নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় বিভোর। কখনো ভীষণ ক্লান্ত, কখনো ভীষণ অাশাবাদী। তবে এগিয়ে যাওয়ার সংকল্পে সদা অবিচল...

সাজ্জাদ সংগ্রহ

যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!

সাজ্জাদ সংগ্রহ › বিস্তারিত পোস্টঃ

নিপুণ সন্ধি

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

মনের সাথে মনের এক শাশ্বত নিপুণ সন্ধি,
তুমি অামি ভালবাসার বৃত্তে হলাম বন্দী।
হৃৎপিন্ডের উঠানামা স্পন্দিত হবে একছন্দে,
ভালবাসার শীতল আবেশ বইবে রন্ধ্রে রন্ধ্রে।

পরতে পরতে ভালবাসা দিয়ে সাজাবো মোদের ঘর,
শতকস্টের নদীর মাঝেও গড়বো সুখের চর।
গুনগুনিয়ে রোজ শোনাবো পুরনো দিনের গান,
শান্ত তোমার মায়ামুখ দেখে জুড়াবে অামার প্রাণ।

চোখের নিরিখে মনের ভাষা অকপটে পড়ে নেয়া,
হাতের স্পর্শে পূর্ণতনুতে মায়ার জাদুছোঁয়া।
এ এক অভুতপূর্ব অনুভূতি যার কিঞ্চিৎখানি জানা,
বাকিটুকু থাকে গভীরে লুকানো সুখ গড়ে ষোলঅানা।

এমন সন্ধিতে মিলেছি দুজনে,
ছাড়বো নাকো হাত।
হবো ভালবাসার যুগলবন্দী
করবো বাজিমাত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো , শুভ কামনা।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৮

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.