নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমার ক্ষুদ্র ছবি ব্লগ।

২৭ শে মে, ২০১৮ সকাল ৭:২৮

স্নাতক শ্রেণীতে পড়ার সময় আমাদের একটা টপিক পড়ানো হয়েছিল। বিষযঃ পোস্টার। পোস্টার কাকে বলে? উপকারিতা, তৈরীর উপায় এই সব হাবিজাবি।
পাস করে বের হওয়ার আগে ও বের হবার পরে দেখলাম- বাংলাদেশ পোস্টারের দেশ। এতো বেশী পোস্টার পৃথিবীর কোন দেশে তৈরী হয় না। এখানে পোস্টার প্রকাশ করতে কোন সরকারী কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় না। তাই যার যেমন খুশী পোস্টার ছাপিয়ে আর লাগিয়ে শহর, বন্দর, উপজেলা, ইউনিয়নের সব দেয়াল ভরে ফেলে।
পোস্টার একটি শিল্প। আজ এই শিল্প নিয়ে আমার ক্ষুদ্র ছবি ব্লগ।

১। ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি অনুসরনীয় পোস্টার।


২। আগামী দিনের দেশ নেতাদের পোস্টার।


৩। অশেষ নেকী হাসিলের পোস্টার

৪। পর্যটন শিল্প বিকাশে সহায়ক।

৫। পরিবেশ সহায়ক/বান্ধব

৬। স্বাস্থ্য সচেতনতা

৭। ব্যাচেল সংবাদ

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ সকাল ৮:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ছবি গুলো যদি আপনার তোলা না হয় তাহলে ফটো সোর্স উল্লেখ করে দিলে ভালো হয়।
আপনার হলে বলব অসাধারণ সব ফটো কালেকশন। বর্তমানের সমাজকে প্রতিনিধিত্ব করতে এর বেশি কিছু লাগেনা।

ব্লগে আমি নতুন। আমার ব্লগটা ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৭ শে মে, ২০১৮ সকাল ৮:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছ‌বিগু‌লো কোনটা ই আমার তোলা নয়। কে তু‌লে‌ছে তারও কোন হ‌দিস পাই‌নি। ত‌বে ছ‌বি গু‌লো যি‌নি বা যারা তু‌লে‌ছেন তা‌দের কা‌ছে আ‌মি কৃতজ্ঞ। ভা‌লো থাকুন। জীবন হোক অ‌নিন্দ্য সুন্দর।

২| ২৭ শে মে, ২০১৮ সকাল ৮:২৩

কাইকর বলেছেন: ভাল লাগলো।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে ধন্যবাদ, নবীন লেখক। আপনার লেখার উন্নতি কামনা করছি।

৩| ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:০৭

সাদা মনের মানুষ বলেছেন: সকাল বেলা মনটা ফুরফুরা হইয়া গেল ভাই :-B

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার একটা পোস্ট ( ছবি অব বানিশান্তা) দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আহা , মানুষের জীবন।

৪| ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:১৪

সাজসাজু বলেছেন: ভালো হইছে

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভলো হলে কি আর করা। একটাও আমার বানানো নয়। হাতে পেলাম। ভাবলাম, সবাইকে নিয়ে মজাটা উপভোগ করি।

৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: বিনোদন।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ঐ ইফতারের রেস্টুরেন্টের মহিলার উপর আমার খুব রাগ হয়েছে। কি দায়িত্বজ্ঞানহীন মহিলা।

৬| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বিষয়।

ধন্যবাদ।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আশা করি আপনি খুব ভালো আছেন। ভালো থাকুন সব সময়।

৭| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪০

অচেনা হৃদি বলেছেন: রোম ভাড়া দেয়া হবে ।- এই রোম কি ইতালির রাজধানী রোম ? :P

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Rome was not built in a day. তারপরও মানুষ একটা দেশের রাজধানী তাদের অনুমতি ছাড়াই ভাড়া দিয়ে দিতে চায় । আফসোস!

৮| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪১

অনুতপ্ত হৃদয় বলেছেন: চমৎকৃত হলাম, একটু বিনোদন ও পেলাম ……
ব্লগে নতুন আমার ব্লগ আমন্ত্রণ রইল

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুশি হলাম। আপনার ব্লগে এখনই যেতে হচ্ছে।

৯| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫

শিমুল_মাহমুদ বলেছেন: হা হা হা, মজার মজার পোষ্টার, সুন্দর পোষ্ট লাইক দিলাম।

আমি নতুন আপনাকে আমার ব্লগে নিমন্ত্রণ।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই পো‌স্টে আমার কোন কৃ‌তিত্ব নেই। তারপরও আপনার সুন্দর মন্ত‌ব্যে আ‌মি উ‌দ্বে‌লিত।

১০| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ । আপনার সুন্দর মন্ত‌ব্যে আ‌মি উ‌দ্বে‌লিত।

১১| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০০

ন্যায়দন্ড বলেছেন: ওরকম বহু পাওয়া যায়, দেখা যায় চলতি পথে।
এটা নিয়ে বড় কিছু ভাববার নেই।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য প্রাতঃসম্মরণীয়।

১২| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০৪

কথার ফুলঝুরি! বলেছেন: খুবই মজা পেলাম ভাইয়া। ১, ৫ আর ৭ নং টা বেশী মজার :P

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ভা‌লো লে‌গে‌ছে জে‌নে খুব খুশী হলাম।

১৩| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:


জাতির জীবনযাত্রের মানের সাথে পোষ্টারগুলোর মিল আছে

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আমরা ধী‌রে ধী‌রে উন্ন‌তির দি‌কে ধা‌বিত হ‌চ্ছি। এগু‌লো তারই নমুনা মাত্র।

১৪| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৪৫

সাইন বোর্ড বলেছেন: একটা দেখলাম হাতে লেখা অন্য অারেকটি দেয়াল লিখন, এ দুটোকে কি পোস্টার বলা যায় ? তবে অায়োজনটা বেশ ভিন্নধর্মী, ভাল লাগল ।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌পোস্টার এর সঙ্গার সা‌থে মিল আ‌ছে। এগু‌লো পোস্টারই। ত‌বে পোস্টার কাগ‌জে র‌ঙিন ক‌রে ছাপ‌লে বেশী আকর্ষণীয় হ‌তে পা‌রে। আপনা‌কে অ‌নেক অ‌নেক ধন্যবাদ।

১৫| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটি বিষয়ে লেখেছেন। ছবিগুলো সেই রকম। এখন পোস্টার ফেস্টুন পরিচিতির বড় মাধ্যম। ইলেকশন হলে তো কথাই নেই।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর মন্তব্য প্রাতঃসম্মরণীয়।

১৬| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:১৬

ভুয়া মফিজ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই পো‌স্টে আমার কোন কৃ‌তিত্ব নেই। তারপরও আপনি মজা পে‌য়ে‌ছেন দে‌খে ভা‌লো লাগ‌লো। ভা‌লো থাকুন সব সময়।

১৭| ২৯ শে মে, ২০১৮ রাত ১০:০১

সামু পাগলা০০৭ বলেছেন: ভাইয়া, বেশ ব্যাতিক্রমী একটি ছবি ব্লগ দিয়েছেন। মজা লাগল।
লাইক!

২৯ শে মে, ২০১৮ রাত ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুম‌ণি, মনটা ভা‌লো হ‌য়ে গেল। কিন্তু একটা ছ‌বিও আমার তোলা নয়। ছাত্র নেতার পোস্টার‌টি লক্ষ্য ক‌রে‌ছেন, আপু? তার রোল ৮৩। ১, ২, ৩ কিংবা ৪,৫ নয়। তাহ‌লে বুঝুন কারা রাজনী‌তি ক‌রে?ধন্যবাদ, আপুম‌ণি।

১৮| ৩০ শে মে, ২০১৮ রাত ১:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: জানি, তবুও বেছে বেছে ভালো জিনিস শেয়ার করেছেন। আমরা মজাতো পেলাম।

রোল নাম্বার দিয়ে মেধা যাচাই করিনা। এই পৃথিবীতে দুধরণের মানুষ আছে। স্ট্রিট স্মার্ট, এবং স্টাডি স্মার্ট! রাজনীতির জন্যে শিক্ষিত হওয়া ভীষনই জরুরি, তবে একাডেমিক এর পাশাপাশি স্ট্রিট স্মার্ট হওয়া আরো বেশি জরুরি! ভালো মার্ক না থাকলেও সফল রাজনীতিবিদ হওয়া যায়। সমস্যা অন্যখানে। সেটা হলো রাজনীতির জন্যে সবচেয়ে জরুরি হচ্ছে ক্ষমতাপ্রেমিক না হয়ে দেশপ্রেমিক হওয়া। সেই মহৎ গুণটি দেশ ও বিদেশের কম রাজনীতিবিদের মধ্যে দেখা যায়।

আন্তরিক প্রতিমন্তব্যে ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার আপুমণির সাথে কথায় তো আমি পারব না। আপনার কথাই ঠিক। তবে যে নেতার রোল নম্বর ৮৩ তাকে আমি নেতা হিসাবে চাই না।

১৯| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: কী সাংঘাতিক ব্যাপার-সেপার। :P ;)

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার প্রোফাইল ছ‌বিটা আমার ভা‌লো লা‌গে। গোপাল ভা‌ড়ের রাজার মন্ত্রী। পড়ার ও দেখার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.