নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

দু'চোখে যেন বৃষ্টি নামে

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১





অথবা শুরু হলো রাত

দিনগুলো পরে রইলো পাড়ে

গোধূলী লগ্নে বেদনাহত

পাখিরা যেমন শূন্য নীড়ে।



বহুদিন দেখিনা তোমায়

বহুদিন রচিনা তোমায়

দিন রইলো আহত পরাভূত

শুশ্রূষা আজ দুরাগত।



হেয়ালে খেয়ালে যাও

যাও হে সূর্য অনন্ত ধামে

রাতের রতি ফুরায়ে শুধু

দু'চোখে যেন বৃষ্টি নামে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: লিখছেন তাইলে :) ভাল হইছে। থাঙ্কু !:#P !:#P

অবশ্য ফাঁকিবাজি পোস্ট। মালমসলা তেমন নাই X(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

সায়েম মুন বলেছেন: এই লাইনে আবার আসার প্রচেষ্ঠা আরকি। থ্যাঙ্কুউ প্রোফেসর। :D

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +।বহুদিন পর কবি ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

সায়েম মুন বলেছেন: হ্যা অনেক দিন পর আবারও। ধন্যবাদ কবি।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

মহামহোপাধ্যায় বলেছেন: অনেকদিন পর সায়েম ভাইয়া। আশা করি ভালো আছেন :)


কবিতা ভালো লাগলো।


শুভকামনা নিরন্তর :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

সায়েম মুন বলেছেন: ভাল আছি মহামহোপাধ্যায়। আশা রাখি আপনিও ভাল আছেন। শুভকামনা সব সময়। :)

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

হেয়ালে খেয়ালে যাও
যাও হে সূর্য অনন্ত ধামে
রাতের রতি ফুরায়ে শুধু
দু'চোখে যেন বৃষ্টি নামে।


কবিতা ভালো লাগলো কবি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার উপস্থিতি আনন্দদায়ক। ভাল থাকবেন সব সময়।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০

আমি ময়ূরাক্ষী বলেছেন: চমৎকার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী। :)

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর। ভালো লাগলো ছোট্ট পদ্যটা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

সায়েম মুন বলেছেন: হুম অনেক দিনের পরের প্রচেষ্ঠা। থ্যাঙ্কু হামা। #:-S

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আগে বলেন কোথায় ছিলেন আপনি --- কোথায় ছিলেন প্রিয় ভাই আমার----
হুমমম কবিতা অবশ্যই সুন্দর হয়েছে ------অসাধারণ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

সায়েম মুন বলেছেন: বৈদেশে ছিলাম, তা প্রায় এক বছর। আশা রাখি ভাল ছিলেন এবং আছেন। আপনার উপস্থিতি খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

পরিবেশ বন্ধু বলেছেন: দেরিতে হলেও কবিতায় ভাললাগা ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। ভাল থাকবেন। :)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

সায়েম মুন বলেছেন: থ্যাংকস প্রামানিক। শুভকামনা সব সময়।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

জুন বলেছেন: বহুদিন দেখিনা তোমায় কথা সত্য মুন :)
ভালোলাগলো কবিতা
ফিরে আসায়
+

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভকামনা।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪১

প্রেতরাজ বলেছেন: ভাল লাগল

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রেতরাজ। শুভকামনা।

১২| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

শায়মা বলেছেন: বাহ বেবিভাইয়া।:)

০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১১:২৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু বিউটি আপি। 8-|

১৩| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২৩

আরজু পনি বলেছেন:

তবু্ও বরফ ভাঙা শুরু হোক... এই লেখা দিয়ে।

শুভেচ্ছা রইল, সায়েম মুন ।।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। ভাল থাকবেন।

১৪| ২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: বেবিভাইয়া!!!!!!:)

২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৩

সায়েম মুন বলেছেন: কি হয়েছে বিউটি আপি। আমি কেন জানি নিয়মিত হতে পারছি না এখানে। #:-S

১৫| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩১

বাবুল হোসেইন বলেছেন: সায়েম ভাই, আমি আপনাকে খুজছিলাম হন্য হয়ে।
ফেসবুকে বা স্কাইপে একটু নক কইরেন।
আমার স্কাইপ ও ফেসবুক আইডি দুটোই একি-- ba8ulbu

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৬

সায়েম মুন বলেছেন: ফেবুতে রিপ্লাই দিয়েছি কবি। আপনার মেসেজটা ঢাকা পড়ে গিয়েছিল। শুভকামনা রইলো।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৭

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস তনিমা। শুভকামনা।

১৭| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
সুন্দর।

অভিশাপ দিলেন নাকি?

০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৩

সায়েম মুন বলেছেন: না কবি অভিশাপ না। এ বেদনার গান।

১৮| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

শাহেদ খান বলেছেন: অনেকদিন পর পড়লাম, ছিমছাম শব্দে আপনার সহজ-স্পষ্ট লেখা।

ভাল লাগা রইল, কবি। শুভকামনা।

০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শাহেদ। এই নালেখা সময়ে শুভকামনা ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। আপনার জন্য অনেক শুভকামনা।

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

নেক্সাস বলেছেন: দারুন লিখেছেন

হেয়ালে খেয়ালে যাও
যাও হে সূর্য অনন্ত ধামে
রাতের রতি ফুরায়ে শুধু
দু'চোখে যেন বৃষ্টি নামে।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.