নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

সুতোর টান

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫





১। সুতোর টান



ভিতরে যে সুতোর টান তার কি নাম দিবো

আমি উত্তরে গেলে সে টানে দক্ষিণে

আষাঢ়ে গেলে সে টানে অগ্রহায়ণে।



আমি কাজের মানুষ

কোল জুড়ে সমকালের খাতা

পাতায় পাতায় বাক্য টেনেছি

পাতায় পাতায় অক্ষর টেনেছি

এখন আঁকছি বিন্দু থেকে বৃত্ত।



আমি কখনো গান পাগলা হয়ে

হেরে গলায় কন্ঠ সাধি

আমার খাতা শূন্য হয়ে যায়

সব বৃত্ত হয়ে যায় বিন্দু।



আমি গগণ দেখার ছলে

মন পবনের নায়ে ভাসি

ঐ সুদূরে কে বাজায়

হাসি কান্না বেদনার বাঁশী।



স্মৃতি কাতরতা বুঝি এমনই রসিক

খেলছে অদৃশ্য সুতো হয়ে।





২। একটি গল্পের অপমৃত্যু



যাবার আগে কিছু কথা বলে নেয়া ভাল। আগেই বলা হয়েছে কিছু। কিছু বা অস্ফুটে। ইশারায়। কেদারায় বসে বসে আঙুল ফুটিয়ে জীবন যাচ্ছিল। এক দিন ঘর ছেড়ে দোরে পা রাখলাম। দোর থেকে নদী। নদী থেকে অজানা গায়ে। আমার কাজের ভাঁজে ভাঁজে গাঁ দেখার স্বভাব। এরকমই এক ভ্রমণে এক অনাত্মীয়ের বাড়িতে উপযাচে চা মুড়ির দাওয়াতে উপস্থিত। দাওয়াত খেয়ে ঢেকুর তুলতে তুলতে চেয়ারের পায়ের দিকে তাকিয়ে। চেয়ারের একটি পায়ে ঘুনে ধরেছে। নড়বড়ে হয়ে গেছে। কাষ্ঠ বিষয়ক গবেষণার মাঝে জীবন উপলব্দির সার্থক সমন্বয় ঘটানোর প্রাক্কালে পানের বাটার ঝনঝন শব্দে স্তব্দতা ভাঙ্গে। চেয়ে দেখি দুটি রাঙা পা। এরকম রাঙা পা'র মুখটি ক্যামনতর হতে পারে কল্পনায় আঁকা হয়ে গেছে। পান হাতে নিয়ে উঠোন ছাড়িয়ে দূরে তাকিয়ে থাকি। ব্যক্তিগত ভঙ্গিতে দেখি সেই পায়ের রেখার সাথে সেই মেয়েটির মিল। আমি আচানক দাঁড়িয়ে পড়ি। আমার প্রথম ভাললাগা স্বপ্নসজ্জা মেয়েটি। আমাদের গাঁয়ের এক প্রান্তে বাস করতো। নাজির উদ্দিন সাহেবের নাতনি। সেই আলালের ঘরের দুলালী জান্নাত আরা ঝর্ণা।





৩। ছেলেটা আর মেয়েটা



ছেলেটা খুব বেশী খেয়ালী

মেয়েটা বড্ড মেয়েলী

তারা রাত জাগে কামনা মাগে।



ছেলেটা চায় আরো কাছে

মেয়েটা আসে না লাজে

তারা শুধু কথার খই ভাজে।



ছেলেটা করে ফিসফাস

মেয়েটার উন্মাদ আকাশ

তারা ফেলে দীর্ঘশ্বাস।



ছেলেটার ব্যালান্স শেষ

মেয়েটার কথা বলার খায়েশ

ছেলেটার রাত হয় গত

মেয়েটার মনটা আনত।



ছেলেটার দিন শুরু হয়

মেয়েটার সকাল শুরু হয়

ছেলেটা বড্ড বেহিসেবী

মেয়েটা চলে কেতাবী।



তারা যায় রেস্তরায়

ছেলেটার পকেট ফুটো হয়

মেয়েটার সবে সকাল নয়

ছেলেটার বিকেল ফুরিয়ে ছয়।



এখন বয়স তাদের শেষ

তারা ঘর বাঁধে বেশ।



আজ ভাবে জুটিদ্বয়

আজকালকার জুটিরা

কি করে হায় হায়

শুধু শুধু টাইম পাস

যেমন গরু খায় ঘাস।



কবি কহেন,

এসবই তো দাদা

দুনিয়ার ধাঁধা



বট গাছটি যত

নষ্টের হাতিয়ার

যত দীর্ঘতর হবে

কাকে বাঁধিবে

সুখ সংসার।



এসবই তো

সময়ের ফের

শুরু করিলে পোয়ায়

শেষে হয় সোয়া সের।





পাদটীকাঃ এই তিনটি লেখার (কোবতে) মধ্যে প্রথমটাই ক'দিন আগে লেখা। তার মানে ইদানীং আমি তেমন কিছু লিখি না বা লিখতে পারি না। দ্বিতীয় এবং তৃতীয়টার জন্ম জানুয়ারীর দিকে। তৃতীয়তা মৃতপ্রায় কোবতে। মাঝে মাঝে কিসব আজগুবী লেখা লিখি তারই একটা নমুনা স্বরূপ এটা এখানে তুলে দেয়া হলো (যদিও আমার ম্যাক্সিমাম লেখা আজগুবী)। :P





ছবিঃ নিজস্ব এ্যালবাম। (স্থানঃ কারমাইকেল কলেজ, রংপুর)

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যেমন ছবি,,,ঠিক তেমনি কবিতা,,,,,,,,,দুটোতেই মন কাড়ে,,,,,,,,,,শুভকামনা,,,,,,,,,,

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ লায়লা। নিরন্তর শুভকামনা।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

সোমহেপি বলেছেন: :D :D :D =p~

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

সায়েম মুন বলেছেন: হাসতে হাসতে উল্টায় পড়লেন দেখি। কিছু তো কবেন :P

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
২! দুই নাম্বারে মার্কস বেশি দিলাম। প্রথমটা কয়দিন আগে ফেবুতে পড়ছি আর লাইক মারছিলাম। ;)

শুভেচ্ছা কবি।

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

সায়েম মুন বলেছেন: লাইক দিছেন বলে আর পছন্দ করবেন না। #:-S

মার্কস পেয়ে ভাল লাগছে। দেখি একটা জীবন্ত গল্প বানানো যায় কিনা। :!>

শুভেচ্ছা ও শুভদুপুর।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
২ নম্বরেরটা মনে টানছে

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

সায়েম মুন বলেছেন: থ্যাংকস বড় নিক। আপনার ভাললাগা প্রেরণা জোগাবে। শুভদুপুর।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

হাসান মাহবুব বলেছেন: লেখা ভালো লাগসে। নিজের ইচ্ছাকে স্বাধীনতা দিসেন, শিল্পগুণ নিয়ে তেমন ভাবেন নাই। শব্দ আর ছন্দের অবাধ বিচরণ ভালো লাগসে। কারমাইকেল কলেজে ভুগোলের শিক্ষক হইসেন নাকি? :-B

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

সায়েম মুন বলেছেন: শিল্পগুণ নিয়ে ভাবাভাবীর আর টাইম কই। খালি কলম চালাই। এত দিন ইচ্ছেমত স্বাধীনতা ভোগ করাইছি কলমকে। আর পারি না #:-S

আমার কপালে শিক্ষকতা নাই। অবশ্য শিক্ষকতা পেশা পছন্দের বিষয়ও নয় আমার। আমার কলেজ আছিল ঐটা। এইচএসসি পাশ দিছি ওখান থেকে। কয়েক দিন আগে রিইউনিয়ন এ গিয়ে কয়েকটা স্নাপ নিছি। তারই একটা তুলে দিলাম সুতোর টানের লিগা। 8-|

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



পাদটীকা পড়ে বুঝাল সায়েম ভাই কোন কারণে বুঝি হতাশ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

সায়েম মুন বলেছেন: কিছুটা হতাশ কান্ডারী। একদম কিছু লিখতে পারছি না। কিছু পড়তেও ভাল লাগছে না।

শুভকামনা রইলো।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: ভালো পোষ্ট, সায়েম।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শরৎ। এখানে দেখে খুব ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

জেমস বন্ড বলেছেন: ভাল লাগলো । অদুভত সউন্দর হইছে :D

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জেমস বন্ড। কমেন্ট এ ভাললাগা। শুভকামনা রইলো।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: তিনটি কবিতায় তিন স্বাদ আর ছন্দের, বেশ ভালো লাগলো!

আমার লেখা হচ্ছে না, আপনার হচ্ছে না, বেশ কয়েকজনের কছে এই কথা শুনছি, সবার কলম এক যোগে অসহযোগ শুরু করলো নাকি! :(

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

সায়েম মুন বলেছেন: ভাললাগা অনুপ্রাণিত করবে কবি।

তাই হবে বোধয়। কলম বেশ ফাঁকি দিচ্ছে। একযোগে চালু হোক সব কলম। :)

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

অদৃশ্য বলেছেন:




সায়েম ভাই

তিনটাই ভালো লাগছে... প্রথমটা বেশ ভালো... ২য়টা ভাল...৩য়টা মজার ভালো...


শুভকামনা...

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা ভাবাবে কবি। আশা রাখি আবারও লিখতে পারবো। অনেক শুভকামনা।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

মামুন রশিদ বলেছেন: সবচেয়ে বেশি ভালো লাগছে 'ছেলেটা আর মেয়েটা', তারপর 'একটি গল্পের অপমৃত্যু' ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

সায়েম মুন বলেছেন: আরে ওটাই তো ফেলে দিতে চাচ্ছিলাম। বহুদিন জমে থাকতে থাকতে জং ধরেছে। এখানে দিতে চাচ্ছিলাম না। কিন্তু আজ সাহস করে দিয়ে দিলাম।

অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

শাহজাহান মুনির বলেছেন: তিনটাই ভালো লাগছে...

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাহজাহান। ভাল থাকবেন। শুভকামনা নিয়ত।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমি কাজের মানুষ
কোল জুড়ে সমকালের খাতা
পাতায় পাতায় বাক্য টেনেছি
পাতায় পাতায় অক্ষর টেনেছি
এখন আঁকছি বিন্দু থেকে বৃত্ত।


অনেক ভালো লাগছে ভাই

খুব সুন্দর দ্বিতীয় কবিতাটা

খুব খুব ভালো লাগলো

+++++

শুভ কামনা

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাসেল। আপনার কমেন্ট এ অনেক ভাললাগা। ভাল থাকবেন।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
২ নং টা বেশি ভালো লেগেছে,
শেষের ছন্দ মিলগুলোও দারূন..!

আপনি চাইলেই ২/৪ টা কবিতা
লিখে ফেলতে পারবেন..

কারন আপনার মনের ঘর ও দোরে
কবিতারা লুটোপুটি খায়...

ভালোলাগা রইল ৷

০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

সায়েম মুন বলেছেন: আপনার এই কমেন্ট অনুপ্রাণিত করবে। আশা রাখি আবারও পুর্ণদ্যোমে লিখতে পারবো। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা স্বপ্নচারী গ্রানমা।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব্বই সুন্দর লিখেছেন... দারুন লেগেছে,দুটো কবিতাই সুন্দর হয়েছে :)

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা। আপনার ভাললাগায় খুশী হলাম। ভাল থাকুন সব সময়। শুভসন্ধ্যা।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

জুন বলেছেন: মুন সবচেয়ে ভালো লেগেছে গদ্য কবিতাটি
তারপর সুতোর টান
তারপর
ছেলেটা আর মেয়েটা

লেখা ছেড়োনা।খারাপ তো কিছু লিখছো না । আমারতো ভালৈ লাগে তোমার কবিতা নিয়ে খেলা।
রংপুর বেড়াতে গিয়ে দেখেছিলাম কারমাইকেল কলেজ। প্রথমে ছবিটা দেখে তাই ভাবছিলাম এত চেনা চেনা লাগছে কেন?
+

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সায়েম মুন বলেছেন: আমার পছন্দক্রম আর কবিতাক্রম অবশ্য একই। :)
হ্যা আপু লিখবো। না লিখতে লিখতে হাতে জং ধরে গেছে। মনে হচ্ছে যেটুকু লিখতে পারতাম তাও ভুলে গেছি। ইদানীং লেখালেখি নিয়ে তেমন চিন্তাও করা হয় না।

চেনাচেনা কলেজটা আমার স্মৃতিতে সারাজীবন থাকবে। ওখানে আমার দু'বছর কেটেছে।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি কাজের মানুষ
কোল জুড়ে সমকালের খাতা
পাতায় পাতায় বাক্য টেনেছি
পাতায় পাতায় অক্ষর টেনেছি
এখন আঁকছি বিন্দু থেকে বৃত্ত।


প্রথম টার এই লাইনকয়টা চমৎকার লেগেছে !
আর গল্পের অপমৃত্যু অনেক করুণ হয়েছে সায়েম ভাই।
পোষ্টে ভালোলাগা !

০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। কমেন্টে অনেক ভাললাগা। শুভসন্ধ্যা। :)

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬

সুমন কর বলেছেন: আমার কাছে ১ ও ৩ নং ভাল লেগেছে। ++

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুমন। শুভসন্ধ্যা। :)

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

বটবৃক্ষ~ বলেছেন: ১ম টা অসাধারন !!

আর ,

বট গাছটি যত
নষ্টের হাতিয়ার
যত দীর্ঘতর হবে
কাকে বাঁধিবে
সুখ সংসার।


:-* :-* :-* :( :( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

আমি কানমুউউউউউ!! ভেউ ভেউ ভেউ!!

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সায়েম মুন বলেছেন: দয়া করে আপনি কাদবেন না। এই বটগাছ তো অন্যরকম বটগাছ। #:-S

থ্যাঙ্কু।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

একজন আরমান বলেছেন:
দুই নম্বরের স্বাদটা বেশি ভালো লেগেছে আমার কাছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আরমান। আপনার ভাললাগা অনুপ্রাণিত করবে। শুভদুপুর।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

সোনালী ডানার চিল বলেছেন:
স্মৃতি কাতরতা বুঝি এমনই রসিক
খেলছে অদৃশ্য সুতো হয়ে।


তবে দু নম্বরটা ভালো লাগলো বেশি!!
শুভ কামনা ভাই।।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল কবি, সবগুলো ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শোভন। শুভসকাল।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ৩ নম্বরটা পড়ে মজা পাইছি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

সায়েম মুন বলেছেন: তাহলে তো মজাটা মাটি হতে চলেছিল। #:-S

থ্যাঙ্কস কবি।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০২

নস্টালজিক বলেছেন: আজ ভাবে জুটিদ্বয়
আজকালকার জুটিরা
কি করে হায় হায়
শুধু শুধু টাইম পাস
যেমন গরু খায় ঘাস।




এটা জোশ ছিলো সায়েম! :-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

সায়েম মুন বলেছেন: হাহাহা। আমিতো এটা ডিলিট মারতে চাচ্ছিলাম। আপনার জোস লাগায় আমিও খোশ। :D

ধন্যবাদ রানা ভাই। শুভকামনা।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

মহামহোপাধ্যায় বলেছেন: কবিতা ভালো লাগল ভাইয়া। দুই নাম্বারটা বেশি ভালো লেগেছে।


আপনি কারমাইকেল কলেজের ছাত্র ছিলেন শুনে খুব আপন মনে হচ্ছে। আমাদের সময় কারমাইকেলে উচ্চ মাধ্যমিক শ্রেনীর পাঠদান বন্ধ করে দিয়েছিল, এখন নাকি আবার শুরু হয়েছে শুনেছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়।
আপনি বোধয় ওদিককার! কারমাইকেলে অনেক দিন হয় এইচএসসি কোর্স বন্ধ করে দিছে। যার দরুন সেখানকার ছোট ভাই পাই নাই বলতে গেলে। ইদানীং চালু করার কথা আমিও শুনেছি।
ভাল থাকবেন। শুভকামনা সব সময় :)

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এই পোস্ট আগে পড়া হয়নাই। কবিতা পড়ি যাই #:-S

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

সায়েম মুন বলেছেন: খালি নাম নিছেন ছায়া। কবিতা তো লিখেন না। পড়াও ভুলে গেছেন বোধয়। B:-/

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

মাহমুদ০০৭ বলেছেন: ২ নং টাই ভাল বেশি ।
ভাল থাকুন ভাই

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাহমুদ। শুভকামনা সব সময়। :)

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

কালীদাস বলেছেন: কলেজটা কি বিশাল এরিয়া নিয়ে? যাইনি কখনও ঐদিকে :|

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

সায়েম মুন বলেছেন: হ্যা কালীদাস, বেশ বড় এরিয়া নিয়ে। রংপুরে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো ওটা কারমাইকেলের দেয়া জায়গায়। এখনো চারিদিকে অনেক জমি পড়ে আছে, চাষাবাদ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.