নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাহা‌থির-মো‌দি সাক্ষাত, শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:১৮

মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী মাহা‌থির‌কে ন‌রেন্দ্র মোদী অ‌ভিনন্দন জানা‌চ্ছেন।

এবার মাহ‌া‌থি‌রের সা‌থে দেখা কর‌তে এ‌লেন ভার‌তের প্রধান মন্ত্রী শ্রী ন‌রেন্দ্র দা‌মোদর দাস মোদী। এর আ‌গে ব্রু‌নেই এর সুলতান ও সিঙ্গাপু‌রের প্রধানমন্ত্রীগণ মাহা‌থির‌কে অ‌ভিনন্দন ও শ‌ু‌ভেচ্ছা জানা‌তে কুয়ালালামপু‌রে আ‌সেন। সেই হিসা‌বে ন‌রেন্দ্র মোদী তৃতীয় সরকার প্রধান হিসা‌বে মাহা‌থির‌কে সামনাসাম‌নি শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানা‌লেন।


[ভিডিওতে দেখুনঃ]


ন‌রেন্দ্র মোদী দেখা কর‌লেন মাহা‌থি‌রের সা‌থে। ভার‌তের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৩১ মে ২০১৮ সকাল সা‌ড়ে এগা‌রোটায় মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহা‌থি‌রের সা‌থে তার অ‌ফি‌সে দেখা ক‌রেন। এসময় মিঃ মোদী নতুন প্রধানমন্ত্রী‌কে অ‌ভিনন্দন জানান


মিঃ মোদী ৯ মে র নির্বাচ‌নে জয়লাভ ক‌রে প্রধানমন্ত্রী হিসা‌বে শপথ মাহা‌থির কে ব্য‌ক্তিগতভা‌বে তার শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানা‌তে আজ কুয়ালালামপু‌রে এক সং‌ক্ষিপ্ত যাত্রা বির‌তি ক‌রেন। দুই প্রধানমন্ত্রীর এটাই প্রথম সাক্ষাত। মিঃ মোদী এর আ‌গে ২০১৫ সা‌লের ২৩ ন‌ভেম্বর মাল‌য়ে‌শিয়া সফর ক‌রেন। মাহা‌থির ছাড়াও মিঃ মোদী মাল‌য়ে‌শিয়ার উপপ্রধানমন্ত্রী ডঃ উয়ান আ‌জিজাহ ও তার স্বামী পাকাতান হারাপান এর ডি ফ্যা‌ক্টো নেতা আ‌নোয়ার ইব্রা‌হি‌মের সা‌থে দেখা কর‌বেন। উ‌ল্লেখ্য, ভারত ও মাল‌য়ে‌শিয়ার সম্পর্ক খুবই সুদৃঢ় ভি‌ত্তির উপর প্র‌তি‌ষ্ঠিত। দ‌ক্ষিণ এ‌শিয়ায় ভারত মাল‌য়ে‌শিয়ার সব চে‌য়ে বড় বা‌ণি‌জ্যিক অংশীদার। ২০১৭ সা‌লে ভার‌তের সা‌থে মাল‌য়ে‌শিয়ার মোট বা‌ণি‌জ্যের প‌রিমাণ ৬১.৪৩ বি‌লিয়ন রি‌ঙ্গিত। মিঃ মোদী বর্তমা‌নে সিঙ্গাপুর ও ই‌ন্দো‌নে‌শিয়া সফর কর‌ছেন


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৯

টারজান০০০০৭ বলেছেন: মাহাথিরের হাত নাপাক হইয়া গেল ! ডেটল সাবান দিয়া ধৌত করা প্রয়োজন !!

৩১ শে মে, ২০১৮ রাত ৯:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানু‌ষের চে‌য়ে বড় কিছু নাই/নহে কিছু ম‌হীয়ান।

২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একে বলে কূটনীতি !!
মোদী ভালো কূটনীতি জানেন।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌মো‌দিজী‌কে আমার খুব প্রজ্ঞাবান এক জন নেতা ম‌নে হয়।

৩| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যাবেন না?

৩১ শে মে, ২০১৮ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মিঃ ওবায়দুল কা‌দের‌কে যে প্রশ্ন করা উ‌চিত সেই প্রশ্ন আমা‌কে কর‌লে উত্তর পা‌বেন কি ক‌রে?

৪| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৩৬

কাওসার চৌধুরী বলেছেন: মোদি দক্ষ কুটনৈতিক। সবার আগে দানটা মারলেন।

৩১ শে মে, ২০১৮ রাত ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, দান মারার ক্ষে‌ত্রে মো‌দিজী তৃতীয় অবস্থা‌নে। উনার প্রজ্ঞা লক্ষণীয়। উনা‌কে আমার খারাপ লা‌গে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.