নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

এবং এরপর

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫১



১। এবং এরপর




এবং এরপর শুরু

আগে যা ছিল সব এখন ইতিহাস

পুরনো ইতিহাস ঐতিহ্যের দিকে

আর দু'কদম না পিছিয়ে

আমরা সন্মুখে যাবো সৃষ্টি দেখবো

বৃষ্টি মূখর রাত দেখবো

দিন দেখবো পিঙ্গল আকাশে।



এবং এরপর উপমা সব ভুলে যাবো

নব উপমায় সাজাবো পৃথিবী

আকাশটা ধরো হবে নীল জমিন

ঝর্ণারা আকাশ, সাগরের নীলপট উপুড়

আমরা দুপুরের বুকের ভিতর

সাই সাই ধাই ধাই করে হেঁটে যাবো।



আমরা এক সাগর আজলায় ভরে

একশ নদী হাতে পুরে চলবো

মাথায় থাকবে মেঘমন্দ্র সলিল তাজ

পৃথিবীর 'পরে আমরা সম্রাট সম্রাজ্ঞী

আমাদের কোন দুঃখ থাকবে না

কষ্ট থাকবে না, কোন ভুল স্মৃতি

কোন টুকরো মেঘ থাকবে না।



আমাদের পৃথিবী হবে অবারিত সবুজ

আমাদের পৃথিবী হবে আলোকোজ্জ্বল

আমাদের পৃথিবীতে একটা বৃক্ষ থাকবে

একটা পত্র থাকবে উত্তর দক্ষিণে

একটা হাওয়া বিহঙ্গ দশ দিগন্ত ভেদ করে

একান্ত সাগর নদী ছেদ করে উড়ে চলবে।



এবং এরপর আমাদের পৃথিবী হবে

এক চঞ্চল পায়ের চন্দ্র ময়ূর

ক্ষণেক্ষণে সুর ভৈরবীর তানে

জোছনার গানে পাখনা মেলবে।





২। আবার



ভেঙ্গেছে ময়নামতির চর

ঢেউয়ে ভাসছে ত্রিচাল ঘর

ভালবাসার দেউড়ি ভূমি

বৃষ্টি এসে ভাসিয়ে নিয়েছে

তোমার আমার বসত জমিন।



রাত্রিগুলো জমাট ধূসর

বেদনায় পাড় ভাঙ্গা নদী

কান্নার কালশিটে চোখ

আমরা চোখ থেকে চোখ

মুখ থেকে মুখের বোল

হারিয়েছি দিনের পর দিন।



আমরা ভুলে ভালে

ফুলে ফলে সাজিয়েছি বাসর

আমরা ত্যাগ তিতিক্ষায়

গড়েছি ভুল তাজমহল।



আমরা ছেড়েছি বসতভিটা

বহুদিন ঘুরে ঘুরে বেদে জীবন

বহুদিন ঘুরে ঘুরে কাঙাল মন

তাই হাঁটছি আবার মিলনের পথে।

মন্তব্য ৬০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার বিচ্ছেদের পথে হাঁটতে ভাল্লাগে ;) যদিও :(( :((


ইস! প্রথম কবিতার মতো সব যদি স্বপ্নের মতো হতো।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১০

সায়েম মুন বলেছেন: আমার আবার বিচ্ছেদের কথা লিখতে ভাল লাগে। ধরে নিন এইগুলা আপনার কথা ল্যাখছি।

তা কি আর হয়। হয় না! সুখ আপেক্ষিক বিষয়। তাই কবিতার বিষয়গুলোও আপেক্ষিক থাকুক। যা ল্যাখছি তা স্বপ্নের মতই থাকুক।

ইদানীং আমার বেশী কথা বলার স্বভাব হৈছে। তাই আরও কিছু লিখেটিখে ঢুকায় দিতারি। B-))

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ওরে আল্লাহ! আমি দেখি ফাষ্টু হইসি। কবি ভাই, আছেন কেমন? মেলাদিন পর ব্লগে ঘুরতাসি। এবং ভাল্লগছে :)

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১২

সায়েম মুন বলেছেন: হ পরথমেই আপনাকে দেখে টাস্কিত। আমি ভালাছি কবি। আশা রাখি আপনিও আছেন। আপনার পদচারনায় ব্লগ মূখরিত হোক। :)

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৮

আমিভূত বলেছেন: আসলেই সবকিছু যদি প্রথম কবিতার মত হত !!

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

সায়েম মুন বলেছেন: সেটাই ভূত। হয় না। সব কিছু কি আর কল্পনার মত হয়। কল্পনা প্রসূত হলে জগতটা মন্দ হত না। একটা সিনেমা দেখিছিলাম। ইনসেপশন নামের। ঘুমের মধ্যে স্বপ্ন দিয়ে সব কিছু পরিচালিত হয়। স্বপ্ন নিয়ে ব্যবসা চলে। থ্যাঙ্কস। শুভরাত্রি। :)

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

জুন বলেছেন: নতুন পৃথিবী দেখার আশায় ঘুরে ঘুরে মরা....
কিন্ত স্বপ্ন স্বপ্নই থেকে যায় মুন
খুব ভালোলাগলো দুটো কবিতাই।
কেন জানি আমি কাউকে প্লাস দিতে পারছি না বুঝলাম না :(
মনে রেখো প্লাস দিলাম :)

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮

সায়েম মুন বলেছেন: আসলেই আপু। স্বপ্নগুলো দূরে দূরে ঘুরে চলে। /:)
প্লাস পেয়ে আনন্দিত। কালকে আমিও এই প্লবলেম এ পড়েছিলাম। কালকে, প্লাস দিতে আমার সমস্যা হচ্ছিল।

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

১ম কবিতার মত হলে মন্দ হতনা।


+++++

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৯

সায়েম মুন বলেছেন: তা কি আর হয়! হলে মন্দ হত না। :)
ধন্যবাদ শোভন। শুভসকাল।

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুখরিত হওনের কাম নাই! আমি ঘুমাইতে যাই।

এর আগেরবার লাইকানের বাটন আসে নাই। এইবার লাইকায়া গেলাম!

দোয়া করি, ঘুমটা যাতে দীর্ঘ না হয়! :#)

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২

সায়েম মুন বলেছেন: আইচ্ছা। তাইলে পরে মূখর বানাইয়েন কিন্তু 8-|
লাইক নিয়া সামুর টালবাহানা চলছে। এই দুর্দিনে লাইক পেয়ে আনন্দিত হলুম। থ্যাঙ্কু। ঘুম মোবারক। এখন কি ঘুম ভাঙছে। না টায়ারড হয়ে আবারও ঘুমাইতেছেন! #:-S

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

অলওয়েজ ড্রিম বলেছেন: চমৎকার। ১মটা বেশি ভাল লেগেছে।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অলওয়েজ ড্রিম। ড্রিম নিয়েই বেঁচে থাকি। খুব ভাল থাকবেন। :)

৮| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫

পেন্সিল স্কেচ বলেছেন: এবং এরপর তারপর ?
ভাল লিখেছেন ++++++

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৪

সায়েম মুন বলেছেন: তার আর পর নেই... #:-S
থ্যাঙ্কস পেন্সিল স্কেচ।

৯| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমটা অনেক ভালো লাগল।

এবং এরপর আমাদের পৃথিবী হবে
এক চঞ্চল পায়ের চন্দ্র ময়ূর
ক্ষণেক্ষণে সুর ভৈরবীর তানে
জোছনার গানে পাখনা মেলবে।


কথাগুলো খুব সুন্দর!

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কাভা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

১০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

মামুন রশিদ বলেছেন: এবং এরপর আমাদের পৃথিবী হবে
এক চঞ্চল পায়ের চন্দ্র ময়ূর
ক্ষণেক্ষণে সুর ভৈরবীর তানে
জোছনার গানে পাখনা মেলবে।

দারুণ কল্পনা । দুটো কবিতার শেষ চারলাইন অসাধারণ ।

++

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মামুন। আপনার ভাললাগায় অনুপ্রাণিত। ভাল থাকুবেন। :)

১১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬

রোমেন রুমি বলেছেন: ভাল লাগল ।
++

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রোমেন। শুভকামনা নিয়ত।

১২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৮

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল। শুভকামনা।

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ টুম্পা। ভাল থাকবেন।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এবং এরপর এ মুগ্ধতা !

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। শুভকামনা অনেক।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:২৩

মুনসী১৬১২ বলেছেন: +++++++++++++

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। শুভকামনা।

১৫| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:১৮

রাইসুল নয়ন বলেছেন:
সালাম কবি!!

কেমন আছেন?
দুটো কবিতাই সুন্দর তবে আমার দ্বিতীয়টার তৃতীয় প্যারা বেশী ভাল্লাগছে।

সবসময় ভালো থাকুন।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫

সায়েম মুন বলেছেন: ওয়াআলাইকুম নয়ন। আমি ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। আপনার ভাললাগা জেনে খুব ভাল লাগলো।
ধন্যবাদ নয়ন। শুভকামনা।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ১ম টা ভালা লাগছে

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।

১৭| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


রাত্রিগুলো জমাট ধূসর
বেদনায় পাড় ভাঙ্গা নদী
কান্নার কালশিটে চোখ
আমরা চোখ থেকে চোখ
মুখ থেকে মুখের বোল
হারিয়েছি দিনের পর দিন।


দারুণ +++ রইল

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। ভাল থাকুন। হাসি আনন্দে থাকুন।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

এরিস বলেছেন: আমরা এক সাগর আজলায় ভরে
একশ নদী হাতে পুরে চলবো
মাথায় থাকবে মেঘমন্দ্র সলিল তাজ
পৃথবীর 'পরে আমরা সম্রাট সম্রাজ্ঞী
আমাদের কোন দুঃখ থাকবে না
কষ্ট থাকবে না, কোন ভুল স্মৃতি
কোন টুকরো মেঘ থাকবে না।



এবং এরপর কবিতাটা খুব খুব ভাল লেগেছে। আশাবাদী কবিতা। কবিতায় বিষাদ ছেয়ে থাকে আজকাল। নতুন স্বাদের একটা কবিতা লিখলেন আপনি। চমৎকার।

পিঙ্গল মানে যেন কি? ভুলে গেছি। কোন বর্ণের নাম মনে হয়, তাই না?

ভাল লাগা রেখে গেলাম সায়েম মুন।

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩

সায়েম মুন বলেছেন: কমেন্টে ভাললাগা রইলো। পিঙ্গল হলো হলদে বা সোনালী মেঘযুক্ত আকাশ।

ধন্যবাদ এরিস। ভাল থাকবেন। লেখায় থাকবেন।

১৯| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ ভালো লেগেছে ! কিন্তু প্লাস বাটন কাজ করছে না :(

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

সায়েম মুন বলেছেন: প্লাস বাটন আমারও কালকে কাজ করেনি। কালকে অবশ্য অন্য এক কম্পুতে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ব্রাউজিং করেছিলাম। আজকে গতানুগতিক সেই ফায়ারফক্স মজিলা!
অনেক ধন্যবাদ পথিক। শুভকামনা।

২০| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: ক্ষণেক্ষণে তে স্পেস দিতে হবে বোধ হয়। এত সুন্দর কবিতা কিভাবে লেখেন কবি। দারুণ। দুটোই ভাল লেগেছে। বেদে জীবন আর কতকাল। কিন্তু জীনতো এমন ই তাই না। :)

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

সায়েম মুন বলেছেন: ঠিক আছে কবি সময় করে এডিট করবো। যেটুকু লিখতে পারতাম এখন আমি সেটুকুও লিখতে পারছি না।
আপনার ভাললাগায় খুব ভাল লাগলো। আশা রাখি শীঘ্রই লিখতে পারবো। জিন তো খুব একটা ভালানা। খালে কি সব জায়গায় ঘুরাফিরা করে। #:-S

২১| ২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো দুটাই। আপনার নিজস্ব এ্যালবামের ছবি কি সব দেয়া শেষ? :|

২৫ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

সায়েম মুন বলেছেন: স্টক আনলিমিটেড। ল্যাপ্পু নষ্ট থাকায় কালকে আর একটা ডেস্কু থেকে ব্লগাইছি। ওটাতে আমার কোন ছবি নাই। তাই পোস্টে এ্যাড করতে পারিনি। আপনে চাইলে এখনি কয়েকটা এ্যাডাবো। B-))

থ্যাঙ্কু।

২২| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা আনন্দ দিল।

শুভকামনা কবি।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস প্রোফেসর। আপনার ভাললাগায় খুব ভাল লাগলো। অনেক শুভকামনা।

২৩| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: ১ নাম্বারটা ২ এর চেয়ে ভালো।

বৃষ্টিমুখর -- হবে।

কবিদের হিংসা করি।

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৪

সায়েম মুন বলেছেন: আপনার মত তো লিখতে পারি না। তবে কি হিংসেটা... :P
অসংখ্য ধন্যবাদ। টাইপোটা কালকে ঠিক করে নেব। :)

২৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের পৃথিবী হবে অবারিত সবুজ
আমাদের পৃথিবী হবে আলোকোজ্জ্বল
আমাদের পৃথিবীতে একটা বৃক্ষ থাকবে
একটা পত্র থাকবে উত্তর দক্ষিণে
একটা হাওয়া বিহঙ্গ দশ দিগন্ত ভেদ করে
একান্ত সাগর নদী ছেদ করে উড়ে চলবে।


চমৎকার । আমিও আপনার মত আশাবাদী তাই পোস্টে প্লাস ++++++++++

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯

সায়েম মুন বলেছেন: আশাবাদী কথাটা খুব ভাল লেগেছে। মাঝে মাঝে নৈরাশ্যবাদী হই। এটা হলে আবার সমস্যা। মানসিক চাপ সৃষ্টি হয়। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

২৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ২:২২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
প্রথমটা বেশি ভাল হয়েছে।

২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাজিম। শুভকামনা নিরন্তর।

২৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমরা ছেড়েছি বসতভিটা
বহুদিন ঘুরে ঘুরে বেদে জীবন
বহুদিন ঘুরে ঘুরে কাঙাল মন
তাই হাঁটছি আবার মিলনের পথে।


-এখানে যেমন আড়ালে একটা বিশালত্ব আছে, আছে কিছু গল্পও। এমন আঁটোসাটো হলে কবিতা প্রাণ পায়।

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনি অল্পতেই অনেক কিছু বলে দিলেন। ভাল থাকবেন।

২৭| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

জামিনদার বলেছেন: শব্দে শব্দে স্বপ্নের মসৃণ চথ চলা.....



২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। মন্তব্যে ভাললাগা। শুভকামনা রইলো।

২৮| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমাদের পৃথিবী হবে অবারিত সবুজ
আমাদের পৃথিবী হবে আলোকোজ্জ্বল
আমাদের পৃথিবীতে একটা বৃক্ষ থাকবে
একটা পত্র থাকবে উত্তর দক্ষিণে
একটা হাওয়া বিহঙ্গ দশ দিগন্ত ভেদ করে
একান্ত সাগর নদী ছেদ করে উড়ে চলবে।

+++

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বিথি। শুভসন্ধ্যা।

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩

অদৃশ্য বলেছেন:




কবি

প্রথমটা আমাদের পৃথিবী না হয়ে যদি বেহেস্ত হয় তবে ঠিক আছে অথবা আমাদের কল্পনার পৃথিবী হয় তবুও ঠিক আছে শুধু এই বাস্তবে কি সেই প্রত্যাশাগুলো পুরন হবে? প্রার্থনা, হোক... সুন্দর

২য় লিখাটিও খুবই সুন্দর হয়েছে...পাঠে আরাম পেয়েছি


শুভকামনা...

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

সায়েম মুন বলেছেন: প্রথম কোবতেতে কিছু কল্পনাপ্রসূত ঘটনার যোগসাজশে প্রেমিকাকে প্রলুব্ধ করার পায়তারা করা হয়েছে। B-))

আপনার পাঠ আনন্দ দিয়েছে। ভাল থাকুন কবি।

কমেন্ট চোখ এড়িয়ে যাওয়ার জন্য দু:খিত:(

৩০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অতি সুন্দর শব্দ মালা...

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। ভাল থাকুন।

কোন এক অজানা কারণে কমেন্ট চোখে পরেনি। তাই কয়েক দিন পর উত্তর দিচ্ছি।:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.