নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাল‌য়ে‌শিয়ায় সা‌বেক প্রধানমন্ত্রী না‌জিব দল ও জোট চেয়ারম্যান পদ ত্যাগ ক‌রে‌ছেন

১৩ ই মে, ২০১৮ সকাল ৭:১৪

মাল‌য়ে‌শিয়ার সা‌বেক প্রধামন্ত্রী না‌জিব রাজাক নির্বাচ‌নে পরাজ‌য়ের দায় ভার নি‌য়ে দল ও জোট থে‌কে পদত্যাগ ক‌রে‌ছেন। ৯ মের নির্বাচ‌নে তার দল ও জোট পরা‌জিত হয়। দল‌টি প্রায় ৬০ বছর ধ‌রে ক্ষমতায় ছিল । এই নির্বাচ‌নের ফল‌কে বি‌শ্লেষকরা মাহা‌থির সুনা‌মি ব‌লে উ‌ল্লেখ কর‌ছেন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ সকাল ৭:৫৫

সনেট কবি বলেছেন: এরাই প্রকৃত রাজনীতিবীদ।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজনী‌তির শর্তই ভদ্রতা। শি‌ক্ষিত ও ভদ্র‌লোক ছাড়া গণতন্ত্র হয় না।

২| ১৩ ই মে, ২০১৮ সকাল ৮:৩৫

কাওসার চৌধুরী বলেছেন: পরাজয় স্বীকার করে নিজে ব্যর্থতার দায়ভার বহন করে পদত্যাগ করাই হচ্ছে গণতন্ত্র।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স‌ত্যিই তো তাই। আমা‌দের দে‌শেও এমন‌টি হওয়া উ‌চিত। সব মানুষ ভদ্র ও শি‌ক্ষিত হোক

৩| ১৩ ই মে, ২০১৮ সকাল ৮:৩৭

ফারগুসন বলেছেন: আ'লীগ, বিএনপি, জাপা, জামাত- এদের কি কিছুই শেখার নেই! উভয়েইতো ন্যাড়াদের দেশ।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শেখার কোন বয়স নেই। স্থান কাল পাত্র নেই।

৪| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good

৫| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৫১

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, নাজিব রাজাক ও তাঁর স্ত্রী রোসমাহ মানসুরকে দেশত্যাগে কালো তালিকাভুক্ত করা হয়েছে।দেশত্যাগে নিষেধাজ্ঞা আসার পর এক টুইট বার্তায় নাজিব বলেন, আমি জানতে পেরেছি আমি ও আমার পরিবারকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশের বাইরে যেতে অনুমতি দেবে না। আমি এ নির্দেশনাকে সম্মান জানাই। পরিবারসহ আমি দেশেই অবস্থান করবো।টুইটারে নাজিব আরো বলেন, চার দশক ধরে রাজনীতি করা এবং সাম্প্রতিক নির্বাচনী প্রচার শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে আমি স্বল্প সময়ের বিরতি নিতে চাই।

১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধর্মের কল বাতাসে নড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.