নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

একান্ত নৈসর্গ নিয়ে আছো

১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:১০





*

নৈঃশব্দ্যের গাঁথুুনি ভাল। বেড়ার আড়াল আবডাল টেনে রাখে দিনমান। আজ দু'কলম লিখতে চারবার বিশ্রাম। স্নানার্থে যে পূজারী তৈরি। তার নেই যেন তুলে রাখা তোয়ালে চাদর। কান্না এসে নির্বিঘ্নে বিশ্রাম ভঙ্গ করে। অশ্রু এসে সাজানো দৃশ্য।



**

ঐ যে চাঁদটা উঠেছে আকাশের গায়ে। তার নেইকো চন্দ্রবিন্দু। রূপসুধা কি টানে যে থাকে মধ্যিখানে। এই ধরো অকূল পাথার, ভাসমান নৌকাখানি। দুই তীরের দেখা নাইকো, শুক্র থেকে বৃহস্পতিবার।



***

তুমি একান্ত নৈসর্গ নিয়ে আছো

সূর্যটা গেলেই প্রান্তে প্রাচূর্য

রাত্রী নামে অজস্র তারকারাজি নিয়ে

তোমার ভুবন ত্রিরত্ন এক

সোহাগ আছে মিলেমিশে।



তুমি আছো তেপান্তর নিয়ে

আছো স্বর্গীয় রূপান্তর নিয়ে

জন্ম হলো যে শিশুর

সে ভ্রূণ তোমার জরায়ুগত

আনন্দ তোমার সুখ তোমার

ঐশ্বর্য তোমার সদা করায়ত্ত।



তুমি আছো নিবিড় নিশ্চিন্তে

জননীরা থাকে যেমন দৃঢ় চিত্তে।







ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৬৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৯

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর! ভালো লাগলো।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৪

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ হামা। প্রথম মন্তব্যে অনেক ভাললাগা। ভাল থাকবেন। শুভকামনা সব সময়।

২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা-ত্রয়ীতে ভালোলাগা জানানো গেল ! আশা করি মাঝে মাঝেই পাবো !

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ অভি। আপনাকে দেখে ভাল লাগলো। ভাল থাকবেন। লেখায় থাকবেন।

৩| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালোলাগা জানবেন সুন্দর শব্দমালা গাঁথা লাইন গুলোতে...
শুভকামনা...

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৯

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ নাসিফ। শুভকামনা নিরন্তর। :)

৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আবার চলুক লেখালেখি।

কিন্তু মনোযোগ চাই লেখায়।


(নৈঃশব্দ্যের গাঁথুনি পূজারী তৈরি প্রাচুর্য রাত্রি তারকারাজি ভুবন ভ্রূণ ঐশ্বর্য )

সুন্দর লেখাটা আরো সুন্দর হয়ে উঠবে ক্ষতগুলো সারিয়ে ফেললে।

ভালো থাকুন, আরো আরো লিখুন। একবার লেখালেখিতে আসক্ত হলে মুক্তি নাই। কাজেই লেগে থাকা বরং আনন্দের।

শুভ কামনা সব সময়।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৪১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মনোযোগী পাঠে খুব ভাল লাগলো। আপনার দেয়া বানানগত ক্ষতগুলো সারানোর চেষ্ঠা করলাম। লেখালেখির ক্ষত সারানো তো মুশকিল! তবে চেষ্ঠা থাকবে। ভাল থাকুন আর লিখে যান অবিরাম।

৫| ১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০২

নস্টালজিক বলেছেন: তুমি আছো নিবিড় নিশ্চিন্তে



কেমন আছো প্রবাসে, সায়েম?


শুভেচ্ছা নিও।

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০০

সায়েম মুন বলেছেন: ভাল আছি রানা ভাই। তবে দেশ ও দেশের মাটিকে খুব মিস করি। সাথে প্রিয় পরিজনকে। আশা রাখি আপনারা ভাল আছেন। :)

৬| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৪

মামুন রশিদ বলেছেন: তুমি একান্ত নৈসর্গ নিয়ে আছো
সূর্যটা গেলেই প্রান্তে প্রাচূর্য


ভালো লেগেছে । কেমন আছেন ?

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। :)

৭| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

জুন বলেছেন: খুব ভালোলাগলো মুন। অনেক দিন পর তোমাকে দেখে আর তোমার কবিতায় মুগ্ধ হোলাম ।
+

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু। আপনাকে পোস্টে দেখে খুব ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো।

৮| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: অনেকদিন পর পড়া হলো আপনার লেখা। ভালো লেগেছে।

মানুষের অভিযোজন ক্ষমতার কারণেই হয়তো মা, মাটিকে ছেড়ে দূরে থাকলেও মানিয়ে নিতে সক্ষম হয়। শুভকামনা রইলো ভাইয়া

১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৩

সায়েম মুন বলেছেন: তা অবশ্য ঠিক। কিছু ক্ষেত্রে অভিযোজনক্ষমতা কিছুটা হ্রাস পায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা আরও বেশী প্রযোজ্য।
অনেক দিন পর আপনাকে এখানে দেখে খুব ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়।

৯| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭

ভারসাম্য বলেছেন: অনেকদিন পর হিসেবে ভালই। ;)

'স্নানার্থে' না 'স্নানান্তে' বোঝাতে চেয়েছেন? আমার কেন জানি 'স্নানান্তে' দিয়েই বুঝতে সুবিধা মনে হচ্ছে, তবে বুঝিনি কোনটা দিয়েই। না বুঝলেও, ভাল লেগেছে বেশ।

ভাল থাকুন।

১৪ ই জুলাই, ২০১৪ রাত ৮:৪৫

সায়েম মুন বলেছেন: হ তা অবশ্য ঠিক। চোখ মেরে তো ব্যাপার কেমন জানি লাগতেছে। #:-S
স্নানার্থে হবে ওটা। বেশী কিছু বুঝতে চাইয়েন না। কারণ খুব বেশী গুড়ার্থ (মিষ্টি বিশেষ) নাই ওখানে। ;)

শুভকামনা প্রিয় ব্লগার।

১০| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভীষণ ভালো লাগা ! +++++++++++++++++++

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:২২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।

১১| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: দারুণ!

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৬

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস উড়ন্ত মানব। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর।

১২| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯

মোঃ ইসহাক খান বলেছেন: উপস্থাপনার ভঙ্গীটি সুন্দর।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার উপস্থিতি বেশ ভাল লাগলো। অনেক শুভকামনা রইলো।

১৩| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৮

সায়েদা সোহেলী বলেছেন: তুমি আছো তেপান্তর নিয়ে
আছো স্বর্গীয় রূপান্তর নিয়ে
জন্ম হলো যে শিশুর
সে ভ্রূণ তোমার জরায়ুগত
আনন্দ তোমার সুখ তোমার
ঐশ্বর্য তোমার সদা করায়ত্ত।

তুমি আছো নিবিড় নিশ্চিন্তে
জননীরা থাকে যেমন দৃঢ় চিত্তে।
+++

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:২০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ সোহেলী। শুভকামনা সব সময়। :)

১৪| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৬

কালীদাস বলেছেন: ইদানিং লেখায় গ্যাপ পড়তাছে লাগে।
কয়েকটা কমেন্ট শুইনা মনে হইতাছে সোনার বাংলা ছাইড়া বাইরে চইলা গেছেন...আছেন কেমুন? :)

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:২২

সায়েম মুন বলেছেন: ইদানীং আসা হয় মাঝে মাঝে কিন্তু লেখালেখি আর হয় না। আসলে সব কিছুর মূলে সময়। সময়টা বৈরী যাচ্ছে আজকাল। সোনার বাংলায় আবারও প্রত্যাবর্তন হবে। খুব সংকীর্ণ সময়ের জন্য আসা। এইতো আর কয়টা মাস। 8-|

ভালা আছি ইসমার্ট ম্যান। আশা রাখি আপনিও ভাল আছেন। অনেক শুভকামনা রইলো। :)

১৫| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৫

শায়লা িসিদ্দক বলেছেন: দারুন লেগেছে :)

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৩

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শায়লা। অনেক শুভকামনা রইলো।

১৬| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৯

টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর একটা লেখা সায়েম। মায়ায় জড়ালো।

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ টুম্পা। আশা রাখি ভাল আছেন। শুভকামনা নিরন্তর। :)

১৭| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ সুন্দর।

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভকামনা সব সময়।

১৮| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।

১৯| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

কেমন আছেন সায়েম ভাই? ভালো আশা করি। ভালো থাকবেন।

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ হানিফ ভাই। এইতো ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। শুভকামনা রইলো। :)

২০| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


কেমন আছেন ভাই ?

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৪

সায়েম মুন বলেছেন: ভাল আছি কান্ডারী। শুভকামনা রইলো। :)

২১| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৯

অপ্‌সরা বলেছেন: ঈদ মুবারাক বেবিভাইয়া!!!!!!!!!!!!:)

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৫

সায়েম মুন বলেছেন: ঈদ মোবারক বিউটি আপি। আশা রাখি খুব ভাল আছো। শুভকামনা সব সময়ের জন্য। :)

২২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা সাবির। শুভকামনা সব সময়।

২৩| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৯

স্বদেশ হাসনাইন বলেছেন: বসে থাকিয়া দেখিবে হুশ করে বিধাতা জ্বেলে দেবে বাতি, অর্ধেন্দুর সামান্য বাকা চাঁদ - একান্তে নদীর তলে ডুবে যাবে তার প্রাত্যহিক মরণ,
ঐ রূপ বিশ্বের কার জন্য বয়ে গেল অনন্ত কাল। মানবের জন্ম মাত্র কয় কাল? তার আগে কীটের বহর একাই বহিয়া গেছে, অণূজীবের অদিম সব সাইক্লোন; তাহাদের পাষাণে।
বসিতে বসিতে ইন্দুর বাতিতে নামে উদিতার বাঁকা সুর, ঘ্রাণ নৌবহরে তার ছল ছল ছইয়ের নিচে এখনো সড়কের ঘামঘ্রান, মানুষের জামার বোতাম খুলে থাকে শ্রমিকের মাটি। ঐ দিকে চাহিয়াছে ভাসমান তরী,
নূড়ির মিহিন সব ঝাঁড়বাতি, নিঝুমের বুকে একপাশে সব কিছু। মানবের চক্ষু যতকাল জীয়ন্ত রয়, রূপের সমাদর হয় দুই হাত বিস্তৃত।

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৬

সায়েম মুন বলেছেন: সুন্দর। অনেক দিন পর এখানে দেখে ভাল লাগলো। ভাল লাগলো চমৎকার বুননের লেখাটি। আশা রাখি ভাল আছেন। শুভকামনা সব সময়। :)

২৪| ০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪

লেখোয়াড় বলেছেন:
অনেকদিন আপনার এখানে আসা হয়নি।
অনেকদিন আপনার সাথে কথা হয়নি।
আনেকদিন কোন লেখা দেন নি।
অনেক দিন ব্লগে আসেননি।

সামু কেমন আছেন?

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

সায়েম মুন বলেছেন: আসলে অনেক দিন কিছুই হচ্ছে না। :(
ভাল আছি লেখোয়াড়। আশা রাখি আপনিও ভাল আছেন। শুভকামনা রইলো। :)

২৫| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪১

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক বিজি তাইনা বেবিভাইয়া?????????????


আমারও বিজি টাইম এসে গেলো। ইজি ইজি আর থাকা হলোনা!!!!!!!!!!!

ছুটি শেষ!!!!!!!!!!!!!:(:(:(

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৫

সায়েম মুন বলেছেন: বেশ বিজি আছি বিউটি আপি। /:)

সব ছুটি একদিন শেষ হয়ে যায়। ছুটতে হয় কাজের পিছে। নইলে যে ছুটির মজা থাকে না। কোন কবি জানি বলেছিল। :P

২৬| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

কান্না এসে নির্বিঘ্নে বিশ্রাম ভঙ্গ করে। অশ্রু এসে সাজানো দৃশ্য।

ছবিটা যেমন মুগ্ধ করেছে...সাথে এই লাইন।

শুভেচ্ছা রইল, সামু ।।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১

সায়েম মুন বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ প্রিয় ব্লগার। আশা রাখি ভাল আছেন। শুভকামনা রইলো। :)

২৭| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬

ডি মুন বলেছেন: তোমার ভুবন ত্রিরত্ন এক
সোহাগ আছে মিলেমিশে।


বাহ ।

আশাকরি আবার নিয়মিত লিখবেন।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৪

সায়েম মুন বলেছেন: হ্যা আবারও নিয়মিত লিখবো। ধন্যবাদ ডি মুন। শুভকামনা রইলো। :)

২৮| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর। শুভকামনা রইলো।

২৯| ১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

আহসান জামান বলেছেন:
পাঠ্যসুখ, কেমন আছেন?

১৫ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। শুভকামনা সব সময়।

৩০| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

ইমিনা বলেছেন: সবগুলোতে অনেক অনেক ভালোলাগা
:) :) :)

নিয়মিত পোস্ট চাই। বিজি থাকলেও কিছুটা সময় বের করে নিতে হবে।

শুভকামনা সব সময়।।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ইমিনা। লেখায় নিয়মিত হবো আর কিছুদিন পরে। ভাল থাকবেন। শুভকামনা রইলো।

৩১| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।।

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ দূর্জয়। শুভকামনা।

৩২| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

বৃতি বলেছেন: সুন্দর।

অনেকদিন লিখছেন না মুন ভাইয়া।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বৃতি। লেখার মত সময় করে উঠতে পারছি না। আবারও নিয়মিত হবো। শুভকামনা রইলো। :)

৩৩| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪১

আমি ময়ূরাক্ষী বলেছেন: তুমি আছো তেপান্তর নিয়ে
আছো স্বর্গীয় রূপান্তর নিয়ে
জন্ম হলো যে শিশুর
সে ভ্রূণ তোমার জরায়ুগত
আনন্দ তোমার সুখ তোমার
ঐশ্বর্য তোমার সদা করায়ত্ত।


ভালো লাগলো।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.