভাল যাচ্ছে। শুভকামনা সব সময়।

২৯| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

জুন বলেছেন: বনে বাদাড়েই যদি থাকবে তাহলে আর সংসার পেতে বসেছিলে কেন শুনি :-*
হাতে নয় পাতে নয় বনে বাদাড়ে থাকবে! বাহ মজাতো !!
বাউন্ডুলে হইতে চাও মুন :|
কবিতা অনেক ভালোলাগলো ।
+

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

সায়েম মুন বলেছেন: লিখতে হয়। কিছু তো লিখবো। হাত গুটিয়ে বসে থাকলে চলে আপু। :P

থ্যাংকস।

৩০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

অনাহূত বলেছেন: আমার বাসা থেকে খুব বেশী দূর না। এতো এতো গিয়েছি, আড্ডা দিয়েছি বোটানিক্যাল গার্ডেনে - আমার চেনা উচিত ছিলো। অনেক দিন যাওয়া হয়না। সময় করে চলে যাবো।

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭

সায়েম মুন বলেছেন: আমি সময় পেলেই গার্ডেনে ঢুকে পড়ি। এখানে না হলে অন্য কোথাও। আমার মনে হয় এই সবুজ আমাদের বেঁচে থাকা সার্থক করে। ঘুরে আসুন সময় পেলেই। শুভকামনা রইলো।

৩১| ২৬ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৭

মিনাক্ষী বলেছেন: প্রথমটা বেশি সুন্দর
দ্বিতীয়টা কম,
এই শুনে হইলো নাকি
মুখখানা থমথম?
;)

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

সায়েম মুন বলেছেন: আরেহ না। এত বড় মুখখানা এত সহজেই গোমড়া হয় না। B-))

৩২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:২১

কালীদাস বলেছেন: রোজা রাইখা এত কবিতা আহে কেমতে বুঝি না ;)

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

সায়েম মুন বলেছেন: বুঝেন অবস্থা। রোজা না থাকলে আরো কত অত্যাচার চলবে আপনাদের উপর। ;)

৩৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬

ফারিয়া বলেছেন: কবিতাসমূহ ভালো লেগেছে। একটা প্রশ্ন ছিল, অবনী শব্দের কোন অর্থ আছে কি?

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১

সায়েম মুন বলেছেন: থ্যাংকস ফারিয়া। অবনী মানে হইলো পৃথিবী বা ভূমি। :)

৩৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

মাহী ফ্লোরা বলেছেন: চোখ খুলে দেখি রাতের কড়ানাড়া....

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

সায়েম মুন বলেছেন: আচ্ছা। এরকমও হয় নাকি...

৩৫| ২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমাকে রেখো বনে বাদাড়ে // কেন এমন হবে কবি?... দুই নম্বরটা বেশি ভালো লাগছে... শুভ কামনা.....

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

সায়েম মুন বলেছেন: ব্যাপারটা এরকম যে আলু পটলের বিষয় আসয় ঠিক ভাল ঠেকছে না। :P

থ্যাঙ্কস কবি।

৩৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯

বোকামন বলেছেন:





হূম ! ভিতর বাহিরের সীমানা হাঁড়ি পাতিলে আলু পটলে সীমাবদ্ধ খেকে যাচ্ছে। এর চাইতে বাড়িতে না থাকাই ভালো। তবে থাকবো কোথায় !

উত্তরগুলো অতিমাত্রায় সুন্দর হয়েছে :-)

ভালো থাকুন কবি ।।

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

সায়েম মুন বলেছেন: সুন্দর কমেন্টে ভাললাগা। ধন্যবাদ বোকামন। শুভকামনা।

৩৭| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কেন যেন মনে হচ্ছে আপনি ছন্দের দিকে বেশি নজর দিচ্ছেন!

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯

সায়েম মুন বলেছেন: ইদানীংকালের অনেক লেখায় ছন্দ এসে গেছে। আসলে যখন যেভাবে আসতে চায় সেভাবেই লিখি। :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.