নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় বিভোর। কখনো ভীষণ ক্লান্ত, কখনো ভীষণ অাশাবাদী। তবে এগিয়ে যাওয়ার সংকল্পে সদা অবিচল...

সাজ্জাদ সংগ্রহ

যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!

সাজ্জাদ সংগ্রহ › বিস্তারিত পোস্টঃ

অামার পাড়ায় এখনও সন্ধ্যে নামে

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

অামার পাড়ায় এখনো সন্ধ্যে নামে,
ঠিক যেমনটা গোধুলী রঙা অাকাশ ছিল,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
তবে অামার পাড়ায় এখনো সন্ধ্যে নামে।

অামার চোখে এখনো অশ্রু ঝড়ে,
ঠিক যেমনটা বিধ্বস্ত হৃদয় ছিল,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার চোখে এখনও অশ্রু ঝড়ে।

অামার ঠোঁটে এখনও হাসি থাকে,
ঠিক যেমনটা অপ্রস্তুত মহড়া ছিল,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার ঠোঁটে এখনও হাসি থাকে।

অামার কলম এখনও কবিতা লেখে,
ঠিক যেমনটা এলোমেলো পঙক্তিমালা,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার কলম এখনও কবিতা লেখে।

অামার গল্পে এখনও স্বপ্ন অাঁকি,
ঠিক যেমনটা কল্পনার স্বাধীনতা,
তুমি ছিলেনা তখনও, এখনো নেই-
অামার গল্পে এখনও স্বপ্ন অাঁকি।

অামার রাত্রির এখনো নির্ঘুম কাটে,
ঠিক যেমনটা ওটি'র কোনো সার্জেন্ট,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার রাত্রির এখনও নির্ঘুম কাটে।

অামার হৃদয়ে এখনও শ্বাস-প্রশ্বাস হয়,
ঠিক যেমনটা দিবারাত্রির যাওয়া অাসা,
তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
অামার হৃদয়ে এখনও শ্বাস প্রশ্বাস হয়।

তুমি ছিলেনা তখনও, এখনও নেই-
মাঝখানে অনেক কিছুই বদলেছে,
ক্ষতের যত দাগ নির্দ্বিধায় সয়ে নিয়েছি,
যেমনই হোক অামি বেঁচে অাছি-
অামার পাড়ায় এখনও সন্ধ্যে নামে..!!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল হয়েছে

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৩

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বেশ বেশ।


অামার চোখে এখনো অশ্রু ঝড়ে, (ঝরে)

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, সংশোধন করে নিবো।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

বাকপ্রবাস বলেছেন: ভাল।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: শুরু ; মোটামুটি হচ্ছে জেনে তৃপ্ত হলাম। ধন্যবাদ ভাইয়া।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


কেন আপনি কবিতা লেখেন?

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: কবিতা লেখার চেষ্টা করছি। কবিতা লেখার চেষ্টার মধ্যে মন ভালো থাকে।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে ভাললাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.