নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মাহাথিরের সাথে দেখা করলেন জাহিদ হামিদী

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩

মাহাথিরের সাথে জাহিদ হামিদী


৯ই মে ২০১৮ এর জাতীয় নির্বাচনে পরাজিত মালয়েশিয়ার সদ্য বিদায়ী সরকারের উপপ্রধানমন্ত্রী ও UMNO দলের ভারপ্রাপ্ত সভাপতি ডঃ আহমদ জাহিদ হামিদী আজ ৭ জুন ২০১৮ প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদের সাথে দেখা করেছেন।

তার ফেসবুক পেজে মিঃ জাহিদ হামিদী লিখেন, রমজানুল মোবারক উপলক্ষ্যে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী YAB Tun Dr Mahathir Mohamad এর সাথে দেখা করেছি। এটা আমাদের সবার জন্য ভালো কিছু বয়ে আনবে”।

উল্লেখ্য, উক্ত জাতীয় নির্বাচনে নাজিব তুন রাজাকের নেতৃত্বাধীন বারিসান ন্যাশনাল জোটের পরাজয় ঘটে। UMNO (United Malay National Organization) হচ্ছে Barisan Naional এর প্রধান শরিক।
নির্বাচনের পর মিঃ নাজিব দল থেকে পদত্যাগ করলে ভারপ্রাপ্ত সভাপতি ডঃ আহমদ জাহিদ হামিদী দলের নেতৃত্ব দিচ্ছেন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৭

কাওসার চৌধুরী বলেছেন: দুই নেতাকে একসাথে দেখে ভাল লাগল। আমাদের রাজনীতিবিদদের তাদের দেখে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ, প্রিয় সাজ্জাদ ভাই।

০৮ ই জুন, ২০১৮ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মিঃ হামিদী আগের সরকারের উপপ্রধানমন্ত্রী কাম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। দলবল নিয়ে তিনি কক্স বাজারে গিয়েছিলেন রোহিঙ্গাদের ত্রাণ দিতে। খুব জেদী নেতা। কিন্তু মাহাথির আলোর কাছে এখানকার সব প্রদীপ ম্লান।

ভালো থাকবেন, স্যার। আপনার লেখার মান তর তর করে বাড়ছে। পড়তে খুবই আরাম লাগে।

২| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩২

রোকনুজ্জামান খান বলেছেন: দুই নেতা একসাথে কি সু সম্পর্ক....
কই এদের মধ্যে তো কোন বিরোধ নেই....।

আমার নতুন পোষ্ট
"""অপরাধী সাকিব আল হাসান"""
লিংক
http://www.somewhereinblog.net/blog/rkrokon143/3024330
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ।

৩| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৪

কাইকর বলেছেন: এদের দেখে শিক্ষা নেওয়া উচিৎ

৪| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: গুড।

৫| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৮

আবু ছােলহ বলেছেন:



এদের দেখে আমরা শিখতে পারবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.