নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় বিভোর। কখনো ভীষণ ক্লান্ত, কখনো ভীষণ অাশাবাদী। তবে এগিয়ে যাওয়ার সংকল্পে সদা অবিচল...

সাজ্জাদ সংগ্রহ

যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!

সাজ্জাদ সংগ্রহ › বিস্তারিত পোস্টঃ

পুরোনো প্রসাধনী

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

প্রিয়, গল্পটা জেনেছো নিশ্চয়ই,
কিছুটা পুনরাবৃত্তি শোনাই-
অনুরোধ হোক বা ইচ্ছেই হোক
শব্দেরা অাসুক তোমার পাড়ায়।

স্নিগ্ধতা অার লাবন্য হারিয়ে গিয়েছে,
প্রসাধনীর অকারণ অাধিপত্যে।
নৈশব্দের অপুষ্ঠ বৃক্ষজুড়ে,
অাসন পেতেছে নিগুঢ় অবিশ্বাস।

খুব ক্লান্ত দূর্দান্ত ঘুমের দুপুরে,
অনাকাঙ্ক্ষিত অতিথি এসে-
কেড়ে নিলো জন্মের সুখ-
হারিয়েছে দিনশেষে।

সর্বহারাও নতুন ইচ্ছে অাঁকে
বাওজুত যত ভয়-
হাহাকারেও নড়বে না নীড়,
ঠায় দাঁড়িয়ে রয়।

অালিঙ্গনের কেন্দ্র বরাবর,
দূরত্বের মর্মভেদী জ্যা-
দূরত্ব অসহ্য লাগে।
এসো, অধর অার ওষ্ঠের মাঝে
একখন্ড শুভ্রতা নিয়ে-
অাবার শুরু হবে পুনর্জন্ম।
বলো প্রিয়, পারবে না?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মিতা, কবিতা সুন্দর হয়েছে।

সুন্দর,
সুন্দরতর
এবং সুন্দরতম।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৫

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ জানবেন মিতা।

২| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

খালেদা শাম্মী বলেছেন: ভাল লেগেছে।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৬

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: দুর্দান্ত ঘুমের দুপুরে অনাকাঙ্ক্ষিত অতিথি আসলেই খুব বিরক্তিকর। কিন্তু বিষয়টি কি কবিতাটি তে প্রতীকী ভাবে ব্যাবহার করেছেন? কবিতা টির অন্যান্য লাইনগুলোর সাথে এই বিষয়টির মিল খুজে পাচ্ছিনা তাই জানতে চাইলাম ।

আমি আসলে গল্পের বিষয়বস্তু ও অর্থ টা বোঝার চেষ্টা করছি ।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৯

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: কবিতায় একজনের সাথে কথা হচ্ছে, অার সেই শ্রোতাকে পুরনো গল্প মনে করিয়ে দিচ্ছে। যে গল্পে অন্য একজন ছিল, যে কিনা এসে, ঘুম কেড়ে বিরক্তি দিয়ে চলে গিয়েছি।

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভালো লাগলো

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৯

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসার পূণর্জন্ম হোক।
ভালোবাসার লব্ধি প্রিয়তমার হৃদয়ের উপর উলম্বভাবে ভাবে পতিত হোক।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১১

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: দারুণ বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। ভালবাসার জ্যামিতিতে পূর্ণ নাম্বার পেয়ে পাশ করুক, পার হয়ে যাক পরীক্ষার প্রতিটি ধাপ।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৯

বাকপ্রবাস বলেছেন: ভাল লেগেছে

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১১

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ জানবেন।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১২

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: মন্তব্যে ভাললাগা, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.