নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বাকি চাহিয়া লজ্জা দিবেন না।

২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০



যখন প্রথম পড়তে শিখেছি তখন যেখানেই কোন লেখা পেতাম পড়ার চেষ্টা করতাম। সেই সময় দোকানে কোন কিছু কিনতে গেলে সেই দোকানের লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তাম। সচরাচর দোকানে যে তিনটি বাক্য বেশী লেখা থাকতো তাহলোঃ

১। বাকি চাহিয়া লজ্জা দিবেন না।
২। আজ নগদ কাল বাকি।
৩। নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত।


বাকি চাহিয়া লজ্জা দিবেন না।

অর্থাৎ ক্রেতা যদি কোন কিছু কিনে সাথে সাথে দাম না দিয়ে পরে দেবার কথা বলে চলে আসতে চায় তাহলে দোকানী খুব লজ্জা পাবে।

এই লজ্জা কিন্তু দোকানদারের পাওয়া উচিত না। পাওয়া উচিত যে বাকিতে কিনবে তার। এখানে দোষটা ক্রেতার। তার যদি নগদ টাকা সাথে না থাকে তাহলে তার দোকানে যাওয়াই উচিত হয়নি। আপনি যদি ১০০ টাকার জিনিস কিনতে দোকানে যান অবশ্যই পকেটে করে নগ ১০০ টাকা নিয়ে যাবেন। এটাই ভদ্রতা। বাকিতে কিনে আনবেন। পরে সময় মতো দোকানীকে টাকা পরিশোধ করবেন না। এমন কি পরের বার আরো ১০০ টাকার জিনিস বাকিতে কিনে মোট পাওনা ২০০ টাকা করে ছাড়বেন। এর ফলে যেট হবে তা হলো আপনার সম্পর্কে দোকানীর ধারনা বদলে যাবে। আপনাকে সে মোটেই ভালো লোক মনে করবে না।

আজ নগদ কাল বাকি।

এর মাধ্যমে দোকানদার বুঝাতে চাইছেন যে তিনি বাকি দিতে রাজি আছেন । তবে আজ নগদে কিনুন, কাল না হয় বাকিতে কিনবেন। ক্রেতা পরের দিন বাকিতে কিনতে এসে আবার পড়বেঃ আজ নগদ কাল বাকি। ফলে তার আর বাকিতে কেনা হবে না। দোকানদারের এই কৌশল বেশীর ভাগ ক্ষেত্রেই কাজে লাগে না। কেননা, বাকি চাহিলে দোকানী লজ্জা পেলেও অনেক ক্রেতাই বাকিতে কিনিয়া লজ্জা পায় না। অনেক ক্ষেতেই বাকিতে কেনাটাকে তার ক্রেডিট মনে করে থাকে।

নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত।

নগদে জিনিসপত্র বিক্রি করতে পারলে দোকানীর ব্যবসা সচল থাকে। লাভের পরিমাণ ভালো হয়। ফলে দোকানী খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। আর বাকি দিলে আর সমূহ সর্বনাশ হয়। ফলে তার দোকানে লাল বাতি জ্বলে। অথচ অনেক ক্রেতাই এটা বুঝতে চান না।

বিঃদ্রঃ বাকিতে কেনা বেচার নিয়মটা বোধ হয় বাংলাদেশেই আছে। পৃথিবীর আর কোন দেশে আছে বলে আমার জানা নাই। থাকলে কেউ জানান না, প্লিজ। এ ব্যাপারে বিদেশের প্রবাদগুলোও জানা দরকার।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

শামচুল হক বলেছেন: বাকীতে ব্যবসা করে অনেকেই দেউলিয়া হয়েছে যে কারণে এইসব লেখা লিখতে অনেকে বাধ্য হয়। ধন্যবাদ বিষয়টি তুলে ধরার জন্য।

২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চির বাকির খাতা নমে দোকানীদের একটি খাতা থাকে। সেই বাকির টাকা আর জীবনেও উঠে না। যারা চিরবাকির খাতায় বাকি নিয়ে হিসাব রাখতে বলেন তারা হলেন- এলাকার উঠতি মাস্তান, এলাকার বড় ভাই, নেতাগোছের কেউ প্রমুখ। তারা ৩ টা সিগারেট নিয়ে বলে- অই, চিরবাকির বাকির খাতায় লেইখা রাখ। টাকা পাবি।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

বিদেশে কামলা খাটি বলেছেন: আমি কখনোই বাকিতে কিনি না। টাকা থাকলে কিনি। না থাকলে কিনি না। বাকিকে না বলি।

২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বুঝাই যায়, আপনি এক জন ভদ্র লোক। সবাই তো আর আপনার মতো ভদ্রলোক নন। তাই বাকির কৌশল নিয়ে অনেকেই চিরবাকির খাতায় নাম লেখায়।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল । আমার মতে দোকানীর লেখা উচিত ছিল । বাকি চাহিয়া লজ্জা নিবেন না বা পাবেন না। তাহলে
হয়ত ক্রেতা বাকি চাহিবার আগে কিছু ভাবত। :)

২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। আমি যদি ভবিষ্যতে কোন দিন সরকারের " দোকানদার বিষয়ক মন্ত্রী" হই তাহলে এই ব্যাপারে সব দোকানদারকে ব্যবস্থা নিতে সার্কুলার জারি করবো।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠাঠা মফিজের থিউরিটা ভালো,
বাকী চাহিয়া লজ্জা পাবেন না,
কারন বাকী চহিলে দোকানী বাকীতে মাল দিবেন না
ফলে ক্রেতা লজ্জা পাবেন। তবে আমাদের ক্রেতাদের
চামড়া একটু মোটা এত সহজে লজ্জা পাবে বলে মনে হয়না।

২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠ্যঠা মফিজ সাহেব আমজনতা প্রতিনিধিত্ব করেন। উনি জনতার মনের কথা বুঝেন।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

আমপাবলিক বলেছেন: আমপাবলিকের দোকানে ন৽াতারা বাকি চাইলে দেতে বাধ৽ নাইলে দোকান শ৽াষ কি করমু কইয়া দ৽ান।

২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারা হলেন- চির বাকির খাতা লোক। তাদের কথা আলাদা।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: বাকি তে আমি কেনাকাটা করি না।
অনেক দেশের বাকিতে কেনা কাটা হয়।

২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি ভালো লোক বলে বাকিতে কেনাকাটা করেন না। তবে কোন কোন দেশে বাকিতে কেনা কাটা হয় জানতে পারলে আমার জ্ঞানের ঝুলিটা আরো ভারি হতে পারতো।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ কত দরিদ্র হলে দোকানে বাকী কিনতে বাধ্য হয়; অর্থনীতির এই দিকটা যদি শেখ হাসিনা বুঝতেন, জাতির জন্য উনি কাঁদতেন।

২৬ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জনাব চাঁদগাজীর এই বক্তব্যের জবাব আমার কাছে নাই।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১

প্রামানিক বলেছেন: বাকির ব্যবসায় অনেকেই ফকির।

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাকির কাম ফাকি । এই নিয়ে আপনি একটি ছড়া লিখলে আমি খুব মজা করে পড়ব। লিখুন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.