নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার প্রচলিত গল্প- ৪ যে রাজার ছেদন দাঁত বৃদ্ধি পেয়ে ছিল

২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

মালয়েশিয়ার প্রচলিত গল্প- ৪


যে রাজার ছেদন দাঁত বৃদ্ধি পেয়ে ছিল



অনেক বছর আগে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কেদা-তে এক জন অনেক ভালো রাজা ছিলেন। প্রজারা তাঁর খুব অনুগত ছিল। রাজা ও রাণী একটি চমৎকার প্রাসাদে বাস করতেন।

রাজা প্রতি দিনই নানা প্রকারের উপাদেয় খাবার খেতেন। এটা তার কাছে এক ধরনের শখের মতোই ছিল।

একদিন রাজা তাঁর প্রধান পাচককে তাঁর জন্য একটি বিশেষ উপাদেয় খাবার তৈরী করার জন্য আদেশ করলেন।

পাচক মহাশয় খাবার প্রস্তুত করতে রান্না ঘরে কাজ শুরু করলেন। তিনি যখন ছুরি দিয়ে সবজি কাটছিলেন তখন হঠাৎ করেই অসাবাধানতাবশতঃ তিনি তার আঙ্গুল কেটে ফেলেন।

তার কাটা আঙ্গুল থেকে ফোটায় ফোটায় রক্ত খাবারে পড়ে গিয়ে তাতে মিশে গেল।

রাজা যখন তাঁর জন্য রান্না করা খাবারের বিশেষ ডিশটি আস্বাদন করলেন তখন তিনি খুবই আমোদিত হলেন। তিনি প্রধান পাচকের খুব প্রশংসা করতে লাগলেন।

“তুমি খাবারের সাথে কি এমন জিনিস মিশিয়েছ যে এটা এতো বেশী সুস্বাদু হয়েছে”? রাজা জানতে চাইলেন।
কিন্তু প্রধান পাচক একথা র কোন জবাব দিতে পারলেন না।

পরের দিন রাজা খেতে বসে একেবারেই খেতে পারলেন না। খাবার তাঁর পছন্দ হয়নি। তিনি প্রধান পাচককে ভর্ৎসনা করে বললেন, “কেন এই খাবার গতকালের মতো সুস্বাদু হয়নি?”

প্রধান পাচক জানতেন যে, খাবার সুস্বাদু হবার গোপন উপাদানটি হচ্ছে তার নিজেরই রক্ত।
প্রধান পাচক রাজাকে খুশী করতে চাইলেন। তিনি প্রতিটি ডিশেই সামান্য কিছু রক্ত মিশিয়ে দিয়ে রান্না করলেন।
রাজা খুবই খুশী হলেন। তিনি প্রধান পাচকের খুব প্রশংসা করলেন। শিগগিরই রাজা রক্তের স্বাদ পেতে শুরু করলেন। তাঁর ছেদন দাঁত বৃদ্ধি পেতে থাকলো।

“ এটা আমি কি করতে যাচ্ছি?” রাজা লজ্জিত হয়ে নিজেকে জিজ্ঞেস করলেন।

কিন্তু রাজা রক্তের জন্য তার ব্যগ্রতা নিয়স্ত্রন করতে পারলেন না।

অধীর হয়ে এক রাতে রাজা একটি বালককে ধরে এনে তার ঘাড়ে কামড় বসিয়ে দিলেন। তিনি বালকটির রক্ত চোষে খেতে শুরু করলেন।

কয়েক জন লোক রাজার এই অভাবনীয় কান্ড দেখে ফেলল। তারা খুবই আহত বোধ করলো। তারা চিৎকার করে উঠলো, “ এক জন রক্ত চোষা রাজা! এক জন রক্ত চোষা রাজা! ”

রাজা দ্রুত দৌড়ে পালালেন। তিনি খুবই লজ্জা বোধ করতে লাগলেন।

এই ঘটনার পর রাজা মশাই আর কখনোই্ রাজ প্রাসাদে ফিরে আসেননি।


মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ভালো লাগলো ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সব লেখাই আমার অনেক ভালো লাগে।
কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৩

বিজন রয় বলেছেন: আপনাকে তো ভুলতেই বসেছি। আমার ওখানে না গেলে তো বুঝতেই পারতাম না।

তা কেমন আছেন?

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি কিন্তু সবার ব্লগেই যাতায়াত করি। বিদেশে কামলা দিই বলে আগের মতো সময় করে উঠতে পারি না।

ভালো আছি দাদা। সম্ভবতঃ আপনিও খুব ভালো আছেন। আরো ভালো থাকুন সব সময়।

৪| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

ধুতরার ফুল বলেছেন: ভালো লাগলো


ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো +


শুভ কামনা রইলো ভাই !

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে ধন্যবাদ। আরো সুন্দর পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম। ভালো থাকুন সব সময়।

৬| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর গল্প।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার।

অনেক ভালোলাগলো।

শুভকামনা।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ।
আপনাকেও ঈদ মোবারক।

৮| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়ার লোকেরাও দুর্বল গল্প লিখে থাকে, দেখছি

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়া হচ্ছে অলস জাতির দেশ। মালয় ভাষায়- অলস কে বলে মালাস। বাংলাদেশের কামলা ছাড়া এরা অচল। তারপরও এরা সাহিত্য চর্চা করে এটাই বা কম কিসে।

তবে অনেক ভালো ভালো বই আছে এদেশে। এখানকার বইয়ের দোকান "পপুলার" এর মতো একখান বইয়ের দোকান যদি ঢাকা শহরে থাকতো তাহলে আমার মতো খুশী আর কেউ হতো না।

গাইতে গাইতে গায়েন। এক সময় সবল গল্প হবে ইনশা আল্লাহ ।

৯| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৩

আজীব ০০৭ বলেছেন: চমৎকার।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার এবং নতুন শেয়ার। +।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি কষ্ট করে পড়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪০

বিজন রয় বলেছেন: ঈদ মোবারাক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।
মালয়েশিয়াতে গতকাল ঈদ ছিল।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

বিদেশে কামলা খাটি বলেছেন: এমন রাজা ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজা তো রাজাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.