নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

সরকারী কর্মকর্তাদের আপ্যায়ন ভাতা কর্তন করবেন মাহাথির

০৭ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৮



প্রধানমন্ত্রীর অফিসে মিডিয়া ব্রিফিং এ মাহাথির

এবার সরকারী কর্মকর্তাদের আপ্যায়ন ভাতা কর্তন করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির।

সাপ্তাহিক কেবিনেট মিটিং এর পর গতকাল (৬ জুন ২০১৮) আয়োজিত এক মিডিয়া ব্রিফিং এ প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির বলেছেন, ১ লা জুলাই ২০১৮ থেকে উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের আপ্যায়ন ভাতা ১০% হারে কর্তন করা হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ব্যয় সংকোচনের জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টারই একটি অংশ এটি।
তিনি আরো বলেছেন- ভারত কিভাবে সরকারী খাতের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প কাজ নিয়ে শিক্ষা গ্রহণের জন্য একটি সরকারী প্রতিনিধি দল ভারতে পাঠাবে।

উল্লেখ করা যেতে পারে যে, প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রীসভা গঠনের পর পরই তার নিজের ও মন্ত্রীদের বেতনের ১০% কর্তনের ঘোষনা দেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৩২

শামচুল হক বলেছেন: যাকে বলে দেশ দরদী। পো্ষ্টের জন্য ধন্যবাদ

০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প‌ড়ে‌ছেন জে‌নে আনন্দ পে‌লেম। ভা‌লো থাকুন সব সময়।

২| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৪

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা মাহাথির কে দেখে কিছু শিখুক।

০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌দে‌শের প্র‌তি‌টি মানু‌ষের শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া জা‌তির উন্ন‌তি সম্ভবন নয়।

৩| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৩

ওমেরা বলেছেন: শুনেও ভাল লাগল ।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমারও খুব ভালো লেগেছে। তাইতো পোস্ট দেয়া।

৪| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিখবে???
উল্টো মন্ত্রীদের মোবাইল কেনার টাকা নাই! আহা! কত গরীব মন্ত্রীরা!
তাই দরদী প্ররধান মন্ত্রি ৭৫ হাজার টাকা করে বরাদ্ধ দিলেন! মন্ত্রীদের
মহাথির হওয়া কি মূখৈর কথা????

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, শেখার কোন বয়স নাই। সবারই শেখা উচিত। দেশের প্রতি মায়া সবারই থাকা উচিত।

৫| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৪১

*** হিমুরাইজ *** বলেছেন: আমাদের দেশে তো শুধু বাড়ে!

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব কিছুর মধ্যেই কিছু নিয়মনীতি থাকা দরকার। সেটা না থাকলে বিরাট সমস্যা।

৬| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, গত সরকারের সময় অকারণে বেশী বেতন বাড়ায়েছিল।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার. ২০০৩ সালে মাহাথির যদি ক্ষমতা না ছাড়তেন তাহলে মালয়েশিয়া আরো অনেক দূর যেতে পারতো। উনার সিদ্ধান্ত মনে হয় পুরোপুরি সঠিক ছিল না। অথবা উনি যাকে নিজের উত্তরাধিকার মনোনীত করলেন তারা সঠিক ছিলেন না। এখন সেটা প্রমাণিত হচ্ছে।

৭| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ, দেশপ্রেমিক মাহাথির মোহাম্মাদ।


আমাদের লজ্জিত হওয়া উচিৎ।

০৯ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি লজ্জিত বোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.