নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটি রম্য সংবাদ।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭

ভীভী ছি লন্ঠনঃ আপনারা আমাদের বাংলা অনুষ্ঠান শুনছেন ২৯,৩৫,৫১ ও ৬১ মিটার ব্যান্ডে এবং ঢাকা ও এর আশেপাশে এফ এম ১০০০ মেগাহার্জে।



এখন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।



মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ইউরোপ সফর কর্মসূচীর অংশ হিসেবে এই মাত্র বন থেকে হেগ-এ এসেছেন। বিমান বন্দরে তাকে ব্যাপকভাবে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। একটি ছোট্ট শিশু প্রেসিডেন্টোকে ফুলের তোড়া উপহার দেয়।

এই সময় বিউগলে করুণ সুর বাজছিলো।



বিস্তারিত একটু পরেই।



--------------------

বি.দ্রঃ



বন( Bonn)ঃ সাবেক পূর্ব জার্মানীর রাজধানী ও বর্তমান জার্মানীর একটি প্রধান শহর।

হেগ ( Hague)ঃ নেদারল্যান্ডস এর রাজধানী।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

মাহাবুব১৯৭৪ বলেছেন: বন থেকে হেগে এসেছেন? ও দিকে জাপানী রাস্ট্রদুত কে নাম জিজ্ঞাস করলে বলেন তাকিওনা মুতেয়াসি।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাহ! এটা তো জানতাম না। অনেক ভাল লাগল। আরেক জনকে দেখেছিলাম আমি যখন নিউ ইয়র্কে যেতাম ঘুরতে । জাতি সংঘের মহাসচিবকে যতবারই নাম জিজ্ঞেস করতাম উল্টা তিনি আমাকে কফি আনার জন্য অনুরোধ করতেন। জাতি সংঘের সেই মহাসচিবের নামটি আমার কখনোই জানা হয়নি।

অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

২| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২০

সেমিবস বলেছেন: হুম

১৯ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময়।

৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩

চাচা মিয়া বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

সরদার হারুন বলেছেন: আপনার এ জোকটা অনেক অনেক পুরানো। এটার লেখকের নামও কেউ জানেনা ।এটা বর্তমানে প্রবাদে
পরিনিত হয়েছে।

১৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার কথা ঠিক। আমিও অনেক আগে শুনেছি। তারপরও পোস্ট দিলাম। পুরান চাল ভাতে বাড়ে।

আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.