নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

প্রলাপ

০৬ ই জুন, ২০১৬ রাত ১২:০০



১। আমরা কত কিছুই না করি

আমরা কত কিছুই না ভাবি
এই যেমন আকাশটা নীল?
মেঘেরা যায় কার বাড়ী?
বৃষ্টির পর রঙধনুটা কার শাড়ী?

আমরা কত কিছুই না করি
ভাবনায় ওড়ে কত পরী
বালিতে রোদ নদীর জলে
চিকচিক করে মৎস্য রুপালী।

নদীটা কার সাগরটা যার
হতেও পারে আমাদের সবার
যেমনি করে চাঁদটা আছে
বায়ু পানিতে জীবন বাঁচে।

আমরা কত কিছুই না ধরি
জীবন যুদ্ধ জয় করি
ইচ্ছে হলে হেরে গলায় গান
শুধু ধরার মত ধরিনা
বাবার স্নেহ ভালবাসায়
মায়ের হাতের জাদুর ছোঁয়ায়
ভাই বোনেদের ত্যাগে গড়া
সবুজে ভরা দেশটার পাটাতন।
(৬ মে, ২০১৬)


২। প্রলাপ

আমরা প্রস্তর যুগে জন্মাইনি
তবু চারিদিকে আদিমতার ছাপ।
কত ঝড়-তুফান এলোগেলো
কত ভূমিকম্পে বিধ্বস্ত হলো শহর নগর
আমরা গায়ে গতরে শুধু নতুন হলাম
মস্তিস্কে রয়ে গেল হায়েনার বীজ।

আজ টিভির রিমোট ঘুরাতেই দেখি
পঞ্চম শ্রেণীর এক শিশু ধর্ষিতের খবর
প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছে আসামী
নিরীহ পরিবারটির হুমকির মুখে বাস।
গতকাল পত্রিকার পাতায় দেখেছি
স্বামী সন্তানের সামনে এক নারী ধর্ষিত।

দীর্ঘসূত্রিতায় বিচারের দৈন্যতা দেখা দেয়
যথারীতি মায়ের কান্না পৌঁছায়না যথাস্থানে
এই পরিণতি এখন নিত্য দিন সবখানে
খুন রাহাজানির কথা থাকনা দূরে
খবরের কাগজে ওসব থাকে থরেথরে।

নেই শাসন নেই প্রশাসন নেই বিচার এখানে
আচার অনুষ্ঠান সব কবে গোরস্থানে গিয়েছে
সাথে নিয়েছে সবার বিবেকের বালাই
অজানা শঙ্কায় শুধু দিন রাত গুজরাই।
(২২ জানুয়ারী, ২০১৬)


৩। আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে

আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
একলা যখন রাস্তায় হাঁটি কিংবা
পথ দূরত্বকে সাথী করে চলতে থাকি
তখন খুব খারাপ লাগে।

আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
মেঘলা আকাশ বর্ষা দিনে
জানলা খুলে বসে থাকতে
ঝিরিঝিরি বৃষ্টি দেখতে খারাপ লাগে।

আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
চাঁদনী রাতে জোছনা ধোয়া
গাছপালাদের মায়াবী রুপ
ছন্নছাড়া পৃথিবীটাকে খারাপ লাগে।

আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
চৈত্র দিনের ভ্যাপসা গরম
চারিদিকে হাহাকার আর তৃষ্ণার্ত মন
ছাতিফাঁটা দুপুরটাকে খারাপ লাগে।

আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে
নিঝুম রাতে স্বপ্ন কিংবা জাগরণে
তোমার মুখটা ভীষন আমার মনে পড়ে
চরাচরে আঁধার শুধু খারাপ লাগে।

নাইবা বলি-
প্রাত্যহিক এক নিয়ম মাফিক
তোমার নামে মালা জপি
মুঠোফোনটা হাতে নিয়ে
তোমায় আমি বলতে গিয়ে
থমকে যাই-
খারাপ লাগে খারাপ লাগে।

(২৫ মে, ২০১৫)


পাদটীকাঃ কিছুক্ষণ আগে পাসওয়ার্ড রিসেট দিয়ে ব্লগে ঢুকলাম। ঢুকে দেখি এখানে আমার বয়স ৭ বছর ২ ঘন্টা। আমাকে সারপ্রাইজ দেয়ার জন্য সামু এই কাম করেছে বোধয়। যারা সাথে ছিলেন এবং আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভাল থাকবেন, সুখে থাকবেন। সুন্দর প্রাণবন্ত্য এই ব্লগটাকে সামনে এগিয়ে নিবেন। আমি বুড়াথুড়া ব্লগার সাথে আছি।

ব্লগ পোস্টের ছবিটা যথারীতি নিজস্ব এ্যালবামের। আর হ্যা, শেষ কোবতেটা একটা জনপ্রিয় কবিতার ছায়ার মত লাগতে পারে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ রাত ১২:১৭

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কবিতা নিয়ে কোনও কথা হবেনা। লাকী সেভেনের শুভেচ্ছা :)

০৬ ই জুন, ২০১৬ রাত ১০:১১

সায়েম মুন বলেছেন: কথা কম কওয়াই ভাল। 8-|
ধন্যবাদ রইলো। ভাল থাকবেন।

২| ০৬ ই জুন, ২০১৬ রাত ১২:৩২

লক্ষ্মীছেলে বলেছেন: ঢুকে দেখি এখানে আমার বয়স ৭ বছর ২ ঘন্টা। =p~ =p~ =p~ :-B

০৬ ই জুন, ২০১৬ রাত ১০:১৭

সায়েম মুন বলেছেন: কপিপেস্ট কমেন্ট, রিপুটেড। /:)

৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ১২:৪৯

সুমন কর বলেছেন: কেমন আছেন? সাত বছর পূর্তির জন্য রইলো অনেক অনেক অভিনন্দন !! !:#P

নেই শাসন নেই প্রশাসন নেই বিচার এখানে
আচার অনুষ্ঠান সব কবে গোরস্থানে গিয়েছে
সাথে নিয়েছে সবার বিবেকের বালাই
অজানা শঙ্কায় শুধু দিন রাত গুজরাই।


প্রতিটি ভালো হয়েছে। +।

০৬ ই জুন, ২০১৬ রাত ১০:১৮

সায়েম মুন বলেছেন: ভাল আছি কবি। আশা রাখি আপনিও ভাল আছেন। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা থাকলো।

৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:২৩

টুথব্রাস বলেছেন:





বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহ‍ৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়‍ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।

একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধার‍াই বদলে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুম‍ুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগ‍ালি শুরু করে দিয়েছে।

প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক

০৬ ই জুন, ২০১৬ রাত ১০:২৪

সায়েম মুন বলেছেন: মর্ম খুব হতাহতের খবর। মরে যাক প্যাচবুক, বেঁচে থাকুক গোল আলু। পৃথিবীব্যাপী মাইনষের শর্করার ঘাটতি পূরণ করুক। আমীন না লিখে কোন বাঙালী ব্লগার ভাই যাবেন না। :-<

৫| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৬

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দন! চলেন নন্দন পার্কে যায়া সেলিব্রেট করি।

কবিতা ভালো লেগেছে। বিশেষ করে শেষটা। তবে এটা কোন কবিতার মত যেন?

বৃষ্টির পর রঙধনুটা কার শাড়ী?

বেস্ট লাইন!

০৬ ই জুন, ২০১৬ রাত ১০:২৭

সায়েম মুন বলেছেন: ভালা প্রস্তাব। আই লাইক ইট। চলেন নন্দনে গিয়ে ঈদ করি। 8-|
থেংকু।

৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক দিন পর দেখলাম! কেমন আছেন?

সাত বছরের শুভেচ্ছা। ভাসেন আর ডুব দেন ব্যাপার না- কবিতা দেবেন মাঝে মাঝে।

০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৩১

সায়েম মুন বলেছেন: ভাল আছি প্রিয় ব্লগার। ব্লগিং সময় কমে যাওয়ায় আপনার সাথে বাতচিত হয় না অনেক দিন। আশা রাখি আপনিও ভাল আছেন।
কবিতা ইদানীং অনেকটা ছুটি নিয়েছে। তাইতো তেমন একটা দেয়া হয় না এখানে।
অান্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

৭| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৩৬

বিজন রয় বলেছেন: অনেক দিন পর লিখলেন।
ব্লগে আপনাদের নিয়মিত উপস্থিতি দরকার আছে।

৭ বছরের শুভেচ্ছা।

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:০৭

সায়েম মুন বলেছেন: হ্যা, বেশ কয়েক মাস পর পোস্ট দেয়া হলো। শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ বিজন।
আমিতো ধূকেধূকে আছি এখানে। :P
আশা রাখি ভাল আছেন। শুভকামনা।

৮| ০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৩২

রেজওয়ান তানিম বলেছেন: মুনাপা, আমার ছয় বছর হইতাছে বারো তারিখ। কই দিয়া যে দিন যায়

০৭ ই জুন, ২০১৬ রাত ১২:৪১

সায়েম মুন বলেছেন: বাইচা থাকি কিনা। এজন্য আপনাকে আগাম শুভেচ্ছা।
সময় ইদানীং আরো দ্রুত যাচ্ছে। বুড়া হইতেছি। কবে যে পটল তুলি। #:-S

৯| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর সবগুলো।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৭

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ গোফরান। শুভকামনা রইলো।

১০| ২০ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫৮

নীলাঞ্জনানীলা বলেছেন: অভিনন্দন সপ্তম বছরে পদার্পণের জন্য।
আর কবিতার কথা কি বলবো, আপনার কবিতা ভালো লাগে।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার উপস্থিতি ভাল লাগলো। আশা রাখি ভাল আছেন। ভাল থাকবেন।

১১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৬

নীলাঞ্জনানীলা বলেছেন: কিন্তু নতূন লেখা কোথায়?

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১২:০৮

সায়েম মুন বলেছেন: অনেক দিন এখানে আসা হয় না। তাই লেখা দেয়াও হয় না। কি জানি এক সুঁতোর টানে আজ আসলাম। :)

১২| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩২

কালীদাস বলেছেন: ইয়ো কবি, হোয়াসাপ ম্যান? B-)) এভরিথিং কুল? :P

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১:২৬

সায়েম মুন বলেছেন: ইয়েস এভরিথিং ওয়াজ কুল। নাও হট এন্ড ডাস্ট, ইট ইজ ওয়েদার ফোরকাস্ট। থ্যাংকস আ লট ইসমার্ট ম্যান। #:-S

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৯

১২৩৪ বলেছেন: আই আমি ইন রাইট টাইম ইট সিমস! !!! অনেক ভালো লাগছে দেখে।
৭ বছর!!!
অনেক অনেক সময় পার হয়ে গেছে , আমার কাছে মনে এই তো সেদিন!

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

সায়েম মুন বলেছেন: ছয়টি বছর পর উত্তর দিচ্ছি। আশা রাখি ভাল আছো। শুভকামনা।

১৪| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩২

সায়েম মুন বলেছেন: আজকে ঘুরতে এলাম ৭ বছর পর। আশা রাখি ভাল আছেন। ভাল থাকবেন।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩১

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

সায়েম মুন বলেছেন: আর কী ফেরা হবে আমার?????????????!!!!!!!! শুভকামনা বিজন। ভাল থাকবেন।

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই মেইলে ছোট্ট একটা নক করলে একটু ভালো হতো ভাউ :)
প্রয়োজন আছে বটে ;)
[email protected]


কবিতা অনেক অনেক মুগ্ধকর হয়েছে।

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৪

সায়েম মুন বলেছেন: এখনতো অনেক সময় পেরিয়ে গিয়েছে। আর উত্তর দিয়ে লাভ কী?

১৭| ০৬ ই মে, ২০২২ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: হারিয়ে যাওয়া কতইনা সহজ!

২২ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৫

সায়েম মুন বলেছেন: হ্যা ব্লগ থেকে হারিয়ে গিয়েছে। কিন্তু আমার যেটুকু সৃষ্টি এখানেই রয়ে গেছে। মনে রাখার জন্য শুকুরিয়া নিরন্তর। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.