নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় বিভোর। কখনো ভীষণ ক্লান্ত, কখনো ভীষণ অাশাবাদী। তবে এগিয়ে যাওয়ার সংকল্পে সদা অবিচল...

সাজ্জাদ সংগ্রহ

যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!

সাজ্জাদ সংগ্রহ › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমায় নিয়েই লিখবো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪১

অন্য কিচ্ছু না, পাশে থাকবে এটুকু কথা দাও।
শুধু তোমায় নিয়েই লিখবো।

না না, মায়াবী চোখের চাহনী নিয়ে লিখবো না।
বলবো না ওই দু'চোখে ডুবে যেতে ইচ্ছে হয়।

একদমই না, ঘনকালো চুলের কথাও লিখবোনা।
বলবো না, পাগল করা সে ঘ্রাণে মাতাল হয়ে রই।

আরে না, আদুরে ঠোঁটের কথাও লিখবোনা।
বলবো না, আলতো চুমো'র তৃষ্ণা হয়।

দীঘির মতো চোখ, ঘনকালো চুল আর
ঠোঁটের দুর্বার আকর্ষন, থাকবেনা সবসময়।
এদের নিয়ে লিখবোনা।
শুধু তোমায় নিয়েই লিখবো।

তোমার অকারণ পাগলামীর কথা লিখবো,
খুঁনসুটিতে অভিমান করে যে ঘুষিটা দিবে তুমি-
সে শাসনের কথা লিখবো,
রাগ ভাঙার পরে তোমার যে মৃদু হাসিটা-
সে হাসির গল্প লিখবো,
হুট করে আমার কাঁধে মাথা রেখে তোমার যে কান্না-
সে কান্নার গল্প লিখবো,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি হলো না হলো-
বিরামহীন সে কথার গল্প লিখবো,
সারারাত জেগে থেকেও ভোরে স্বপ্নেও যে উপস্থিতি-
সে অনুভূতির গল্প লিখবো।

এতো বেশি লিখবো তোমার কথা-
যারা পড়বে তারাও তোমার প্রেমে পড়ে যাবে,
পাঠকের হৃদয়েও ফুটিয়ে তুলবো-
তোমার কাল্পনিক ছবি,
তোমাকে নিয়ে লিখতে লিখতেই একসময়-
আমি হয়ে যাবো কবি।

কিন্ত, অন্য কিচ্ছু না, শুধু পাশে থাকার ওয়াদাটা রেখো।
আর আমি, শুধু তোমায় নিয়েই লিখবো..!!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৪

আমার বিডি বলেছেন: দারুন
দারুন সব জীবনী ও অনুপ্রেরণামূলক গল্প পড়ুন এখানে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৮

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৬

মানুষ বলেছেন:

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৮

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: অাহা, মন ভারী.।।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৪

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, মিতা ভাই

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

চাঙ্কু বলেছেন: শুধু হেতেরে নিয়ে লেখলে হপে? অন্য কাউকে নিয়েও লেখেন!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৩

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: হেতের সিজন চলতেছে, সিজন গেলে অন্য কাউরে নিয়াও হবে।

ধন্যবাদ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: পুতু পুতু টাইপ কবিতা লিখলে হবে না। তেজি কবিতা লিখতে হবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪১

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: পুতু পুতু কবিতা, তারপর প্রেম,তারপর কস্ট পাওয়া, এরপর তেজি কবিতা- চেইন রিঅ্যাকশন। তেজি কবিতা লিখতেই চাই, তবে শান্তিপ্রিয় মানুষ। প্রেমটাই বেশি।
মন্তব্যে ভাললাগা ভাইয়া।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লিখতেই থাকেন ভাই তাকে নিয়ে, তাকে বলতে না পারা কথাগুলো না হয় এভাবেই হয়ে যাক বলা

সুন্দর কবিতা, ভালো লাগলো

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪২

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: একদম ঠিক কথাটা বলে দিলেন ভাইয়া। তাকে বলতে না পারা কথাগুলো নাহয় এভাবেই বলা হয়ে যাক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.