নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভাত খেতে খুবই ভালো লাগে।

০২ রা জুন, ২০১৪ রাত ৮:৪৯

ভাত খেতে অনেক ভালো লাগে।

আমার এই কথাটি অনেকের কাছে মনে হতে পারে খুবই সাধারণ কথা। কিন্তু বিশ্বাস করুন এটা আমার মনের কথা। প্রাণের গভীর থেকে নিংড়ানো সত্যি কথা।

আমি জানি, ভাত খেতে খুবই ভালো লাগে। আমি নিজে এক গরীব পরিবারের সদস্য হিসাবে এবং গ্রামে বসবাস করার সুবাদে সাধারণ মানুষদেরকে খুব কাছ থেকে দেখেছি। এখনো দেখছি। আমার এবং তাদের কাছে ভাত খুবই উপাদেয় খাদ্য। আমরা অনেক আয়েস করে ভাত খাই। অনেক উপাদেয় কোন মাছ মাংস লাগে না। কেবল ১টি মরিচ আর পেয়াজ,লবণ আর একটু পানি হলেই অনেক মজা করে ভাত যারা খায় আমি তাদেরই এক জন। কেএফসি কিংবা ম্যাগডোনালডস নয়; আমরা সামান্য ভাতেই মহাখুশী।

আমাদের সব কিছু তাই বিবেচিত হয় চালের দামের সুচকে। নেতারাও এটা জানেন। তাই তারা ভোটের মৌসুম এলে ৪০ টাকা দামের চাল চার ভাগের এক ভাগ দামে খাওয়ানোর লোভ দেখিয়ে ভোট নিতে চান। ভোট আর ভাত একই কাতারে চলে আসে।

মাঝে মাঝে কোন জামাকাপড় কিংবা একটু দামী জিনিস যা না হলেই নয় কিনতে গেলে দাম শুনে অবাক হলে দোকানী বলে উঠে--- চালের মন কত কইরা জানো মিয়া?

সারাটা জীবনই তো আমাদের কাটে চালের দামের হিসাব করে। কারণ- আমাদের সব কিছু তাই বিবেচিত হয় চালের দামের সুচকে। আমরা ভাত খেতে চাই। কেননা. ভাত খেতে আমাদের খুবই ভালো লাগে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ রাত ৯:০২

একজন ঘূণপোকা বলেছেন: সারাটা জীবনই তো আমােদের কাটে চালের দামের হিসাব করে। কারণ- আমাদের সব কিছু তাই বিবেচিত হয় চালের দামের সুচকে। আমরা ভাত খেতে চাই।


-দারুন লেখা

০২ রা জুন, ২০১৪ রাত ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইয়া, এক মুঠো ভাতের দেশ ছেড়ে বিদেশ-বিভূইঁয়ে পড়ে আছি। কেবল আমি একা নই। আমার মতো আরো হাজারো অভাজন।

কষ্ট করে আমার মনের ব্যথাভরা কথাগুলো পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

২| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:১২

জগ বলেছেন: +++++++++++

০৩ রা জুন, ২০১৪ রাত ৯:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কষ্ট করে আমার মনের ব্যথাভরা কথাগুলো পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

৩| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

!!!!!!@

৪| ২৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২২

bakta বলেছেন:






ভাত খেতে ভালো লাগে
সাথে পেলে সবজি,
আরো ভালো লাগে যদি
ডুবিয়ে খাই কবজি।
ভিজে ভাত ভালো লাগে
পেলে চুনো মাছের টক
নুন আর পেঁয়াজ দিয়ে
খাই মেখে কক কক।
ধোঁয়া ধোঁয়া গরম ভাত
আলু সানা ঘিয়ে,
পেলে মাইরি খুশি হয়
আমার এই হিয়ে।
যদি ভাত হয় গলা গলা
যদি ফেন মিশে থাকে,
ঝাল নুনাচারে মিশে খেতে
লেগে যায় নাকে।
ঘি, তেলে ভেজে দিয়ে
যদি পাই ভাজা ভাত,
চেটেপুটে খেয়ে নিই
পুরো সাফ করে পাত ।
খিদে পেটে দুর থেকে
পেলে ভাত ফোটা গন্ধ,
মন মোর মজে যায়
এসে যায় গো ছন্দ।
দেখো হেতা ভাতের গন্ধ
পেয়ে হাজির আমি,
গরীবের কাছে সাদা
ভাত ই বেশি দামী ।
দুমুঠো ভাতের জন্য
যারা ফেলে মাথায় ঘাম,
আমার হৃদয় থেকে তাদের
জানাই হাজার সেলাম ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর, সুন্দর, সুন্দর!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.