নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

শব্দ দূষণ-এর প্রভাব পড়েছে মোবাইল ফোনের উপর।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

ঢাকা শহরে শব্দ দূষণ তো মনে হয় কম না। রাস্তায় বের হলেই এটা হাড়ে হাড়ে টের পাই।

শব্দ দূষণ-এর প্রভাব পড়েছে টেলিযোগাযোগ ব্যবস্থার উপর।



কারো মোবাইলে কল এলে ঠিকমতো কথা বলতে পারে না।



যেমন- হ্যালো---- হ্যালো---আমি মফিজ কইতাছি।

ক্যাডা কইতাছেন? হ্যালো -- হ্যালো-----

কিছু তো বুঝি না। রাতে একবার কল দিয়েন । হ্যালো--



কখনো বা একবার কানে আর এক বার মুখের কাছে সেট নিয়ে চিতকার। তারপরও কথা বুঝা যায় না। বোঝানো যায় না।



আজ পর্যন্ত পথে কাউকে আমি মোবাইল ফোনে ঠিকমতো কথা বলতে শুনিনি।

সবই সম্ভব হয়েছে রাজধানীর শব্দ দূষণের গুণে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যালো---- হ্যালো---আমি মফিজ কইতাছি।
ক্যাডা কইতাছেন? হ্যালো -- হ্যালো-----
কিছু তো বুঝি না। রাতে একবার কল দিয়েন । হ্যালো--


+++++++++++++++++++++++++++++++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতি দিন এরকমই শুনি।

আপনিও হয়তো শুনে থাকবেন।

অনেক ধন্যবাদ। আপনার মোবাইলে আলাপন সুন্দর হোক।

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

ঢাকাবাসী বলেছেন: আমাদের একটা মন্ত্রী আছে সে আবার পিওইচডি করসে, শব্দ দূষনের কথা কইলে সে বলে সে নাকি সব ঠিক কইরা ফালাইসে (বা.. ফালাইসে)। শব্দ দূষন বাড়তেই আসে, পলিথিন বাড়তেই আসে আর এব্যাটার বেতন বাড়তেই আসে, প্র.মন্ত্রী থিকা ফুল মন্ত্রী হইসে।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মন্ত্রীদেরকে কখনো মোবাইলে ফোন করতে দেখিনি।
রাস্তায় কোন মন্ত্রী আজ কাল দেখি না।
১৯৮৭/৮৮ সালে মতিঝিলের রাজপথে মন্ত্রী/মাবেক মন্ত্রীরা ঘুরত--- যায় যায় দিন এ পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.