নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

সরকারী কর্মকর্তাদের ব্যাপারে কঠোর অবস্থানে মাহাথির

০৪ ঠা জুন, ২০১৮ ভোর ৫:৩০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ


সরকারী কর্মকর্তাদের উপর খুব কঠোর অবস্থানে আছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ। প্রায় প্রতি দিনই তিনি মিডিয়ার নামনে হাজির হয়ে সরকারের নানা বক্তব্য তুলে ধরছেন। তিনি বলেছেন- বর্তমান অনেক সরকারের আনুগত্য প্রশ্নাতীত নয়। কেননা, অনেক সরকারী কর্মকর্তাকে বিগত নির্বাচনের ক্ষমতাসীন দলের হয়ে নির্বাচনী প্রচার কাজ চালাতে দেখা গেছে। প্রধানমন্ত্রী বলেন- এব্যাপারে সুস্পষ্ট প্রমাণাদি রয়েছে। তার কাছে এই প্রমাণের ভিডিও ক্লিপ সংরক্ষিত আছে। তিনি বলেন- বিগত নির্বাচনে অসংখ্য সরকারী কর্মকর্তাকে দেখা গেছে বারিসান নাশনালের নীল পোশাক পরে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। বর্তমান সরকারের নীতিমালা বাস্তবায়নে তাদের ভূমিকা ব্যাপারে সন্দেহ আসে। তিনি আরো বলেন- সরকারী কর্মকর্তারা তাদের পছন্দ অনুযায়ী যে কোন প্রার্থীকে ভোট দিতে পারেন। কিন্তু তাদেরকে বিরাজমান সরকারের নীতিমালা বাস্তবায়নে কাজ করতে হবে। কোন দলের প্রতি অনুগত হবার দরকার নেই।

কত জন এই রকম কর্মকর্তা আছেন এমন প্রশ্নের জবাবে মাহাথির বলেন- অনেক আছেন। কিন্তু তাদেরকে গণণা করে নষ্ট করার মতো সময় আমার নেই।
এরই মধ্যে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত ১৭ হাজার সরকারী কর্মকর্তা-কর্মচারীকে ছাটাই করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়ে আছে। এখন কার্যকরা করা বাকি।

• এদিকে সাবেক প্রধানমন্ত্রী নাজিব তার বিরুদ্ধে কোন মামলা হলে তা পরিচালনা করার জন্য আমেরিকা থেকে আইনজীবী আনবেন বলে খবর বের হয়েছে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৭:২১

পদাতিক চৌধুরি বলেছেন: হয়তো তারা দলীয় আনুগত্যে নিয়োগ পেয়েছে, তবে এতজনকে এভাবে ছাঁটাই করাটা বেশ কষ্ট লাগছে। যাক কোনও সুরাহা হলে খুশি হবো।

অনেক অনেক শুভ কামনা প্রিয় সাজ্জাদ ভাইকে।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, আপনি প্রথম মন্তব্য করলেন। খুব ভালো লাগলো।

২| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৮:৫৭

ঢাবিয়ান বলেছেন: আমাদের দেশে সরকারি কর্মকর্তারা শুধু নির্বাচনী প্রচারনায় যায় না একেবারে জনগনের হয়ে ভোটও দিয়ে দেয়।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরাই সেরা।

৩| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
এই জন্যই মাহাথিরকে আমার এত ভালো লাগে।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিনি মহান নেতা। তার তুলনা নেই।

৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:২১

চাঁদগাজী বলেছেন:



একজন স্কুল শিক্ষকের বেতন কত? একজন ট্রাক ড্রাইবারের বেটণ কত?

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১২:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ট্রাক ড্রাইভা‌রের মা‌সিক বেতন ১৮৫০ এবং প্রাইমারী স্কুল শিক্ষ‌কের বেতন ৩৫৫০ রিঙ্গিত ।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১১:৫৩

পদ্মপুকুর বলেছেন: কদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন- আপনারা এলাকায় গিয়ে এই সরকারের প্রচার করেন, প্রয়োজন হলে ছুটি নিয়ে যান.... কি চমৎকার দেখা গেল! B-)

০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা্ও তো খারাপ না।

৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:৪৭

আলআমিন১২৩ বলেছেন: কদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন- আপনারা এলাকায় গিয়ে এই সরকারের প্রচার করেন, প্রয়োজন হলে ছুটি নিয়ে যান....
কোন দেশে আছিরে ভাই?

০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালোই তো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.