নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

২৪ ঘন্টায় ৭ মিলিয়ন! মাহাথিরের ডাকে ব্যাপক সাড়া মানুষের

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩১

আত্নপ্রত্যয়ী অর্থমন্ত্রী Lim Guan Eng

রাষ্ট্রীয় ঋণ পরিশোধে অংশগ্রহণে ইচ্ছুক সাধারণ জনগণের জন্য ট্রাস্ট ফান্ড গঠন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ। সদ্য গঠিত এই ফান্ডটির নাম Tabung Harapan Malaysia (THM) নামে গঠিত এই ফান্ডে দেশের যে কোন লোক রাষ্ট্রীয় দেনা থেকে মালয়েশিয়াকে পরিত্রাণ পেতে অর্থ সহায়তা করতে পারবে। মালয় ভাষায়- Tabung Harapan Malaysia এর ইংরেজি হচ্ছে Hope Fund Malaysia

আর প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথিরের ডাকে মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। গতকাল অর্থমন্ত্রী Lim Guan Eng এ বিষয়ে বলেন, জনগণকে আহ্বান জানানোর ২৪ ঘন্টার মধ্যে ফান্ডে জমা পড়েছে ৭ মিলিয়ন রিঙ্গিতের উপর।

তিনি বলেন, পরিমাণ কম বা বেশী হতে পারে কিন্তু জনগণ দেশপ্রেমের টানে এই ফান্ডে অনুদান জমা দিচ্ছে। তিনি আরো বলেন- আজকে মালয়েশিয়াতে যে শিশুটি জন্মগ্রহণ করবে তাকে ৩৩,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত ঋণের বোঝা করতেই হবে।

উল্লেখ্য, বিরাট অংকের রাষ্ট্রীয় ঋণ পরিশোধে সাধারণ জনগণের অংশ গ্রহণের জন্য গঠিত এই ফান্ডে কেবল মাত্র দেশী মুদ্রা রিঙ্গিতেই অনুদান দেয়া যাবে। Tabung Harapan Malaysia (THM) ফান্ডে অনুদান দিতে আগ্রহী নাগরিকগণ May Bank এর হিসাব নম্বর Maybank account number 566010626452 এ তাদের টাকা জমা দিতে পারবেন। মালয়েশিয়ার অর্থমন্ত্রী মিঃ Lim Guan Eng এর ভাষ্যমতে , মালয়েশিয়ার বর্তমান ঋণের পরিমাণ ১ ট্রিলিয়ন রিঙ্গিত। এটা পরিশোধে সরকার জনগণের অংশগ্রহণ চায়।

আপডেটঃThe Finance Ministry announced on Twitter that it had collected RM18,608,926.36 as of 3pm on Friday (June 1).

আজকের মুদ্রা বিনিময় হারঃ ১ রিঙ্গিত = ২১.১৯ টাকা

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার পোস্ট পড়লে কষ্ট লাগে ভাই??:(
ইশ্, আমাদেরও যদি কেউ....

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা সবাই যদি সৎ আর বিবেকবান হই এক দিন আমরা অনেক ভালো জাতি হবো। আমাদের সেই দিন আসবে। অবশ্যই আসবে।

২| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: মাহাথির ভালো মানুষ।
আমাদের দেশের রাজনীতিবিদদের মতো তো নয়।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথির সামনে আরো কঠিনতর হবেন বলে শোনা যাচ্ছে । এখন উনি অনেক কাজ করেন। কয়েকটি মন্ত্রণালয় তাকে সামলাতে হয়। কেননা এখানে পররাষ্ট্রমন্ত্রী সহ অনেক ডেপুটি মন্ত্রীর পদ খালি। এই কাজ প্রধানমন্ত্রীর উপরই বর্তায়।

৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: লেখাটা দুইবার চলে আসছে। একটু এডিট করে নিলে ভালো হত ভাইয়া।

নিজের দেশ বলতে লজ্জা লাগে। বাংলাদেশে যদি এমন একটা ট্রাস্ট ফান্ড গঠন করা হয় তাহলে সাধারণ মানুষের যেমন আগ্রহ নিয়ে ঋণ পরিশোধ করার জন্য অংশগ্রহণ ঠিক তেমনি ভাবে ঐসব অর্থ বিদেশে পাচার করার জন্য ও কিছু মন্ত্রী-এমপি এর পিছনে লেগে থাকবে।

দাদা ব্লগে নতুন। সময় করে একটু আমার এই লেখাটা আমরা রোজা রাখছি না উপোস থাকছি?! পড়বেন

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মোবাইলে ব্লগ পোস্ট করা বিরাট কঠিন কাজ। আমি মোবাইলে ভালো লিখতে পারি না।

৪| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৪১

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ধন্যবাদ ভাইয়া,আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারি।।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাদেরকে জানাতে পেরে ভালো লাগছে। ভালো থাকুন সব সময়।

৫| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:৫৩

আমি তুমি আমরা বলেছেন: মাহাথিরের মত গ্রহনযোগ্যতা এদেশে কেউ পেল না।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তার মতো গুণাবলী অর্জন করতে হবে আগে। তারপর না গ্রহণযোগ্যতার প্রশ্ন আসবে।

৬| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:১১

ঢাবিয়ান বলেছেন: এর নাম ভরসা। জনগন জানে যে তার প্রতিটি টাকা জনগনের স্বার্থেই ব্যবহ্রত হবে।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা আর স্বদেশপ্রেম থাকতে হবে সীমাহীন।

৭| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাহাথিরের মতো একজন অসাধারণ দেশপ্রেমিক স্টেটসম্যান থাকলে সব কিছুই সম্ভব। হ্যাটস অফ টু ডঃ মাহাথির মোহাম্মদ।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ মন্ত্রব্য, স্যার। আপনার কথা সবার মনের কথা।

৮| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৪:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এমন একজন নেতা এদেশে খুবই প্রয়োজন। কমপক্ষে বিশ বছরের জন্য।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেই কপাল কবে হবে কে জানে?

৯| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


মাস খানেক পরে, একত্রে অনেক জমা হবে; এখনো ভোটের কারণে, কিছু মানুষ বিভক্ত।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা একটি প্রতীকী ব্যাপার। পুরো দেনা তো আর জনগণ শোধ করে উঠতে পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.