নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

৯ মে মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচন হবে।

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০



৯ মে মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচন হবে। মালয়েশিয়ার নির্বাচন কমিশন আজ সোমবার ১০ এপ্রিল ২০১৫ তারিখে ১৪ তম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ০৯ মে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান তান শ্রী মুহামাদ হাশিম আব্দুল্লাহ আজ সরাসরি টিভিতে এই তারিখ ঘোষণা করেন।

নির্বাচন কমিশন চেয়ারম্যান জানান, G14 নামে আলোচিত এই নির্বাচনে মোট ১৪,৯৪০,৬২৭ জন ভোটার ভোট প্রদান করবেন। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিল ১৩,২৬৮,০০২ জন। নির্বাচনে মোট ২৫৯,৩৯১ জন নির্বাচন কর্মী দায়িত্ব পালন করবেন। মোট ভোট কেন্ত্র থাকবে ৮,৮৯৮ টি।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, পূর্ব মালয়েশিয়ার অন্যতম প্রদেশ সারাওয়াকের ৮২ টি আসনে নির্বাচন কবে না। সেখানে ২০১৬ সালের ৭ই মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোটের (Barisan Nasional (National Front)) প্রধানমন্ত্রী প্রার্থী হচ্চেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। অন্য দিকে বিরোধী জোটের (Pakatan Harapan (Alliance of Hope))প্রধানমন্ত্রী প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মুহামাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তথ্য শেয়ারের জন্য ধন্যবাদ। এ থেকে আমাদের শিক্ষণীয় কি কিছু আছে?

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না। শিক্ষণীয় তেমন কিছু নেই। এরা নির্বাচন পাগল জাতি না। ভোট হবে ভোটের মতো। যার খুশী ভোট দেবে। হাউ কাউ নেই। পোস্টার নেই। মাইকের চিৎকার নেই।

২| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


মাহাথিরের কি অবস্হা?

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চালিয়ে যাচ্ছেন। তবে বয়স তাকে সাপোর্ট করবে না। এখন তার বয়স ৯৩। এই বয়সে প্রধানমন্ত্রী হতে পারা বিরল। তবে কেউ কেউ বলেন- ৯ মে একটা চমক দেখবে বিশ্ব।

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


জনসংখ্যার মাঝে চাইনীজদের অনুপাত কেমন? ব্যবসা বাণিজ্য কাদের হাতে বেশী?

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতিগতভাবে মালয়েশিয়ার জন্যসংখ্যার প্রায়ঃ
৫০.১% মালে
২২.৬% চায়নিজ
১১.৮ % স্থানীয় আদিবাসী
৬.৭% ভারতীয়( তামিল)
৮.৮% অন্যান্য।

তবে ব্যবসা বাণ্যিজ্য মূলত চায়নিজদের হাতে। অলস জাতি মালয়রা কেবল ঘুমাতে জানে। অসল শব্দটিকে মালে ভাষায় "মালাস" বলে। জাতিগত মালেদের মাঝে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশী। আমার মনে হয় এরা ভোট বাড়িয়ে সব সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.