নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে মাহাথির বিজয়ী

১০ ই মে, ২০১৮ ভোর ৪:৫৬



ভোট দেয়ার সময় আঙ্গুলে কালির ছাপ


এক জন নেতা জনতার হৃদয়ের কতটা গভীরে স্থান নিতে পারেন তার প্রমাণ পাওয়া গেল মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের। গতকাল ৯ মে বুধবার অনুষ্ঠিত মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। বিপুল ভোটে জয় লাভ করে আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির

এ নির্বাচনে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোটের (Barisan Nasional (National Front)) প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। অন্য দিকে বিরোধী জোটের (Pakatan Harapan (Alliance of Hope) প্রধানমন্ত্রী প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মুহামাদ।

শেষ রাতে পুত্র জায়াতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান (Tan Sri Mohd Hashim Abdullah)তান শ্রী মুহাঃ হাশিম আব্দুল্লাহ ফলাফল ঘোষণা করেন। আজই সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসা‌বে তার শপথ গ্রহ‌ণের কথা র‌য়ে‌ছে। সবাই নতুন প্রধানমন্ত্রী‌কে নতুন ক‌রে অ‌ভিনন্দন জানা‌নোর অ‌পেক্ষায় আ‌ছেন।

ডাঃ মাহাথিরের জোট Pakatan Harapan(PPBM) জোটের প্রাপ্ত মোট আসন ১১৩ আসন, বিদায়ী প্রধানমন্ত্রী নাজিবের জোট Barisan Nasional(UMNO) পেয়েছে ৭৯ টি আসন, Gagasan Sejahtera(PAS) নামক ধর্ম ভিত্তিক জোট ১৮ টি ও অন্যান্যরা পেয়েছে ১২ টি আসন। পার্লামেন্টে মোট আসন ২২২ টি। সরকার গঠনের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা ১১২টি আসন ও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮ টি আসন প্রয়োজন।

মাহাথিরের নিজ নির্বাচনী এলাকা লাঙ্কাবীতে তিনি প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ করেছেন।
এই আসনের ফলাফলঃ

মাহাথির মুহামাদ ( PKR জোট) – ১৩,৬৫৮
নওয়াবী আহমাদ (BN জোট)- ৬,৫৮৭
জুবির আহমাদ (PAS জোট)- ৩,২৫৬

নির্বাচনের ফলাফল ঘোষণার রাতেই মাহাথিরের সম্মতিক্রমে বৃহস্পতি ও শুক্র এই ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন মূখ্য সচিব।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ ভোর ৫:১২

শহীদ আম্মার বলেছেন: এমন একজন লিডার আমাদের খুব প্রয়োজন।

১০ ই মে, ২০১৮ দুপুর ১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দরকার। কিন্তু কে হবেন আমাদের মাহাথির?

২| ১০ ই মে, ২০১৮ ভোর ৫:৫১

জাতির বোঝা বলেছেন: এক জন আদর্শ নেতা। এই বয়সেও তিনি দেশকে নিয়ে লড়াই করলেন। আবার দেশ গড়ার কাছে ঝাপিয়ে পড়বেন।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা আর দেশ প্রে‌মের জন্য মানুষ তা‌কে ম‌নে রে‌খে‌ছে। নির্বাচ‌নে সেটা প্রমা‌ণিত হ‌য়ে‌ছে। আজই সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসা‌বে তার শপথ গ্রহ‌ণের কথা র‌য়ে‌ছে। সবাই নতুন প্রধানমন্ত্রী‌কে নতুন ক‌রে অ‌ভিনন্দন জানা‌নোর অ‌পেক্ষায় আ‌ছেন।

৩| ১০ ই মে, ২০১৮ ভোর ৬:২৩

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: মালয়েশিয়ার ইতিহাসের সাক্ষি হয়ে রইলাম।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা স বাই

৪| ১০ ই মে, ২০১৮ ভোর ৬:৪০

মাকামে মাহমুদ বলেছেন: আলহামদুলিল্লাহ

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা আর দেশ প্রে‌মের জন্য মানুষ তা‌কে ম‌নে রে‌খে‌ছে। নির্বাচ‌নে সেটা প্রমা‌ণিত হ‌য়ে‌ছে। আজই সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসা‌বে তার শপথ গ্রহ‌ণের কথা র‌য়ে‌ছে। সবাই নতুন প্রধানমন্ত্রী‌কে নতুন ক‌রে অ‌ভিনন্দন জানা‌নোর অ‌পেক্ষায় আ‌ছেন।

৫| ১০ ই মে, ২০১৮ ভোর ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


এতে, মালয়েশিয়ায় অবস্হিত বাংগালীদের ভালো হলো, নাকি খারাপ হলো?

১০ ই মে, ২০১৮ সকাল ৭:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার প্র‌শ্নের উত্তর খুব ক‌ঠিন। বাংলা‌দেশী শ্র‌মিকরা মূলতঃ দূনী‌তির শিকার। মাহা‌থির ক‌ঠিন হা‌তে দুনী‌তি দমন কর‌লে শ্র‌মিক‌দের জন্য ভা‌লোও হ‌তে পা‌রে। বাংলা‌দে‌শের শ্র‌মিক ছাড়া ক‌ঠিন কাজগু‌লো করার কেউ নেই। এটা তি‌নিও সম্ভবতঃ জা‌নেন।

৬| ১০ ই মে, ২০১৮ সকাল ৭:০৮

সনেট কবি বলেছেন: এটা হলো গ্রেট লিডারের যথাযথ প্রাপ্য।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মহান নেতা‌কে মানুষ কখ‌নো ভু‌লে না। মাহা‌থির আদর্শ নেতা।

৭| ১০ ই মে, ২০১৮ সকাল ৮:০৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: নোংরা রাজনীতির চর্চা নাই বলেই তিনি আবার নির্বাচিত হয়েছেন। তাকেই আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয়।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা আর দেশ প্রে‌মের জন্য মানুষ তা‌কে ম‌নে রে‌খে‌ছে। নির্বাচ‌নে সেটা প্রমা‌ণিত হ‌য়ে‌ছে। আজই সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসা‌বে তার শপথ গ্রহ‌ণের কথা র‌য়ে‌ছে। সবাই নতুন প্রধানমন্ত্রী‌কে নতুন ক‌রে অ‌ভিনন্দন জানা‌নোর অ‌পেক্ষায় আ‌ছেন।

৮| ১০ ই মে, ২০১৮ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো হাড়ের ভেলকি :)

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা, নিষ্ঠা আর দেশ প্রেমের ভেল্কি। তার মতো সৎ আর দেশ প্রেমিক নেতা বিরল।

৯| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:১৮

কাওসার চৌধুরী বলেছেন: কনগ্রেচুলেশন, মাহাথির মোহাম্মদ।

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাকে সবাই প্রধানমন্ত্রী হিসাবে অভিনন্দন জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পৃথিবীর সব নেতা, সব প্রধানমন্ত্র। সব রাষ্ট্রপতিগণ।

১০| ১০ ই মে, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
আসলে যোগ্য লোকেরা সব সময়ই টিকে থাকে।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌তি‌নি এক জন আদর্শ নেতা। সততা আর দেশ প্রেম তার হৃদয় জু‌ড়ে। জনতার ম‌নে গহী‌নে তার জন্য জায়গা র‌য়ে‌ছে।

১১| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:০৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: মহানায়কের পরাজয় সম্ভব নয়।

১০ ই মে, ২০১৮ বিকাল ৪:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তি‌নি পরা‌জিত হ‌লে অ‌নে‌ক মানুষ কষ্ট পেত। সারা জীবন সততা‌কে ধারণ ক‌রে‌ছেন। পরাজয় তা‌কে মানায় না।

১২| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৪৪

ব্লু হোয়েল বলেছেন: একজন মহাথির। একজন রাষ্ট্রনায়ক । একজন সফল রূপকার । অভিনন্দন মহাথির ।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা আর দেশ প্রে‌মের জন্য মানুষ তা‌কে ম‌নে রে‌খে‌ছে। নির্বাচ‌নে সেটা প্রমা‌ণিত হ‌য়ে‌ছে। আজই সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসা‌বে তার শপথ গ্রহ‌ণের কথা র‌য়ে‌ছে। সবাই নতুন প্রধানমন্ত্রী‌কে নতুন ক‌রে অ‌ভিনন্দন জানা‌নোর অ‌পেক্ষায় আ‌ছেন।

১৩| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:১৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নাজীব রাজাক কিন্তু খুব চেষ্টা করেছে মাহাথির ঠেকাতে।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নির্বাচ‌নের মাঠ কা‌রো জন্যই সহজ থা‌কে না। এ‌মাঠের লড়াই ক‌ঠিনই হয়।

১৪| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:০২

শাহারিয়ার ইমন বলেছেন: জয় তার প্রাপ্য ,তবে বেশিদিন নাকি ক্ষমতায় থাকবেন না ।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জো‌টের সা‌থে সম‌ঝোতা আ‌ছে। সম্ভবত তি‌নি দুই বছর পর ক্ষমতা ছে‌ড়ে দি‌বেন।

১৫| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: একজন ব্যক্তি দলে চেয়ে বড় হয়ে ওঠতে পারেন। মাহাথির দেশের জন্য আবারো রাজনীতিতে নামলেন। দেশপ্রেমিক নেতা।তাকে স্বাগত জানাই।

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা, ন্যায় নিষ্ঠা, আর দেশপ্রেম তার মতো আর কয় জনের আছে। তাই তো তিনি মহান নেতাদের কাতারে স্থান করে নিয়েছে অনেক আগেই। বিবেকের টানে আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব কাধে তুলে নিতে যাচ্ছেন।

১৬| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমাদের এমন একজন নেতা প্রয়োজন।

১০ ই মে, ২০১৮ বিকাল ৩:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শপথ নেয়ার জন্য মাহাথির এখন রাজ প্রাসাদে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই শপথ হবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.