নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

সেই গল্পটা

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭





১। সেই গল্পটা



সময়ের সেতু ধরে পাড় হয়ে যাচ্ছে বৃদ্ধা---আমার জননী

আমাকে একটা গল্প শোনানোর কথা বলেছিল সে

তখন আমার শৈশব---তার কোলে শুয়ে শুয়ে

হাজারও গল্প শুনেছি, তার কোলে শুয়ে শুয়ে

আমার অঙ্গ সৌষ্ঠব প্রসারিত

কিন্তু এখনো আমি প্রকৃষ্ঠ মানুষ

এখনো আমি পূর্ণাঙ্গ হতে পারিনি

এখনো শোনা হয়নি সেই গল্পটা।



আমার জননী যাচ্ছে রোগা সাঁকো ধরে

এখন আমি আদতে যুবক

চাইলে যেকোন দিকে ধাবিত হতে পারি

চাইলে বানাতে পারি বজ্রমুষ্ঠি

কিন্তু আমি বসে আছি

বিবেকহীনতার আশ্রমে

চিত্তশূন্য হয়ে উপভোগ করছি

রোগা জননীর অচল পায়ের

কালাতিক্রম দৃশ্য।



একদিন তার কোলেপীঠে মানুষ

কিছু ঋণতো শোধিতে হবে

জননীর নাড়ি ছেঁড়া ইতিহাস যদি মনে পড়ে

তবে মোটা গদির সোফায় বসে

পশ্চাদ্দেশ ফুলিয়ে ভারী মুখের বোলে

আকাশ বাতাস ভারী করে লাভ কি বলো

দৃশ্যান্তরে তো পুড়েই মরছে স্বজনেরা।



তার চেয়ে যুদ্ধে যাই আবার

মৃতপ্রায় মায়ের জন্য ছিনিয়ে আনি

শুশ্রূষা চাদর, যে চাদরের অপেক্ষায়

রূপকথার দেশের গল্পটাই শোনা হলো না।



২। ঋণী



আমি এই জনমটার কাছে ঋণী

যেমন ঋণী মায়ের কাছে।



আমি এই কলমটার কাছে ঋণী

যেমন ঋণী অক্ষর কিংবা ভাষার কাছে

গাছে গাছে ফুল ফুটিলে সুগন্ধ

কিংবা মৌমাছিদের নাচের কাছে

পাখির কিংবা প্রজাপতির কাছে

দরদ ঝরা গাছের কাছে

বায়ুর জন্য সদাই ঋণী।



এই দেশেতে সৃষ্টি আমার

এই দেশেতে নব দৃষ্টি

এই দেশের নদীর রূপ

পাহাড় কিংবা সাগর বুক

দিগন্তে দেয় সূর্য ডুব

প্রভাত রাঙা আকাশ কিংবা

সন্ধ্যারাগের জলমলে চাঁদ

তারার কাছে অনেক ঋণী।



চেনা জানা নাম নাজানা

ভাষা শহীদ-মুক্তিযোদ্ধা

৫২ আর ৭১-এ প্রাণপণ

লড়েছিল তারা। জীবন দিয়ে

যুদ্ধ করে ছিনিয়ে এনে

মুখের বোল---মায়ের ভাষা

স্বাধীনভাবে বেঁচে থাকার

একশ একটা পূর্ণ আশা।



আমি তাদের কাছে ঋণী

যেমন ঋণী স্রষ্টার কাছে।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: দু'টোই অনেক সুন্দর হয়েছে। ভাল লাগল। +

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ সুমন। প্রথম কমেন্ট এ ভাললাগা। শুভকামনা রইলো।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: :)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

সায়েম মুন বলেছেন: মুখবন্ধ দিয়া গেলেন। আশা রাখি পরে বিস্তৃত কমেন্ট পাবো। 8-|

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

হরিপদ কেরাণী বলেছেন: অনেকদিন পর ভালো জাতের কবিতা পড়লাম (প্রথম কবিতাটা)। দ্বিতীয়টা ভালো লাগে নাই। সরাসরি বলায় রাগ কইরেন না।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হরিপদ কেরাণী। আপনার কমেন্ট ভাল লাগলো। শুভকামনা নিয়ত। :)

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রথমটা বেশী ভালো লাগলো সামু ভাই !
অনেক শুভকামনা রইলো !

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

সায়েম মুন বলেছেন: থ্যাংকস অভি। শুভসন্ধ্যা। :)

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

মামুন রশিদ বলেছেন: দারুণ দুইটা কবিতা পড়লাম ।

তার চেয়ে যুদ্ধে যাই আবার
মৃতপ্রায় মায়ের জন্য ছিনিয়ে আনি
শুশ্রূষা চাদর, যে চাদরের অপেক্ষায়
রূপকথার দেশের গল্পটাই শোনা হলো না।


অসাধারণ!! +++

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

হরিপদ কেরাণী বলেছেন: দ্বিতীয়বার আবার পড়লাম। আবারও ভালো লাগলো। কড়া জাতের কবিতা পড়লাম। পুরাই কড়া! চাঁদের আলো বুকে এসে লাগলো।

"ঘোর লাগা তন্দ্রার মতো।
মন্দ্রসপ্তকের বাঁশীর মতো।
মেঘ মেদুরে ভাসার মতো।
তোমার কাছে আসার মতো।"

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬

সায়েম মুন বলেছেন: আপনার পুর্নপাঠ মনে অনেক আনন্দ দিলো। অনুপ্রেরণাদায়ক কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪২

নষ্ট কাক বলেছেন: অসাধারণ !
:)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস নষ্ট কাক। শুভসন্ধ্যা।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: বেশ কড়া :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শোভন। শুভসন্ধ্যা।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৪

অদ্বিতীয়া আমি বলেছেন: প্রথম কবিতা টা !

অনেক বেশি চমৎকার ! কয়েকবার পড়লাম । অন্যধরনের অনুভুতিময় কবিতা ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অদ্বিতীয়া। কমেন্ট এ ভাললাগা। ভাল থাকবেন।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

মাহমুদ০০৭ বলেছেন: ২ য় টা ভাল লাগেনি । বেশি একরৈখিক হয়ে গেছে ।
১ম টা খুব ভাল লেগেছে । সরল ঢঙে তীব্র অনুভুতিময় লিখা । হৃদয় স্পর্শ করল ।

ভাল থাকুন প্রিয় সায়েম ভাই । :)



০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাহমুদ।
দ্বিতীয়টা তো তাহলে কর্তন করে ফেলতে হয়। /:)
অনেক শুভকামনা সব সময়।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

হাসান মাহবুব বলেছেন: ইয়ে...মানে কেমন যেন কলেজের বার্ষিকীতে প্রকাশিত লেখার মত লাগলো। আপনি এর চেয়ে অনেক ভালো লেখেন সায়েম চাঁদ!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

সায়েম মুন বলেছেন: এরপর তাহলে স্কুল বার্ষিকীতে প্রকাশিত লেখা দিবো। অনেক দিন পর তিনখানা কবিতা প্রসব করেছি। তার মধ্যে একখানা এখনো দিতে সাহস পাইনি। #:-S

থ্যাঙ্কু হামা।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

বৃশ্চিক রাজ বলেছেন:
সুন্দর কবিতা ব্রাদার।

ব্লগে এসে দুজন মুন পেলাম এক আপনি অন্যজন ইমরাজ কবির মুন।

:)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

সায়েম মুন বলেছেন: আরও একজন মুন আছেন। আগে ব্লগিং করতেন। এখন আর দেখিনা।

ধন্যবাদ বৃশ্চিক রাজ। শুভকামনা।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: প্রথমটা ভালো লেগেছে। মুনাপি।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নাহোল। শুভসন্ধ্যা।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

নীল ভোমরা বলেছেন:
সুন্দর কবিতা! ভাল লাগলো।

''১। সেই গল্পটা''.....এই সমস্যার সমাধান কি?

শুভকামনা!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নীল ভোমরা। এখানে দেখে ভাল লাগলো।
এই সমস্যার সমাধানতো এত ছোটখাট মাথায় খাটে না। তাই রেগেমেগে যুদ্ধের কথা বলা! এখন দেখা যাক শেষ পর্যন্ত বড় মাথার লোকেরা কি করে! অপেক্ষায় আছি---
শুভকামনা।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রথমটা সুন্দর। ২য়টা ভালো লাগে নাই।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ২য়টা বাদ্দিবো কিনা চিন্তাইতেছি। #:-S

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রথমটা বেশি ভাল্লাগছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। কমেন্ট এ ভাললাগা। শুভকামনা রইলো।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বক্স সমস্যাটা হয় দাড়ির আগে সংখ্যা কিংবা যতিচিহ্ন থাকলে। দাড়ি সরিয়ে ডট বা ) এটা দিন। ঠিক হয়ে যাবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

সায়েম মুন বলেছেন: সামুতে দেখি কমেন্ট এরর শুরু হয়ে গেছে। এক পোস্টের কমেন্ট অন্য পোস্টে পেস্টিং হচ্ছে। #:-S

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: সবার মত আমারও প্রথম টা ভালা লাগছে

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দুটোই ভালো লেগেছে। :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বড় নিক। শুভকামনা। :)

২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

জেমস বন্ড বলেছেন: :) সুন্দর । ভাল লাগল

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জেমস। শুভদুপুর।

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

অদৃশ্য বলেছেন:






কবি

চমৎকার হয়েছে... ভাবটা স্পর্শ করেছে ... প্রকাশটা আরও তীব্র হতে পারতো...


শুভকামনা...

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। নেক্সট ট্রাই করবো। শুভকামনা।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৬

বৃতি বলেছেন: ভাল লাগলো বেশ ।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বৃতি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

কালীদাস বলেছেন: আচানক হৈছে :D

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

সায়েম মুন বলেছেন: শীতকালীন ধৈন্যাপাতা লন ইসমাটম্যান। #:-S

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

সকাল রয় বলেছেন: অনেক সুন্দর লেখা

১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.