নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় বিভোর। কখনো ভীষণ ক্লান্ত, কখনো ভীষণ অাশাবাদী। তবে এগিয়ে যাওয়ার সংকল্পে সদা অবিচল...

সাজ্জাদ সংগ্রহ

যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!

সাজ্জাদ সংগ্রহ › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকবো, ভালো রাখবো

২৩ শে জুন, ২০১৬ ভোর ৫:২০

সময়ের একটা বড়সড় পরিবর্তনের পথ পেরিয়ে আজকের অবস্থানে এসেছি। পিছনে ফেলে আসা স্মৃতির ঝুলিতে সহস্রাধিক মুহুর্ত আছে, যেগুলোকে চাইলেও মুছে ফেলতে পারবো না মনের কোষাগার থেকে। তবে সেসব স্মৃতিদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করতে শিখেছি, শিখছি। স্মৃতির আচড় যেন ঘাবড়ে দিতে না পারে, সেজন্য কলমের আঁচড়ে স্মৃতিকে স্বপ্নের মহাকাব্য তৈরীর হাতিয়ার বানিয়ে নিয়েছি। যখনি স্মৃতিরা বর্তমানকে বিরক্ত করতে উদ্যত হবে, তখনি এলোমেলো শব্দের জাল বুনবো। সে জালে বন্দী করে রাখবো স্মৃতিদের। যেন জ্বালাতন করতে না পারে। জীবনের খুব বেশি দূর পথ পেরোয়নি সত্য। তবে জীবন পথের সীমা তো অজানা। তাই যতোটা এসেছি, তার মধ্যে থাকা অযাচিত দুঃখগুলোকে ভুলে থাকতে চাই। ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আমি আজ কৃতজ্ঞ সেসব মানুষদের প্রতি যাদের কারনে আমি আজকের আমি'তে পৌঁছেছি। হোক তাদের দেওয়া সুখ কিংবা দুঃখ। সবার কাছেই কৃতজ্ঞ আমি। আমি কৃতজ্ঞ সে মানুষটির প্রতি, যে আমাকে অাঁধারের স্মৃতি জর্জরিত লাশঘর থেকে আলোর স্পর্শে ঘেরা ভালবাসার পৃথিবীর সাথে পরিচিত করিয়েছে। আমাকে ভালবেসেছে, নিরন্তর ভালবাসায় পূর্ণ করে চলেছে আমার প্রতিটা মুহুর্তকে। আমি কৃতজ্ঞ তার বিশালতার প্রতি, আস্থার প্রতি, বিশ্বাসের প্রতি।

কথা দিচ্ছি,
ভালো থাকবো, ভালো রাখবো

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

লিখুন।

শুভকামনা, শুভব্লগিং।

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ... পাশে থেকে অনুপ্রেরণা যোগাবেন, এই আবদার রইলো। শুভ ব্লগিং

২| ২৫ শে জুন, ২০১৬ ভোর ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।
জাতিকে আশার বাণী শোনান, জাতি হতাশায় নিমজ্জিত

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:১৭

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ!! এ জাতির হতাশার সাগর বড্ড গভীর। আমি সাঁতার না জানা মানুষ ভাই। তবে সাঁতারটা শিখে নিতে চাই দ্রুত।
জাতিকে সমুদ্রের অতল থেকে ডাঙ্গায় তুলে আনবো সাঁতারু হয়ে। পাশে থাকবেন।


শুভ ব্লগিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.