নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

ঘুমাও কাঁচঘরে

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮







১। উচ্ছন্নে যাওয়া সংসার




একান্ত গোপনভাবে

একটা নির্ঝঞ্ঝাট জীবন চেয়েছিলাম

কাঁচা লঙ্কা, লবন ভাতে দিন চলে যাবে

তা আর হতে দিলে না

সাবরিনা।



কালবোশেখীর মত কোথাকার জল

কোথায় নিয়ে এলি

যে জলে না আছে স্থিরতা

না আছে উষ্ণতা

শুধুই শীতল এক

বিষণ্ণতায় ডুবে আছি।



আমি নাওয়া খাওয়া ভুলে

সরল গৃহস্থালী ভুলে

লাঙ্গল ফেলে তোর

বসতবাটির দিকে চেয়ে থাকি

এ কোন উচ্ছন্নে যাওয়া

সংসার আমার।



যদি কাছেই না থাকবি

তবে কৃষাণ থেকে কাঙাল করে

রেখে গেলি কেন

তোর উটকো ঝড়ে

আমার ঘর ভাঙলি কেন?





২। মেয়েটা



অশান্ত এক ঝড়ো হাওয়ার মত মেয়েটা

ক্ষণ ক্ষণে উদ্ধত

ভেঙ্গে ফেলবে অসত্যের অস্তিত্ব

তছনছ করবে জীর্ণতা।



বড় অকালে সে জন্মেছিল

তাই প্রকৃতিও তাকে দূরে ঠেলেছে

প্রশ্নবানে জর্জরিত ধরাকে সে

সরিয়েছে বজ্রমুষ্ঠিতে

বিদপসংকুল সাগরকে করেছে পরাস্ত।



সে এখন যা চায় তাই পায়

এরকম ভাবনায় গেল মাটির নিচে

সেখানে নেই কোন উন্মত্ততা

আছে শীতলতার পরশ পাথর।



মাটির কাছে দীক্ষা নিয়ে

সে এখন বিমূর্ততার সিংহাসনে।





৩। অশান্ত মন



ভালবাসি ভালবাসি তোমায়

এ সত্য জগত জুড়ে জানে

তোমার সাথে ঘুরেছি পথ

সে জগতবাসী জানে।



খুব কি ক্ষতি যদি

তোমার নামটা মুখ ফসকে বলি

না থাক

কিছুটা হোক রাখঢাক।



তুলেছি প্রেমের পাল

ভেসে যাই চলো

হাই হ্যালো ভুলে

চলো যাই অভিসারে

নিভৃত নিকেতনে

আশান্ত দুটি মনে।





৪। ঘুমাও কাঁচঘরে



কাঁচঘরে ঘুমাও রিনা

এ জনমে আর এত ঘুম পাবে না

বাহিরের পৃথিবীতে আড়ং চলে

কার সওদা কেমন হলো জানিনা

আমি বড় বেহিসেবী দরে

নিলামে তুলেছি ঘুম

জীবনের ষোল আনাই বৃথা গেল

তাই অল্প দামেই সওদা হলেই বাঁচি।



এই ভেবে বাহিরের পৃথিবীতে পা

বহিতে বহিতে দুর্গম যাতনা।





৫। আমিতো আমাতে নেই





আমার নিবাস ক্ষুদকুঁড়ো ভরা

একটি পাখি এসেছিল

ভুলে সব জড়া।



আমাদের রোপিত বৃক্ষে

পত্র ফাঁকে বসেছিল সে

তুমি কেমনতর মেয়ে

বলেছিল বৃক্ষের কানেকানে।



তুমি নেই তাই বুঝি

বৃক্ষ ফুলহীন

বাতাসে বাজে শুধু

বেদনার বীন

সবটুকু সুখ নিয়ে

যায় তব দিন

আমিতো আমাতে নেই

বৃক্ষ মাঝে লীন।





ছবি: নিজস্ব এ্যালবাম (বটফল)।

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ চমক পদ কবিতা
ভাললাগা থাকল

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। শুভদুপুর।

২| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

তীর্থক বলেছেন: উচ্ছন্নে যাওয়া সংসার
যদি কাছেই না থাকবি
তবে কৃষাণ থেকে কাঙাল করে
রেখে গেলি কেন

ভালো লেগেছে।

মেয়েটা
মাটির কাছে দীক্ষা নিয়ে
সে এখন বিমূর্ততার সিংহাসনে।

এই অংশটা দারুন।

অশান্ত মন
আপনার ষ্ট্যান্ডার্ড এটার চেয়ে উপরে।

ঘুমাও কাঁচঘরে
ভালো লেগেছে।

আমিতো আমাতে নেই

আমিতো আমাতে নেই
বৃক্ষ মাঝে লীন।

ভালো।

+

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

সায়েম মুন বলেছেন: প্রত্যেকটার জন্য আলাদা কমেন্ট। খুব ভাল লেগেছে আপনার বিশদ কমেন্ট। অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

৩| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

একজন আরমান বলেছেন:
সবগুলোই দারুন। তবে ১ আর ৪ বেশি ভালো লেগেছে।

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। শুভকামনা রইলো।

৪| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল। তৃতীয়টা প্রিয় লাগল।

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২০

সায়েম মুন বলেছেন: থ্যাংকস প্রফেসর।
যাক। তৃতীয়টার একটু সদগতি হলো। এর আগে কেউ ভালবাসেনি। #:-S

৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার দেখা আপনার সেরা! সবকয়টা দুর্দান্ত লেগেছে, মুগ্ধপাঠ কবি!

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

সায়েম মুন বলেছেন: আপনার মুগ্ধতায় খুব খুশী হলাম। ধন্যবাদ অভি। শুভসকাল।

৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

বিষাদ মাখা শীতল কবিতার প্রকাশে ভালো লাগা রইল মুন।।

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরজুপনি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।

৭| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০২

নস্টালজিক বলেছেন: কিষাণ থেকে কাঙাল!

এই কথাটা ভালো লাগসে খুব!


শুভেচ্ছা, সায়েম!

ভালো থাকো নিরন্তর!

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ রানা ভাই। শুভকামনা নিরন্তর।

৮| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

হাসান মাহবুব বলেছেন: ১ নাম্বারের সাবরিনা কী ৪ নাম্বারে আইসা রিনা হইয়া গেল? ১ আর ৪ বেশ ভালো লাগসে।

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৯

সায়েম মুন বলেছেন: আমার বেশ কিছু কোবতে/ গফে রিনা, সাবরিনা আইসা গেছে, যাচ্ছে। কি করবো ভেবে পাচ্ছি না। তেনারা আসতে চান। তাই কিছুটা আতিথেয়তা না করে পারি না। B-))

৯| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: ১ নাম্বারটা ভালো লেগেছে।

শুভকামনা ভাইয়া

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮

সায়েম মুন বলেছেন: থ্যাংকস অপর্ণা। শুভকামনা সব সময়।

১০| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

১! বেশি ভাল্লাগছে।

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

১১| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

সায়েম মুন বলেছেন: কি এক যন্ত্রণার মধ্যে পড়েছি। কমেন্টের জবাব দিতে পারছি না। আপাতত প্রিয় ব্লগারদের ধন্যবাদ জ্ঞাপন করলাম। সময় করে সবার মন্তব্যের জবাব দিবো। :)

১২| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

ভারসাম্য বলেছেন: কবিতায় পিলাস আর সাবরিনারে মাইনাচ। রিনা'র ব্যাপারটা নিয়া কনফিউজড্‌।

১৩| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৩

ভারসাম্য বলেছেন: কবিতায় পিলাস আর সাবরিনারে মাইনাচ। রিনা'র ব্যাপারটা নিয়া কনফিউজড্‌।

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯

সায়েম মুন বলেছেন: রিনা, সাবরিনার ছোট করে বলা। বেশী আদুরে ভাব প্রকাশের ব্যর্থ প্রয়াশমাত্র। B-))

১৪| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭

অদৃশ্য বলেছেন:




সায়েম ভাই

কবিতায় ভালো লাগা রইলো...

১ম টা স্পর্শকাতর...

শুভকামনা...

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার কমেন্ট ভাল লাগলো। শুভকামনা।

১৫| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৭

হারিয়ে যাওয়া কোন এক তারা বলেছেন: চমৎকার লিখেছেন। আগের লেখাগুলোর চাইতে এই লেখার উপস্থাপনা অনেক বেশি পরিপূর্ণ।

১৬| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

হারিয়ে যাওয়া কোন এক তারা বলেছেন: চমৎকার লিখেছেন। আগের লেখাগুলোর চাইতে এই লেখার উপস্থাপনা অনেক বেশি পরিপূর্ণ।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ হারানো তারা। শুভকামনা রইলো।

১৭| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

মামুন রশিদ বলেছেন: আমি নাওয়া খাওয়া ভুলে
সরল গৃহস্থালী ভুলে
লাঙ্গল ফেলে তোর
বসতবাটির দিকে চেয়ে থাকি
এ কোন উচ্ছন্নে যাওয়া
সংসার আমার।


এক নাম্বার কবিতাটা ক্লাস ;)

বাকি গুলোও সুন্দর ।


+++

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

সায়েম মুন বলেছেন: আর বইলেন না। ভেবেছিলাম এত কষ্ট করে হাল চাষ করতেছি। সাবরিনা এই দুপ্পুরবেলা এক আজলা জলপান নিয়ে আসবে। তা আর হলো না। :P

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

সায়েম মুন বলেছেন: আর বইলেন না। ভেবেছিলাম এত কষ্ট করে হাল চাষ করতেছি। সাবরিনা এই দুপ্পুরবেলা এক আজলা জলপান নিয়ে আসবে। তা আর হলো না। :P

১৮| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো সব কয়টাই।
প্রথম দুইটাই বেস্ট।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:০২

সায়েম মুন বলেছেন: আচ্ছা কবি। আপনার ভাললাগা জেনে খুব ভাল লাগলো। শুভদুপুর।

১৯| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৮

আমি ইহতিব বলেছেন: ভালো লিখেছেন, সবগুলোই ভালো লেগেছে। অল্প অল্প কথার ছন্দে মনের ভাব সুপ্রকাশিত হয়েছে। +++

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ইহতিব। মন ভাল করা কমেন্ট। শুভদুপুর।

২০| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আমাদের রোপিত বৃক্ষে
পত্র ফাঁকে বসেছিল সে
তুমি কেমনতর মেয়ে
বলেছিল বৃক্ষের কানেকানে।


অশান্ত এক ঝড়ো হাওয়ার মত মেয়েটা
ক্ষণ ক্ষণে উদ্ধত
ভেঙ্গে ফেলবে অসত্যের অস্তিত্ব
তছনছ করবে জীর্ণতা।


++++++++ রইল।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১১

সায়েম মুন বলেছেন: থ্যাংকস কান্ডারী। শুভকামনা।

২১| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সাবরিনা কেডা? :)

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

সায়েম মুন বলেছেন: সাবরিনা, রিনার বড় নাম। আমার কবিতায় ঘুমিয়ে পড়া, হেসে খেলে বেড়ানো নায়িকা। :!>

২২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: কাঁচঘর। যেন কোনো বিষের আপেল খেয়ে তুষারকন্যা বা স্নো হ্যোয়াইটের মত ঘুমায় সেথা কোনো রাজকন্যা।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

সায়েম মুন বলেছেন: বাহ। বেশ বলেছেন। থ্যাঙ্কস ময়ূরাক্ষী। শুভদুপুর।

২৩| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

বোকামন বলেছেন:





আত্মজিজ্ঞাসার খন্ড খন্ড অংশ বেশ ভালো লাগলো :-)

কবির ভালো থাকা হোক।।

শুভকামনা

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বোকামন। আশা রাখি ভাল আছেন। শুভদুপুর।

২৪| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

জুন বলেছেন: বড় অকালে সে জন্মেছিল
তাই প্রকৃতিও তাকে দূরে ঠেলেছে

তাই হবে হয়তো অকালে জন্মেছিল তাই অকালে ঝড়ে যাওয়া । খুব ভালোলাগলো লাইনকটা, তার চেয়েও বেশী দৃষ্টি কেড়ে নিল বট ফলের ছবি .
মুন +

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

সায়েম মুন বলেছেন: আমার গায়ে প্লাসের সিল দিয়ে দিলেন আপু। থ্যাঙ্কস আ লট। :D
কোবতের চাইতে ফুল ফলের দিকে দৃষ্টি যাচ্ছে বেশী।এখন থেকে আর ছবি দিবো না। /:)

২৫| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

জুন বলেছেন: মুন আমার ছোট বোনের নাম সাবরিনা :|| /:)

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১

সায়েম মুন বলেছেন: জুন এর বোন সাবরিনা। মিললো নাতো আপু। #:-S

২৬| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!!!!!!!

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১০

সায়েম মুন বলেছেন: থ্যাংকস ইরফান। শুভসন্ধ্যা।

২৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৩২

তুষার কাব্য বলেছেন: সবকটা কবিতাই সুখপাঠ্য...
তবে এটুকু বেশি করে ভালোলেগেছে।সহজ,সরল হৃদয়ছোঁয়া আকুতি

যদি কাছেই না থাকবি
তবে কৃষাণ থেকে কাঙাল করে
রেখে গেলি কেন

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস তুষার কাব্য। সুন্দর করে বলেছেন। শুভকামনা রইলো।

২৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমটা অনেক বেশি ভালো লেগেছে!!!!

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কাভা। শুভকামনা।

২৯| ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৮

শ।মসীর বলেছেন: বটফলের কালারটা জটিল আসছে....

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

সায়েম মুন বলেছেন: বাস্তবে আরো সুন্দর ছিল। ডিএসএলআর হলে আরো সুন্দর আসতো।

৩০| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০২

মিনাক্ষী বলেছেন: সুন্দর তো!! ;)

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

সায়েম মুন বলেছেন: চোখ ইশারায় বললে খটকা লাগে। #:-S

যাই হোক না কেন মেলা থ্যাঙ্কস লন। /:)

৩১| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮

বৃতি বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর । +++
আর এই প্রথম বটফল দেখলাম ।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি। প্রথম বটফল দেখাতে পেরে খুব ভাল লাগলো। এই ফলটা বাদুর আর পাখির খুব প্রিয় একটা ফল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.