নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বিমান বন্দরে পাবলিক ভিউয়িং গ্যালারি চাই

২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

যখন শ্রীলঙ্কায় ছিলাম। সেখানে অনেক ভালোলাগার মধ্যে একটি ছিল বিমান বন্দর। কারণ গরীব দেশ হলেও বিমান বন্দরের সেবার মানের কোন ঘাটতি ছিল না। সব চেয়ে ভাল লেগেছিল সেখানে সাধারণ মানুষ যাতে করে বিমান চলাচল/উঠানামা দেখতে পারে তার জন্য "পাবলিক ভিউয়িং গ্যালারি-Public Viewing Gallery" নামক একটি স্থান নির্ধারণ করা ছিল যাতে ১০ রূপি ( বাংলাদেশী টাকায় ৭ টাকারও কম) দিয়ে সারা দিন বসে বসে বিমান উঠানামা দেখা যেত মজা করে।







বাংলাদেশে যারা দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় বেড়াতে আসে তাদের জন্য বিমান বন্দরও হতে পারে দর্শনীয় একটি স্থান। তবে সে জন্য Public Viewing Gallery নামক কিছু এতটা থাকা দরকার। তবে এদেশে সব কিছুতেই অতিরিক্তি ব্যবসা। ঢাকা বিমান বন্দরে প্রবেশ করতে চাইলেই ২৫০ টাকার টিকেট কিনতে হয়। কি সেবা তারা দেয় এই ২৫০ টাকার বিনিময়ে??



সুন্দর একটি দেশের স্বপ্ন আমার , আপনার সবার। সেটা কি চিরকালই স্বপ্ন হয়ে থাকবে?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৪ রাত ৮:৪৮

তোমোদাচি বলেছেন: সুন্দর প্রস্তাব!

মনে আছে প্রথম যখন ঢাকা আসি তখন লিষ্ট করে এনেছিলাম কোন কোন জায়গা ঘুরতে যাব। চিড়িয়াখানা, যাদুঘর, রেডিও সেন্টার, বিমান বন্দর ... শেষ দুটো দেখা হলো না... সে কি দুঃখ :-&

২৪ শে জুন, ২০১৪ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ। আপনার সাথে এক মত। আপনার মতো আরো অনেকেই ইচ্ছে থাকলেও দেখতে পারে না।

২| ২৪ শে জুন, ২০১৪ রাত ৯:৪৩

পাজল্‌ড ডক বলেছেন: ওরে বাবা! শুধুমাত্র ভিতরে ঢোকার জন্য এখন ৩০০ টাকা করে নেয়, প্লেন দেখতে দিলে ৩০০০ টাকা টিকিট করে কিনা!!!

২৪ শে জুন, ২০১৪ রাত ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাদের কাছে টাকা যেন টাকা নয় গাছের গোটা।

৩| ২৪ শে জুন, ২০১৪ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট এয়ারপোর্ট হল ঢাকার শাহজালাল বিমানবন্দর। আর এখানকার স্টাফরা হল দুনিয়াতে সবচাইতে অদক্ষ ঘুষখোর অকর্মন্য অপদার্থ মহাদুর্ণীতিবাজ লোভী এয়ারপোর্ট স্টাফ!

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আসলেই তাই।

৪| ২৪ শে জুন, ২০১৪ রাত ৯:৫২

কেএসরথি বলেছেন: আগে বিমানবন্দরের পাশে (এখন যেখান দিয়ে গাড়ী উপরের উঠে আসে) একটা জায়গা ছিল, ওখানে দাড়িয়ে যাত্রীদের প্লেনের সিড়ি বেয়ে বেয়ে ওপরে ওঠার দৃশ্যটা দেখা যেত। এখন অবশ্য সে অবস্থা নেই।

২৪ শে জুন, ২০১৪ রাত ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সাথে একমত। এতো খারাপ কোন জায়গা আসলেই আছে কিনা কে জানে???

৫| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:০২

শরৎ চৌধুরী বলেছেন: গুড আইডিয়া।

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদম দাদা। তবে এটা হওয়া উচিত। ঢাকায় গ্রামের মানুষ এসে কিই বা দেখতে পায়?

৬| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৮

মরণের আগে বলেছেন:
এম,এস,এক্সেল ৯৭ দিয়ে বিমানের শিডিউল দেখানো হয়
২০১২ তে দেখেছিলাম।

২৮ শে জুন, ২০১৪ সকাল ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ডিজিটাল ! দিল্লী অনেক দূর! ধন্যবাদ।

৭| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:৫১

মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: প্রথম লাইনটাতেই চোখে আটকে গেল "কারণ গরীব দেশ হলেও বিমান বন্দরের সেবার মানের কোন ঘাটতি ছিল না।"....ঠিক বলছেন। আমার একবার যাওয়ার সুযোগ হইছিল গতবছর কলম্বো। কি আর বলব, এতো ঝকঝেকে তকতকে বিমান বন্দর, বাংলাদেশের সাথে তুলনা করলে কষ্ট পেতে হবে। আর অফিসারগুলারে দেখে মনে হইছিল কোন বিয়ের অনুষ্টানে আসছে- পুরা সেজেগুজে। আমার ফ্লাইট নামছিল মাঝরাতের পরে, তারপরেও তারা ছিল খুবই প্রাণোচ্ছল।

কুয়ালালামপুরে, সিঙ্গাপুরে ও এটা দেখেছি; পাবলিকরা বিনা পয়সায় বিমান উঠানামা করা দেখতে পারে।

তবে কি ভাই আমার মনে হয়, ঢাকাতে এই রকম করা যাবে যদি পাবলিক যথাযথ আচরণ করে। আমাদের দেশে এইটা করলে দেখবেন বাদামের ঠোঙ্গা, বিড়ি-সিগারেট আর পানের পিক ফেলে একাকার করে ফেলছে। আমাদের একটা সমস্যা আছে, আমরা সবাই আমাদের নিজেদের বাসা পরিষ্কার রাখি, ময়লা তাড়াতাড়ি ঘরের বাহিরে যেখানে সেখানে ফেলি, আর মনে করি বাকি সব কাজ সরকার করে দিবে।

যাই হোক, প্রস্তাবটা কিন্তু বেশ ভালো।

শ্রীলংকায় কৈ ছিলেন। আমার ব্লগে আমার শ্রীলংকা ভ্রমণ নিয়ে পোষ্ট আছে, দেখে যাবেন কিন্তু।

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ আমার পোস্টের চেয়েও অনেক বড় মন্তব্যের জন্য। দীর্ঘ সাড়ে পাঁচ বছর ছিলাম। কাজের প্রয়োজনে। আপনার ব্লগে এখনি যাচ্ছি। আমার নিজের এ ব্লগে লংকাকে নিয়ে বেশ কিছু পোস্ট আছে।

৮| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:০২

হেডস্যার বলেছেন:
আগে দুই পাশে দাড়াইলে দেখা যাইতো.....এখন অনেক কিছু এক্সটেন্ড হওয়ায় দেখা যায় না।

প্লেন দেখার সাধ মিটাইতে লোকজন যায় দলিপাড়ায়।

২৭ শে জুন, ২০১৪ রাত ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হেডস্যার কিন্তু কথা খারাপ বলেন নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.