নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাহাথিরের ডাকে এবার শিশুদের সাড়া।

০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:৪৯

গাড়ী ধুয়ে ফান্ড সংগ্রহ করছে শিশুরা


ঋণ পরিশোধের ফান্ড সংগ্রহের জন্য স্বেচ্চায় অংশগ্রহণের জন্য যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির এবার তাতে সাড়া দিল শিশুরা।

ক্লাং রোডের পাশে তামান ইয়ার্ল এলাকার ২০/২১ জন ছেলে মেয়ে স্বেচ্ছায় ফান্ড সংগ্রহ করতে নেমে আসে। ফান্ড সংগ্রহের জন্য শিশুরা কাজ করেই টাকা সংগ্রহ করেছে। গাড়ী ধোয়ে তারা বেশ কিছু অর্থ সংগ্রহ করে তা সরকারের নতুন ফান্ডে জমা দেয়া।
জানা গেছে, ৩রা জুন ২০১৮ তারিখে সকাল সাড়ে ৭ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ৭০ টি গাড়ী ধোয়ে মুছে সার্ভিস চার্জ বাবদ ৪,০১০ রিঙ্গিত সংগ্রহ করে। তারা খুবই উৎফুল্ল ছিল। তাদের এক জন বলছিল – আমাদের এই শনিবারটি আমরা বরাবরের মতো না কাটিয়ে গাড়ী ধুয়ে কাটিয়েছি। আমরা দেশের জন্য ফান্ড সংগ্রহ করে খুব খুশী অনুভব করছি।

ওই এলাকার এক বাসিন্দা বলছিলেন, তারা কত টাকার ফান্ড সংগ্রহ করতে পারলো সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং দেশের জন্য তাদের সহযোগিতার যে আকাঙ্ক্ষা সেটাই গুরুত্বপূর্ণ।

উল্লেখ করা যেতে পারে যে, মালয়েশিয়ার বিশাল বিশাল রাষ্ট্রীয় ঋণের পরিমাণ এখন প্রায় ১ ট্রিলিয়ন রিঙ্গিত । এর এই দেনা পরিশোধে অংশ গ্রহণে ইচ্ছুকদের জন্য ট্রাস্ট ফান্ড গঠন করেছেন প্রধানমন্ত্রী। সদ্য গঠিত এই ফান্ডটির নাম Tabung Harapan Malaysia (THM) নামে গঠিত এই ফান্ডে দেশের যে কোন লোক রাষ্ট্রীয় দেনা থেকে মালয়েশিয়াকে পরিত্রাণ পেতে অর্থ সহায়তা করতে পারবে। মালয় ভাষায়- Tabung Harapan Malaysia এর ইংরেজি হচ্ছে Hope Fund Malaysia এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ বলেই মনে হচ্ছে।

আজকের মুদ্রা বিনিময় হারঃ ১ রিঙ্গিত = ২১.৩৬ টাকা

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৭:৩০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: উনি একজন প্রকৃত দেশ প্রেমিক। উনার ডাকে যে কেউ সারা দিবে।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার এই সব সরলতা মানুষকে মুগ্ধ করে।

২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৭:৪৭

আকিব হাসান জাভেদ বলেছেন: সত মানুষের সৎ উদ্যোগ । টাকাটা তো সঠিক রাস্তায় যাবে । তাই সবাই অংশগ্রহন করে । আমাদের দেশে উদ্যোগ নিবে , ফান্ড হবে । নাম হবে এরশাদ ট্যাস্ট ফান্ড। আরো অনেকের নাম ও হতে পারে। সুদেশের নাগরিক সু চিন্তা আমাদের ।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশ প্রেম থাকলে সব ই সম্ভব। তবে সততা থাকতে হবে। মানবিকতা থাকতে হবে। জনগণের প্রতি দরদ থাকতে হবে।

৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব দেশ প্রেম সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা হাসিখুশী এক পৃথিবী পেতে চাই।

৪| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১৬

ঢাবিয়ান বলেছেন: জনগনের মাঝে দেশপ্রেম ছড়িয়ে দেবার মহৎ উদ্যোগ নিয়েছেন তিনি।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব দেশপ্রেম সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। মানুষ হোক সবুজ সতেজ।

৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


আমরাও করবো, আমাদের ছেলেমেয়েরাও করবে।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই করবো, স্যার। আমাদের শিশুদের খাবার দরকার। শিক্ষা দরকার। চিকিৎসা দরকার। বিনোদন দরকার। খেলাধুলা দরকার। তারা যেন যন্ত্র হয়ে না যায়।

৬| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের দেশে কবে হবে এমন নেতা, কবে শিশুরা হবে এমন উদার............

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই এক দিন আমাদের দেশেও হবে। আমরা তো সহজ সরল মানুষ। আমাদের মাঝেও তো কোন কুটিলতা নেই।

৭| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪০

পদ্মপুকুর বলেছেন: চাঁদগাজী বলেছেন: আমরাও করবো, আমাদের ছেলেমেয়েরাও করবে।

হ্যাঁ আমরাও করতেই পারি। তবে এরপর ওই ফান্ডের টাকা কোথায় যাবে সেটা একমাত্র উপরওয়ালাই জানবেন। এ অবিশ্বাসাসের কারণেই ওই ফান্ডেও ঘুঘু চড়বে।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আমরা আশাবাদী। একদিন আমাদেরও হবে। আমাদের বেশীর ভাগই মানুষই তো সহজ সরল। তাহলে হবে না কেন?

৮| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৪

প্রামানিক বলেছেন: ভেবে দেখার মত উদ্যোগ। আমাদের দেশে এমন উদ্যোগ নিলে চিল কাকেরা সব খেয়ে ফেলবে সরকারের খাতায় আর যোগ হবে না।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজ না হোক, কাল না হোক। কোন একদিন আমাদের দেশেও এটা হবে। সেই দিনের অপেক্ষায় থাকবো আমরা। সু দিন নিশ্চয়ই আসবে।

৯| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৪১

ক্স বলেছেন: মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখে মাহাথির এই আইডিয়া জেনারেট করেছে। সিনেমার নাম 'মিনিস্টার ফাটাকেস্ট'

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সিনেমা দেখেও যদি করে থাকেন তাহলেও ভালো।

১০| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৬

বিজন রয় বলেছেন: হা হা হা .... আপনি তো মাহাথির গবেষক হয়ে গেলেন।
এবার এদিকে একটু তাকান, সামনে ঈদ।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আমি নাদান, দরিদ্র মানুষ। আমার আবার ঈদ কিসের? তবে সবার আকাশে চাঁদ উঠলে আমার আকাশেও উঠবে। সেমাই খেলেই তো হয়ে যাবে ঈদ। তবে কেন এতো চিন্তা।

১১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২১

নাজিম সৌরভ বলেছেন: আমাদের বাঙ্গালিদের ঘাড়ে কত বিলিয়ন ঋণ আছে কে জানে ! আমার ধারণা আমরা রিক্সা সাইকেল হোন্ডা বাস প্লেন সব ধুয়েও ঋণের ভার লাঘব করতে পারবো না ।

১২| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

নিয়াজ সুমন বলেছেন: চমৎকার উদ্যোগ!

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর উদ্যোগ সব সময়ই প্রশংসনীয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.