নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আগামী কাল ৯ মে মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচন।

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:১৯

আগামীকাল ৯ মে বুধবার মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচন । সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

G14 নামে আলোচিত এই নির্বাচনে মোট ১৪,৯৪০,৬২৭ জন ভোটার ভোট প্রদান করবেন। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিল ১৩,২৬৮,০০২ জন। নির্বাচনে মোট ২৫৯,৩৯১ জন নির্বাচন কর্মী দায়িত্ব পালন করবেন। মোট ভোট কেন্ত্র থাকবে ৮,৮৯৮ টি।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, পূর্ব মালয়েশিয়ার অন্যতম প্রদেশ সারাওয়াকের ৮২ টি আসনে নির্বাচন কবে না। সেখানে ২০১৬ সালের ৭ই মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোটের (Barisan Nasional (National Front)) প্রধানমন্ত্রী প্রার্থী হচ্চেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। অন্য দিকে বিরোধী জোটের (Pakatan Harapan (Alliance of Hope))প্রধানমন্ত্রী প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মুহামাদ।

৯২ বছর বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির নির্বাচনের আসায় এবারের নির্বাচন ২০১৩ সালের নির্বাচনের চেয়ে জমে উঠেছে। প্রচার-প্রচারণাও আগের বারের চেয়ে বেশী।

অন্যান্য সকলের মতো প্রবাসী বাংলাদেশীরাও অপেক্ষায় আছেন কে ক্ষমতায় আসেন তা দেখার অপেক্ষায়। মাহাথির কি পারবেন চমক দেখাতে? নাকি আগের মতোই নাজিব থাকবেন।

প্রধান দল ও জোটঃ
১। Barisan Nasional(UMNO)- এই জোটের নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী হলেন-নাজিব তুন রাজাক।
২০১৩ সালের নির্বাচনে এই জোট মোট ৪৭.৩৮% ভোট ও ১৩৩ টি আসন পেয়ে সরকার গঠন করে।
তবে বর্তমানে তাদের মোট আসন ১২৯ টি।

ক্ষমতাসীন জোটের প্রধানমন্ত্রী প্রার্থী

ক্ষমতাসীন জোটের নির্বাচনী প্রতীক


২। Pakatan Harapan(PPBM)- এই জোটের নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী হলেন – ডাঃ মাহাথির বিন মুহামাদ
২০১৩ সালের নির্বাচনে এই জোট ৩৭.১% ভোট ও ৬৮ টি সিট লাভ করে। তবে বর্তমানে তাদের মোট আসন
৭২ টি।
প্রধান বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির বিন মুহামাদ


প্রধান বিরোধী জোটের নির্বাচনী প্রতীক


৩। Gagasan Sejahtera(PAS)- ধর্ম ভিত্তিক এই জোটের নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী হলেন - Abdul Hadi Awang
২০১৩ সালের নির্বাচনে এই জোট ১৪.৭৮% ভোট ও ২১ টি আসন লাভ করে। তবে বর্তমানে তাদের মোট আসন ১৩টি।
ধর্ম ভিত্তিক জোটের নেতা আব্দুল হাদি আবাম

ধর্ম ভিত্তিক জোটের নির্বাচনী প্রতীক।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৮

জাতির বোঝা বলেছেন: কে যে এবার জিতবে বুঝা কঠিন। তবে ফাটা ফাটি নির্বাচন হবে মনে হয়।

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলেই ফাটাফাটি নির্বাচন হবে। তবে মাহাথির সাহেব জিতেও জেতে পারেন। আমার তাই মনে হয়। জোটে হুজুর সাহেবকে নিতে পারলে জিতা সহজ হয়ে যেতে পারত।

২| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: মাহাথির মোহাম্মদের বাধভাঙ্গা জনপ্রিয়তা যদি ভোটে পরিণত হয়, তাহলে নাজিবের বার্সিয়ান ন্যাশনাল জোটের জন্য উদ্বেগের কারণ হবে, তাতে কোনো সন্দেহ নেই। মালয়েশীয়দের কাছে মাহাথিরকে অযোগ্য প্রমাণ করার মতো অস্ত্র নাজিবের হাতে নেই বলে আমি মনে করি। ভোট যুদ্ধে নাজিবের প্রধান অর্জন তার সময়কার বিভিন্ন সঙ্কট দক্ষতার সঙ্গে মোকাবিলা করার কৃতিত্ব।'

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যাই হোক, আগের সব নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন যে ব্যতিক্রম তা বলাই বাহুল্য। তবে জয়ের ব্যাপারে বলা কঠিন।

৩| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১

শাহারিয়ার ইমন বলেছেন: দেখা যাক কি হয় ,নির্বাচন তাহলে বেশ জমজমাট হচ্ছে

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হ্যাঁ, ভাইয়া। নির্বাচন বেশ জমজমাট। আগের বারের চেয়ে অনেক জমজমাট।

৪| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:

আপনি কি ওখানকার অবস্হা অনুসরণ করছেন? মাহাথিরের অবস্হা সকি রকম?

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি সব সময় খবর রাখার চেষ্টা করছি। সাবেক প্রধানমন্ত্রীর মাঠ কিন্তু খারাপ নয়। জেতার সম্ভাবনা যে নেই সেটা বলা যাবে না। নাগরিকরা তাকে ও তার শাসন আমলের সব কিছু মনে রেখেছেন। চমক একটা আসতেই পারে কালকের ভোটে।

৫| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

হাঙ্গামা বলেছেন: মাহাথির ফেল মারবে।
শেষ বয়সে আইসা ফেল কইরা কবরে যাইবো আরকি !!

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জনগণের রায় মেনে নেয়াটাই গণতন্ত্র। আমার মনে হয় উনি সেটা ভালোই জানেন।

৬| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:২০

কাওসার চৌধুরী বলেছেন: মালয়েশিয়ার নির্বাচন নিয়ে অনেক কিছু জানলাম। বিশেষ করে মাহাথিরের ফিরে আসাটা একটা চমক।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই একটা চমক। তবে ভোট গ্রহণ শেষ। এখন ফলাফল দেখার পালা।

৭| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: মাহাথির কি জয়ী হতে পারবে?

০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি নিজের আসনে তো অবশ্যই জয়ী হবেন। কিন্তু সরকার গঠন করতে গেলে ২২২ আসনের পার্লাামেন্টে ১১২ আসন লাভ করতে হবে। সেটাই আসল কথা।

৮| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তিনি নিজের আসনে তো অবশ্যই জয়ী হবেন। কিন্তু সরকার গঠন করতে গেলে ২২২ আসনের পার্লাামেন্টে ১১২ আসন লাভ করতে হবে। সেটাই আসল কথা।

ওদের নির্বাচনে কি মারামারি হয়? কেন্দ্র দখল হয়?

০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: না রে ভাই। এরা রাজনীতি নিয়ে আমাদের মতো পাগল না। কারো ঠেকা পড়েনি মারামারি করবে। কোন মিছিলই হয় না। টুকটাক জনসভা হয়েছে আনাচে কানাচে। রাজপথ দখল করে নয়।

তবে আজ আমরা প্রবাসী বাংলাদেশীরা বিশেষ একটা বাইরে বের হইনি। বিগত ২০১৩ সালের নির্বাচনে একটা অভিযোগ ছিল বাংলাদেশীরা জাল ভোট দিয়েছে। যেটা ছিল একটা বাজে অভিযোগ। সেই কারণে এবার প্রবাসী বাংলাদেশীরা অনেক সচেতন।

তবে আজ ভোট দিতে গিয়ে কয়েক জন বয়স্ক ব্যক্তি মারা গেছেন বলে খবর প্রকাশিত হয়েচে। তবে এটা ছিল স্বাভাবিক মৃত্যু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.