নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

সবার আগে চাই সততা।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭


আমার মনে হয় মানুষের সব চেয়ে বড় গুণ তার সততা। যার মাঝে সততার লেশ মাত্র নেই তার মানুষ নাম ধারণ করা উচিত নয়।
সত্যবাদী মানুষ কখনো কোন খারাপ কাজ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। প্রতিটি মানুষ যদি ব্যক্তিগতভাবে সৎ হত তাহলে বাংলাদেশের চেহারাটাই পাল্টে যেত।

এক জন সরকার প্রধান যখন ব্যক্তিগতভাবে খুব সৎ হবেন তার প্রভাব দেশের পুরো জনগোষ্ঠীর উপর পড়বে। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব। ফলে দেশে এগিয়ে যাবে।

এক জন মন্ত্রী যখন ব্যক্তিগতভাবে সৎ হবেন তার প্রভাব পড়বে পুরো মন্ত্রণালয়ে। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব। ফলে দেশে এগিয়ে যাবে।

সরকারী একটি বিভাগের প্রধান যখন ব্যক্তিগতভাবে সৎ হবেন তখন তার প্রভাব পড়বে পুরো বিভাগের উপর। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব। ফলে দেশে এগিয়ে যাবে।

সরকারের একটি উপজেলার চেয়ারম্যান, সংসদ সদস্য ও অন্যান্য নির্বাচিত ব্যক্তিরা যখন ব্যক্তিগতভাবে সৎ হবেন তখন তার প্রভাব পড়বে পুরো উপজেলার উপর। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব। ফলে দেশে এগিয়ে যাবে।

দেশর সবগুলো পরিবারের প্রধান যখন ব্যক্তিগতভাবে সৎ হবেন তখন তার প্রভাব পড়বে পুরো পরিবারের উপর। এই প্রভাব অবশ্যই ভালো প্রভাব।সেই পরিবারটি হবে সেরা পরিবার। ফলে দেশে এগিয়ে যাবে।

আমাদের অন্যগুণ কম থাকলেও যদি সততার গুণ বেশী থাকে তাহলে তা হবে অনেক চমৎকার একটি ব্যাপার। সবার আগে চাই সততা।

সততাই উৎকৃষ্ট পন্থা। Honesty is the best policy.

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


বর্তমান সমাজে সততা রাষ্ট, সমাজ ও পরিবারের প্রধানের আচরণ, সামজিক পরিবেশের উপর নির্ভর করে। এরশাদের সকাল বিকাল ডিগবাজী দেখেলে যে কোন সুযোগ সন্ধানী ডিগবাজী দেবে।

বেগম জিয়ার লাই স্টাইল দেখলে কেহ সৎ থাকবে না। শেখ হাসিনার রাজনৈতিক চাল দেখলে মানুষ সৎ হওয়ার প্রেরণা হারিয়ে ফেলবে।

২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এখন সৎ মানুষেরা লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকে। সততা এখন একটা দুর্বলতা। কেউ দুর্বল হতে চায় না।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

জনৈক অচম ভুত বলেছেন: ব্যক্তিপর্যায়ে স্বতঃস্ফূর্তভাবে সততার চর্চা দেশকে বদলে দিতে পারে।

২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা এখন একটা দুর্বলতা। কেউ দুর্বল হতে চায় না।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এখন সত্য বিলুপ্তপ্রায়।

২৫ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা পালিয়ে গেছে। সেই যে সুবোধ, যে কিনা রাতের আধারে পারিয়ে বেঁচেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.