নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

আর কত দিন

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮

১। আর কত দিন



কোন সহায় সম্বল নেই

কোন সমুচিত কাজ জানা নেই

বাক্যের আগাগোড়া শূন্য কলস

কি লিখবো স্বদেশ।



আমি কাকে বিশ্বাস করবো

কার কাঁধে মাথা রেখে বলবো

আমার পিতা হারানোর যন্ত্রণা

আমার ভাইয়ের অস্ফূট আর্তনাদ

আমার বোনের আলতা রাঙা দুটি পা

ক্রমশ ফ্যাকাসে হওয়ার ঘটনা।



আমার বাগানের সব ফুল ঝরে গেছে

বাতাবী লেবুর সুগন্ধ চুরি হয়েছে

বিস্মৃত বৃষ্টির অপেক্ষায় বহু দিন

কৃষ্ণচূড়া ফোটেনি পথের ধারে

তোমায় ঠিক কি উপহার দিবো

বলো মা বলো, আর কত বছর পর

তোমার পান্ডুর মুখে হাসি ফোটাবো।





২। আর কদ্দিন?



আমি লিখছি সান্ধ্যগান

সানাইয়ের করুণ আর্তি

বিষণ্ণতার সপ্তসুর

ঝিঝিপোকার রাত পিরিতি।



আমি লিখছি হৃদয়ের ব্যাকুলতা

পাশবিক সময়ের কথা

আমি লিখছি বারুদ জ্বলা আলোর কথা

খোকা ঘুমানো রাতের কথা

জরাজীর্ণ সংসারের কথা।



আমি লিখছি রাতভর উপাসনারত সেই মেয়েটির কথা

রাত পোহালেই পালাবে খুরতুতো ভাইয়ের সাথে

আমি লিখছি এক ভুলো পথের কথা

যে পথে সন্মানিতো কোন পদ স্পর্শ করে না।



আমার জীবন এ পথের এক প্রান্তে প্রার্থনারত

আমি চাই না কোন দামী পদের কেউ আসুক এ গাঁয়ে

যে পদ দিনকে দিন ভারী হয়েছে

নিরক্ষর এই সব মানুষের রক্ত চুষে।



এখন ওদেরটা ওদেরকে বুঝে নিতে দাও মশায়

লাঠি লজেন্স দিয়ে খোকাবাবু সাজিয়ে আর কদ্দিন?

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আর কদ্দিন টা ভালো লাগলো

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।

২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন মুন ভাই ।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় গল্পকার। আশা রাখি ভাল আছেন। শুভকামনা অনেক।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫০

আফতাব আরিফ অবচেতন বলেছেন: ভালো

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরিফ। শুভরাত্রি।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


দুটোই দু রকম সুন্দর সায়েম ভাই। অনেক দিন পর আপনার কবিতা পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছে।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

সায়েম মুন বলেছেন: ব্যস্ততার কারণে বেশ কিছু দিন পর পোস্ট দিলাম। আপনার সারা পেয়ে খুব ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই মাঝে আমিও কিছুটা ঝামেলায় ছিলাম ছেলেটিকে নিয়ে। তবে এখন কিছুটা ভালো আছি। আপনাকে আগেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলাম আজ আবার জানিয়ে গেলাম।

ভালো থাকবেন ভাই। শুভকামনা নিরন্তর।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

সায়েম মুন বলেছেন: আবারও অনেক ধন্যবাদ কান্ডারী। সব সমস্যার সমাধান হোক। ভাল থাকুন সব সময়। :)

৬| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: ২টাই ভাল লাগছে.................

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

সায়েম মুন বলেছেন: থ্যাংকস আমাবর্ষার চাঁদ। শুভকামনা নিরন্তর।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: সময়ের কবিতা সব সময় সেরা !

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা অনেক।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



আমার বাগানের সব ফুল ঝরে গেছে
বাতাবী লেবুর সুগন্ধ চুরি হয়েছে
বিস্মৃত বৃষ্টির অপেক্ষায় বহু দিন
কৃষ্ণচূড়া ফোটেনি পথের ধারে
তোমায় ঠিক কি উপহার দিবো
বলো মা বলো, আর কত বছর পর
তোমার পান্ডুর মুখে হাসি ফোটাবো।


ভাললাগা কবি++++

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভকামনা রইলো।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৩

প্রিন্স মাহমু দ বলেছেন: খুব ভালো লাগলো কবি ।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিন্স। শুভকামনা নিয়ত।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩৩

ভাসা মেঘ বলেছেন: ভাল লাগল

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

সায়েম মুন বলেছেন: থ্যাংকস ভাসা মেঘ। শুভকামনা।

১১| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:১৩

আহসান জামান বলেছেন:
ভালো লাগলো পড়তে, সমকাল দৃশ্যগুলো। ভালো থাকবেন।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।

১২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪২

বশর সিদ্দিকী বলেছেন: এখন ওদেরটা ওদেরকে বুঝে নিতে দাও মশায়
লাঠি লজেন্স দিয়ে খোকাবাবু সাজিয়ে আর কদ্দিন?

ভাল লাগল।

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

সায়েম মুন বলেছেন: থ্যাংকস বশর। শুভকামনা সব সময়।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

বৃতি বলেছেন: দুটো কবিতাই চমৎকার!

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

সায়েম মুন বলেছেন: থ্যাংকস বৃতি। শুভসকাল।

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

ধূর্ত উঁই বলেছেন: বলো মা বলো, আর কত বছর পর
তোমার পান্ডুর মুখে হাসি ফোটাবো।

আমার একই প্রশ্ন। আর কত বছর ?

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

সায়েম মুন বলেছেন: আপনি জানলে জানাইয়েন। আপনিতো আবার সবজান্তা। #:-S

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।

১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সাবির। শুভকামনা রইলো।

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

সপ্নাতুর আহসান বলেছেন: কবিতা ২টাই বেশ সুন্দর।

১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আহসান। শুভসন্ধ্যা!

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

অনাহূত বলেছেন:

ছবি নেই কেনো?

অসহায়ত্ব এবঙ বারুদ দুটোই দারুণভাবে ফুটিয়ে তুলেছেন কবিতাদ্বয়ে। ভালো লাগা কবি।

১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সায়েম মুন বলেছেন: ইদানীং আর ছবি দিতে ইচ্ছে করে না। :(

অনেক ধন্যবাদ ও শুভকামনা অনাহূত।

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সমকালীন কবিতা। এই সময়ের উৎকৃষ্ট উদাহরণ।

শুভেচ্ছা কবি।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

সায়েম মুন বলেছেন: কিন্তু তাও ছয় মাস আগের লেখা। নতুন কিছু লিখতে পারি না। তাই ড্রাফট থেকে সাহস করে বের করতেছি।

ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে লেখা কবিতা ভালো লাগলো কবি। শুভেচ্ছা।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১

সায়েম মুন বলেছেন: আপনাকে পোস্টে দেখে খুব ভাল লাগলো কবি। আশা রাখি ভাল আছেন। অনেক ধন্যবাদ ও সর্বাঙ্গীন সুখকামনা করছি।।

২০| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

হাসান মাহবুব বলেছেন: অপেক্ষা আর দহনের কাব্য ভালো লাগলো।

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

সায়েম মুন বলেছেন: ভাল বলেছেন হামা। কমেন্টে অনেক ভাললাগা। ভাল থাকবেন। শুভকামনা সব সময়।

২১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

সুপান্থ সুরাহী বলেছেন:
আমার জীবন এ পথের এক প্রান্তে প্রার্থনারত
আমি চাই না কোন দামী পদের কেউ আসুক এ গাঁয়ে
যে পদ দিনকে দিন ভারী হয়েছে
নিরক্ষর এই সব মানুষের রক্ত চুষে।


অনবদ্য...
ভাললাগা রেখে গেলাম...

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৫

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস সুপান্থ। আশা রাখি ভাল যাচ্ছে দিনকাল। শুভকামনা থাকলো।

২২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

অদৃশ্য বলেছেন:





কবি

প্রথমটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর দ্বিতীয়টার কথা যদি বলেন তো সেটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে...

চমৎকার...

শুভকামনা...

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। কমেন্ট এ ভাললাগা। শুভসন্ধ্যা।

২৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন!!!!!! অনেক ভালো লাগল। অজস্র শুভকামনা প্রিয় কবি।

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ টুম্পা। সুন্দর সুখকর দিন কাটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.