নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় বিভোর। কখনো ভীষণ ক্লান্ত, কখনো ভীষণ অাশাবাদী। তবে এগিয়ে যাওয়ার সংকল্পে সদা অবিচল...

সাজ্জাদ সংগ্রহ

যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!

সাজ্জাদ সংগ্রহ › বিস্তারিত পোস্টঃ

তুই-আমি মিলে

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭

ভাজ করে রাখা হৃদয়টা
তোর হাতে তুলে দিবো
একটু যত্ন নিস; বিরহরা
ধীরে ধীরে মুছে যাবে।


ঘুমহারা বিশ্রীরকম রুটিনটা
তোর জিম্মায় দিয়ে দিবো
একটু শুধরে দিস; স্বপ্নেরা
বাঁচার স্পৃহা খুঁজে পাবে।


বিধ্বস্ত রক্তাক্ত মস্তিষ্কটা
তোর উঠোনে এনে দিবো
একটু কথা বলিস; দুঃশ্চিন্তারা
ধীরে ধীরে হারিয়ে যাবে।


ইতস্তত নিঃশ্বাসের ঘনঘটা
তোর শৈত্যে ঢেলে দিবো
একটু প্রশ্রয়ে রাখিস; চোখেরা
গন্তব্যের দিশা খুঁজে পাবে।


তোর যত্ন, শুধরানো তোর
তোর প্রশ্রয় আর কথার গান,
ভয়াবহ এক প্রেমের আবহে
পূর্ণতা পাবে এ শূন্য প্রাণ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:১১

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৫

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ জানবেন, মন্তব্যে ভাললাগা।

২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:১৭

বলেছেন: শেষ চার লাইন সত্যি অসাধারন।
ভালোলাগা।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে অণুপ্রাণিত।

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: আপনি অনেক ভাল লেখেন।
অনেক।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৯

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে অণুপ্রাণিত

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫

বিজন রয় বলেছেন: শেষ লাইনে শূন্য বানানটি ঠিক করে দিন।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২০

সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, ঠিক করে নিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.