নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

আবারও লিখতে ই্চ্ছে করে

০৬ ই জুন, ২০১৪ রাত ২:৩১





***

আমি আর লিখতে পারিনা রিনা। তোমাকে যেমন দেখতে পাই না বহুদিন। আমার লেখার অন্দরমহলে ছিলে। বাহিরে যতই ঝড়ঝঞ্চা ভিতরে তুমি ছিলে। তুমি ছিলে অনন্ত বীথিকার কারিগর। এ তীর থেকে ঐ তীর, বিস্তৃত প্রবাহমান নদী। যমুনাই নাম দিলাম তার। তুমি সাঁতার জানতে না। আমি শিখালাম ঢেউয়ের ব্যাকরণ। তুমি কারণ খুঁজলে, বারণ খুঁজলে। জলের জন্ম, উৎস খুঁজলে দিবানিশি। বিরামহীন তির্যক প্রশ্নের কাছে আমি বহুধা বিভক্ত। নদী তীরবর্তী শুষ্ককাষ্ঠ মহীরুহ দেখে বুঝলে আমি ফুল ফোটাতে জানি না। বাহু থেকে বন্ধবী খুলে গেলে হাত যেমন অসার। তেমনি আজ আমি নির্বিকার। (নঞর্থক-৫)



***

তুমি যদি বলো শূন্য। আমার দিক চিহ্নহীন। তুমি যদি বলো অথই। আমি মহাসাগর। উথাল পাতাল ঢেউ। কেউ বললে বার্লিন প্রাচীর। আমি তবু তোমার দিকে। এখানে বৃষ্টি নামে অযথা। অথচ আমাদের কত কথাই না ছিল। প্রয়োজন কোন ব্যাকরণ মানেনি। তুমি সোনার বালা বললে আমি ভাবতাম মঙ্গল। ভাবতাম লাল উত্তপ্ত গ্রহ। তাই নিয়ে তাথৈ। নিশানা যখন প্রেক্ষাগৃহ। তোমার তরী অচীন প্রবাহে। তাই তোমার বাড়ি আমার বাড়ি চলছে আজ আড়ি আড়ি। (নঞর্থক-৪)



***

প্রিয় কবিতারা উল্টো হাঁটে---সদলবলে। প্রিয় কবি ভুলে আছে কলম , কালি ও তুলি। আঁকা হয়না সারস, সরষে ক্ষেত--- মৌমাছি। সূর্যোদয়-সূর্যাস্ত পুরনো ধারাপাত। ছকে আঁকা জীবন--যাদুঘর। ভাল মন্দ, হিতাহিত জ্ঞান---নেই প্রয়োজন নেই প্রয়োজন। মানুষ যখন পরান্মূখ জীবন। জীবন যখন জুয়ার আসরে মাতম। (নঞর্থক---৩)



***

আবারও লিখতে ই্চ্ছে করে। চৈত্র দিনের হাওয়া বয়ে যায় দিন রাত। ভোর হয়ে থাকে ঘোরাচ্ছন্ন। আমার নিদ্রার ভিতর দেশ ঢুকে যায়। শ্বাস প্রশ্বাস থেকে অঙ্কিত হয় বিমূর্ত ভালবাসা। ছেড়ে আসা জমিনের আল ধরে হেঁটে যাই বহুদূর। নিরবিচ্ছিন্ন নদীর দৃশ্য ফুটে উঠে চোখের কার্নিশে। মনে পড়ে আমার একটা ভিটে মাটি ছিল। ঐ তুরঙ্গ নদীর ধার ঘেঁষে। এখানে আকস্মিক বৃষ্টি এলে শুধু মনে হয় বেঁচে আছি। (নঞর্থক-২)



***

ভালবাসা খুব সহজ করে আসে। হাত পাতলেই যেমন বায়ুর পৃথিবী। বন্ধুদের কথা। তারা সহজে পেয়েছিল। তাই সহজ উপলব্দি। চিতার ভিতরে জ্বলন্ত মুখপিন্ড। সেখানে উঁকি দেয় অক্সিজেনের আগ্রাসি লালসা। ভালবাসা এখানে পোড়ো ভগ্নস্তুপ। বুক জুড়ে শতাব্দীর আগাছা। (নঞর্থক-১)





পাদটীকা: আমার এই প্রিয় জায়গাটিতে সময়াভাবে খুব কম আসা হচ্ছে। সেই সাথে অংবং লেখালেখিও বন্ধ হওয়ার উপক্রম। আর কিছু দিন বাদে হয়ত কিছুটা মুক্ত হবো। তখন আবারও হুমড়ি খেয়ে পড়ার সুযোগ থাকবে।



যাই হোক, একটু আগে ব্লগে ঢুকে দেখি এখানে আমার বয়স ৫ বছর হলো। অনেক স্মৃতিময় একটা সময়। গত ৫ বছরের মধ্যে ২০১৩/২০১৪ সালে সর্বাধিক পোস্ট দিয়েছিলাম। এ বছর এক রকম বন্ধ্যাভাব যাবে। যাঁরা এতদিন পাশে থেকে আমার অংবং লেখা পড়ে বিভিন্নভাবে অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন/ দিয়েছিলেন (হারিয়ে যাওয়া প্রিয় ব্লগার গণ) তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে তাদের প্রতি অনেক অনেক ভালবাসা রইলো। খুব খুব ব্যস্ততায় যাচ্ছে দিনকাল, তাই জবাবে বিরতি থাকতে পারে। আশা রাখি সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাল থাকবেন এবং সৃষ্টিতে থাকবেন প্রিয় ব্লগারগণ।

---লেখার ছবিটা বরাবরের মত নিজস্ব :P

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ওয়েলকামব্যাক কবি।

নিয়মিত পাবো আশা করছি।

পড়ে জানাচ্ছি।

০৬ ই জুন, ২০১৪ রাত ২:৫৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আশা রাখি ভাল আছেন। আপনার পাঠপ্রতিক্রিয়ার আশায় রইলাম। ভাল থাকবেন। লেখায় থাকবেন।

২| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পরে আপনার লেখা পেলাম ! যথারীতি মুগ্ধ হলাম ।
নিয়মিত পাবার আশা রাখি !

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৩৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অভি। আশা রাখি ভাল আছেন। নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। শুভকামনা সব সময়।

৩| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৩

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছা রইল...এভাবেই থাকুন ব্লগে শতবর্ষী হয়ে । !:#P

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। ভাল থাকুন নিয়ত। :)

৪| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:১০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: লেখেন না ক্যান?

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

সায়েম মুন বলেছেন: আসলে ব্যস্ততার জন্য লেখা হচ্ছে না। 8-|

৫| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার আবারও লেখার ইচ্ছাকে স্বাগত জানাই।

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি।

৬| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

মিনুল বলেছেন: ভালো লাগলো।

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাত মিনুল। শুভকামনা রইলো।

৭| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: অনেক ভাল লাগল। হৃদয় ছুঁয়ে গেল।
ব্যস্ততা কমে আসলে নিয়মিত লিখবেন, আশা করি।

০৬ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ সুমন। আবারও নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। ভাল থাকবেন। :)

৮| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:৩৪

ভারসাম্য বলেছেন: লেখা আসলেই ভুলে গিয়েছেন মনে হয় একটু একটু।ভোলাও না ঠিক, অনেকদিনের অনভ্যাসে বানান, শব্দচয়নে সামান্য ইয়ে লেগেছে। তবে ইয়ের তুলনায় ভাল লাগার পরিমাণই অনেক বেশি। ;)

সামুতে ( সামহোয়্যারইন) পঞ্চবর্ষ অতিক্রান্ত সামুকে ( সায়েম মুন) অভিনন্দন!

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩১

সায়েম মুন বলেছেন: ইয়ের তুলনায় ইয়ে লাগায় অনেক খুশী হইলাম। সামু সামুতে পঞ্চবার্ষিকী উদযাপন করতে পেরে যারপরনাই আহলাদিত। 8-|
শুভকামনা সব সময়। :)

৯| ০৬ ই জুন, ২০১৪ রাত ১০:৫৪

দুঃখ বিলাস বলেছেন: প্রিয় কবিতারা উল্টো হাঁটে---সদলবলে। প্রিয় কবি ভুলে আছে কলম , কালি ও তুলি। আঁকা হয়না সারস, সরষে ক্ষেত--- মৌমাছি। সূর্যোদয়-সূর্যাস্ত পুরনো ধারাপাত। ছকে আঁকা জীবন--যাদুঘর। ভাল মন্দ, হিতাহিত জ্ঞান---নেই প্রয়োজন নেই প্রয়োজন। মানুষ যখন পরান্মূখ জীবন। জীবন যখন জুয়ার আসরে মাতম।


ভালোলাগা।

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ দুঃখ বিলাস। ভাল থাকুন নিয়ত। :)

১০| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


ফিরে আসার জন্য অনেক শুভ কামনা। আপনাকে অনেক মিস করি। কেমন আছেন?

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৫

সায়েম মুন বলেছেন: ভাল আছি কান্ডারী। এখনই নিয়মিত হতে পারছি না। আরও কিছুদিন ব্যস্ততা যাবে। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময় থাকবে। :)

১১| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:০৩

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর লিখেছেন । নিয়মিত হবার অপেক্ষায় ।


পাঁচ বছর পূর্তির শুভেচ্ছা ।

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। ভাল থাকুন নিয়ত। :)

১২| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: শুভ প্রত্যাবর্তন। অনভ্যাসে তো আপনার কলম আরো ধারালো হয়েছে /:)

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হামা। আশা রাখি ভাল আছেন। ব্যস্ততার জন্য আপনার পোস্টে যাওয়া হচ্ছে না। ভাল থাকুন নিরন্তর।

১৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:৪৬

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইয়া, অনেকদিন পর!! আর লেখাগুলো যথারীতি অনবদ্য।


ব্যস্ততা কাটিয়ে নিয়মিত হন ব্লগে সেই কামনা করি। শুভেচ্ছা রইল।

১১ ই জুন, ২০১৪ রাত ৩:৩৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ। আবার নিয়মিত হওয়ার ইচ্ছে আছে মহামহোপাধ্যায়। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

১৪| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৫

নক্ষত্রচারী বলেছেন: ভালো লাগলো অনেক!

আপনিও কি আমার মত হারায়ে গেছিলেন নাকি? :P

শুভকামনা রইল কিন্তু ।

১১ ই জুন, ২০১৪ রাত ৩:৩৯

সায়েম মুন বলেছেন: হয় আরকি 8-|
গত ফেব্রুয়ারীর পর এই জুন। মাঝখানে বিরাট ব্লাংক। /:)
শুভকামনা প্রিয় ব্লগার। ভাল থাকবেন। :)

১৫| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৯

শের শায়রী বলেছেন: কি যে ভালো লাগছে তোমাকে দেখে বুজাতে পারব না। কেমন আছ ভাই? নিয়মিত দেখতে চাই। শব্দগুলো অসাধারন ভালো লাগছে কিন্তু।

১১ ই জুন, ২০১৪ রাত ৩:৪১

সায়েম মুন বলেছেন: ভাল আছি বস। আপনার আগমন এবং ভাললাগায় অনুপ্রাণিত হলাম। আশা রাখি আপনিও ভাল আছেন। হয়ত আপনার কাছাকাছি আছি কিন্তু দেখা হয় না। ভাল থাকবেন। লেখায় থাকবেন।

১৬| ১০ ই জুন, ২০১৪ রাত ১২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওয়েলকাম ব্যাক !!

৫বছর পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন

১১ ই জুন, ২০১৪ রাত ৩:৪২

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কবি। এখনই নিয়মিত হতে পারবো না। আর কয়েকটা দিন যাক। /:) শুভেচ্ছা রইলো।

১৭| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

মুন ভাই কেমন আছেন??

১১ ই জুন, ২০১৪ রাত ৩:৪৩

সায়েম মুন বলেছেন: ভাল আছি শোভন। ব্যস্ততায় কারো সাথে ইন্টার‌্যাকশন হয় না। আশা রাখি আপনিও ভাল আছেন। ভাল থাকবেন। কথা হবে এখানে। :)

১৮| ২০ শে জুন, ২০১৪ রাত ৯:৩১

মাহমুদ০০৭ বলেছেন: আপনার শব্দসম্ভারে মুগ্ধতা ।
আপনাকে অনেক মিস করি ।
হাই ফাইভ !! !:#P !:#P !:#P আর অনেক অনেক দিন লিখুন কবি ।
ভাল থাকুন সায়েম ভাই ।

২৪ শে জুন, ২০১৪ রাত ১:৩২

সায়েম মুন বলেছেন: অনেক দিন কবিতা চর্চা তেমন একটা নেই। যেটুকু শব্দ জানতাম তাও ভুলে যাওয়ার উপক্রম। আবারও ফিরে আসবো! আমিও আপনাদের মিস করছি অনেক। কারো লেখা তেমন একটা পড়া হচ্ছে না।

অনেক ধন্যবাদ মাহমুদ। শুভকামনা সব সময়।

১৯| ২৪ শে জুন, ২০১৪ রাত ২:০৮

একজন আরমান বলেছেন:
অনেক দিন পর আপনার লেখা পড়ে ভালো লাগলো সায়েম ভাই।

শুভকামনা। :)

০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আরমান। মন্তব্যে অনেক ভাললাগা। ভাল থাকবেন। শুভকামনা সব সময়।

২০| ০৯ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

রাজিব বলেছেন: আপনার লেখা এবং আপনাকে অনেকেই পছন্দ করে তা এই পোস্টের এই কমেন্টেই দেখছে পাচ্ছি। তাই মাসে একবার হলেও লিখুন আমাদের জন্য।

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬

সায়েম মুন বলেছেন: অনেক দিন ধরে এখানে আছি। তাই প্রিয় ব্লগারদের অনেকেই পছন্দ করতে পারে। কিছু লেখার চেষ্ঠা করবো রাজিব। ভাল থাকবেন। শুভকামনা রইলো।

২১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার নঞ্‌র্থকগুলো অসাধারণ, আগের কবিতাগুলো থেকে সহজেই পার্থক্য করা যায়, এতোটা উন্নত।

কিন্তু এরপরও অনেকদিন কেটে গেছে। আশা করি নিয়মিত হচ্ছেন।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আপনার মন্তব্যে অনেক ভাললাগা। :)
আজকে হুট করে কয়েক লাইন লিখে ফেললাম। 8-|

২২| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১:৩০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: আপনার ও আপনার লেখার হাতের জন্য শুভকামনা।

বহুদিন পর আপনার লেখা পড়লাম, ভালো লাগলো অনেক :)

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। অনেক কে মিস করছি অনেক। শুভকামনা রইলো। :)

২৩| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪১

রঙ তুলি ক্যানভাস বলেছেন: নঞর্থক---২ আর ৩ বেশি ভাল লাগল ।

"কবিতারা উল্টো হাঁটে---সদলবলে। প্রিয় কবি ভুলে আছে কলম , কালি ও তুলি। আঁকা হয়না সারস, সরষে ক্ষেত--- মৌমাছি। সূর্যোদয়-সূর্যাস্ত পুরনো ধারাপাত। ছকে আঁকা জীবন--যাদুঘর"

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

সায়েম মুন বলেছেন: আমার কাছে অবশ্য ১, ২ আর ৪ বেশী ভাল লাগে। :)

অনেক ধন্যবাদ রঙ তুলি ক্যানভাস। শুভকামনা সব সময়।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পাঁচ বছর পুরোনোয় শুভেচ্ছা। :)
আপনার লেখার ভাষা বেশ সুন্দর তো !

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.