নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার টাকা পয়সা।

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৬

আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কাজের জন্য মালয়েশিয়া যায়। আর যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা বেড়াতে আর শপিং করতে মালয়েশিয়াতে যায়। কেউ কেউ আবার অন্য কোন প্রয়োজনে যায়। তবে বাংলাদেশের অনেক মানুষের গন্তব্য এখন মালয়েশিয়া।
খেটে খাওয়া মানুষ শ্রম বিক্রি করতে যায় মালয়েশিয়া। তাদের স্বপ্ন থাকে কষ্ট করে হলেও কিছু টাকা সঞ্চয় করে দেশে ফিরে আসা।

মালয়েশিয়ার টাকাকে বলে রিঙ্গিত (Ringgit)। আর পয়সাকে বলে সেন (Sen)।

মালয়েশিয়াতে ব্যাংক নোট চালু হয় ১৯৬৭ সালে। প্রথম সিরিজ নামে পরিচিত সেই সময় ১,৫,১০, ৫০, ১০০ ও ১০০০ রিঙ্গিতের নোট চালু হয়।

দ্বিতীয় সিরিজ চালু হয় ১৯৮২ সালে। এই সিরিজের নোটগুলো ১,৫,১০,২০,৫০, ১০০, ৫০০ ও ১০০০ রিঙ্গিতের। বর্তমানে চালুকৃত নোটগুলো চতুর্থ সিরিজের। ২০১২ সালে চতুর্থ সিরিজ চালু হয়। আজ অবধি তা চালু আছে।

( ১৯৬৭ সালে চালুকৃত এক রিঙ্গিতের নোট)

( ১৯৬৭ সালে চালুকৃত ১০০ রিঙ্গিতের নোট)

(২০১২ সালে চালুকৃত ১ রিঙ্গিতের নোট)

(২০১২ সালে চালুকৃত ৫ রিঙ্গিতের নোট)

(২০১২ সালে চালুকৃত ১০ রিঙ্গিতের নোট)

(২০১২ সালে চালুকৃত ২০ রিঙ্গিতের নোট)

(২০১২ সালে চালুকৃত ৫০ রিঙ্গিতের নোট)

(২০১২ সালে চালুকৃত ১০০ রিঙ্গিতের নোট)

২০১২ সালে চালুকৃত নোটগুলোই এখন বাজারে বেশী দেখা যায়। আগের নোটগুলো তেমন একটা চোখে পড়ে না।

বৃটিশ আমলে মালয়েশিয়ার মুদ্রাকে ডলার বলা হত। তখন বাজারে ১০০ ডলারের নোট থাকলেও এখন সর্বোচ্চ ১০০ রিঙ্গিতের নোট চালু আছে। রিঙ্গিতকে প্রকাশ করা হয় RM প্রতীক দিয়ে।প্রতীকটি ১৯৯৩ সালে গৃহীত হয়। মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়া ছাড়াও মালয়েশিয়ার সীমান্তবর্তী ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ব্যবহৃত হয়।

বিনিময় হারঃ
আজ ২৯ এপ্রিল ২০১৮ তারিখের বিনিময় হার

১ ডলার = ৩.৯১৯৭৪ রিঙ্গিত
১ রিঙ্গিত = ২১.৫৯ টাকা

মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নামঃ ব্যাংক নেগারা মালয়েশিয়া (Bank Negara Malaysia)। ২৬ জানুয়ারি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাজারে চালু নোটগুলো ২০১২ সালে প্রবর্তিত হয়।

ব্যাংক নোটসমুহঃ RM1, RM5, RM10, RM20, RM50, RM100
কয়েনঃ 5, 10, 20, 50 sen

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬

বিদেশে কামলা খাটি বলেছেন: এই রিঙ্গিতের টানেই তো পড়ে আছি। রাস্তা ঝাড়ু দিচ্ছি, ঠা ঠা রোদে বহুতল ভবন বানাচ্ছি, উড়াল সেতু বানাচ্ছি। মাঝে মাঝে মারাও যাচ্ছি।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশের নেতারা আপনাদের কাজের ব্যবস্থা করে না। উপায় কি? বিদেশে কাজ কর্ম করে টাকা পয়সা জমিয়ে দেশে গিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকুন।

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০

ক্স বলেছেন: একবা বলেন ১২, একবার বলেন ১১ - আসলে কোনটি?
৩য় সিরিজের নোট কত সালে চালু হয়?
ছবিটা কার?
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১০ টাকার নোটের কয়টি সিরিজ গেছে?

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ২০১২ সঠিক। তৃতীয় সিরিজ চালু হয় ১৯৯৬ সালে। ছবিটা মালয়েশিয়ার প্রথম রাজা Tuanku Abdul Rahman ibni Tuanku Muhammad এর।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সিরিজ নিয়ে কোন তথ্য পেলাম না। ব্যাংকারগণ যারা বাংলাদেশ ব্যাংকে কাজ করেন তাদের কারো কাছ থেকে জেনে নিতে হবে।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: হাইরে রিংগিত এরজন্য আত্মীয় স্বজন পরিবার ছেড়ে, মাথার ঘাম পায়ে ফেলে আমাদের ভাইয়েরা পড়ে আছে মালয়েশিয়ায়।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই তাই। আপনি সঠিক বলেছেন। এই রিঙ্গিতের জন্য কত হাহাকার, কত কান্না।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: মালোশিয়া কেউ যায় কাজ করতে, কেউ যায় টাকা উড়াতে।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আবার কেউ কেউ দেশের টাকা জমা রাখতেও যায়। মালয়েশিয়াতে বাংলাদেশী টাকাওয়ালারা সেকেন্ড হোম করেছে সেই সংখ্যাটি কিন্তু ৩ হাজারের উপরে। দেশে টাকা রাখার জায়গা নেই। কি করবে।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


নোটে ছবিটি কার?

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছবিটা মালয়েশিয়ার প্রথম রাজা Tuanku Abdul Rahman ibni Tuanku Muhammad এর।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনি কি মালেশিয়াই থাকেন?

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপাতত আছি।

৭| ০১ লা মে, ২০১৮ রাত ৮:০৫

পাকাচুল বলেছেন: ১ রিঙ্গিতে কি কি পাওয়া যায় একটু আইডিয়া দেন। তাহলে তুলনা করতে আরো সহজ হবে।

যেমন এক কেজি আলুর দাম কত? এক কেজি পিয়াজ, এক কেজি চালের দাম কত? তেলের দাম কত?

গাড়িভাড়া কত? বাসা ভাড়া কত?

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আইডিয়া দিতে একটা পোস্ট দেব ভাবছি। সামনের উইকএন্ডে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.