নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আজ জাপান যাচ্ছেন মাহাথির।

১০ ই জুন, ২০১৮ সকাল ৭:২০

মালয়েশিয়ার প্রধানন্ত্রী মাহাথির ও জাপানের প্রধানমন্ত্রী শিজো আবে।



৯ই মে ২০১৮ এর জাতীয় নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করে এই প্রথম বিদেশ সফরে জাপান যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ। আজ ১০ই জুন ২০১৮ তিনি জাপানের উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন। ১০-১২ জুনের এই সফরে তিনি মূলতঃ 24th Nikkei Conference এ যোগ দিবেন। প্রধানমন্ত্রীর সাথে তদীয় পত্নী সিতি হাসমা মোহাঃ আলী ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন। উল্লেখ করা যেতে পারে যে, মালেশিয়াতে এখনো কোন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ দেয়া হয়নি।

এই সম্মেলনের মাঝে তিনি তার জাপানী প্রতিপক্ষ প্রধানমন্ত্রী শিজো আবের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তিনি জাপানের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের সাথেও আলোচনা করবেন।

উল্লেখ করা যেতে পারে যে, ১৯৮৩ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী হিসাবে জাপান সফর করেন। সেই সফরে তিনি প্রাচ্যমুখী পররাষ্ট্র নীতি চালু করেন। আশা করা হচ্ছে বর্তমান সফরের মাধ্যমে তিনি তার সেই পররাষ্ট্র নীতি বহাল রাখতে পারেন।

জাপানী প্রধানমন্ত্রী শিজো আবের বয়স এখন ৬৩, আর মাহাথিরে ৯৩। তিরিশ বছর বয়সের পার্থক্য থাকলেও একটি বিষয়ে তাদের মিল আছে সেটা হলো তারা দুজনেই দ্বিতীয় বার প্রধান মন্ত্রী হয়েছেন।


প্রথমবার জাপান সফরে গিয়ে মাহাথির যে জাপানী প্রধামন্ত্রীর সাথে আলোচনা করেছিলেন তার নাম ইয়োশিরো নাকাসুনে (Yasuhiro Nakasone)। মিঃ নাকাসুনেএখনো জীবিত আছে। ২৭ মে ২০১৮ তার ১০০ তম জন্ম দিন পালন করেন।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ সকাল ৭:৫৯

সনেট কবি বলেছেন: উভয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় সনেট কবি। কিন্তু সমস্যা হচ্ছে আপনার শুভেচ্ছা উনাদেরকে পৌছে দেবে? আপনি ভালো থাকুন। আপনার সনেট হাজার অতিক্রম করুক। তবে আমার ওয়াজ শুনতে বেশী ভালো লাগে না। কম ভালো লাগে।

২| ১০ ই জুন, ২০১৮ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়া ও জাপানের মানুষের জন্য সুখবর

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথির প্রাচ্যমুখী নীতিতে বিশ্বাসী। এটা উভয়ের জন্য উপকার বয়ে আনবে।

৩| ১০ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৩

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের প্রধানমন্ত্রী বিদেশে গেলেই ড্রিগী নিয়ে আসেন।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ডিগ্রি থাকা ভালো। এক স্নাতক ডিগ্রি অর্জন করতে গিয়ে আমার জান বেরিয়ে যাবার জোগাড় হয়েছিল । আর কোন ডিগ্রি ডেতে চাই না্।

৪| ১০ ই জুন, ২০১৮ সকাল ৯:০৩

পদ্মপুকুর বলেছেন: সত্যিকারার্থে জনগণের জন্য কাজ করে জনগণের ভালোবাসা অর্জন করতে পারলে নেতার যেকোনো কাজকেই মানুষ সমর্থন দিবে। মাহাথির তেমনই একজন নেতা; যিনি এই তিরানব্বুই বছরে এসেও ডাক দিলে দলে দলে জনগণ তাঁর ডাকে সাড়া দেয়। সৌভাগ্য মালয়েশিয়ার যে এমন একজন নেতা পেয়েছে। আর আমাদের দুর্ভাগ্য.....

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনার বক্তব্যের সাথে আমি সহমত পোষন করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ১০ ই জুন, ২০১৮ সকাল ১০:২৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাহাথিরজ্বীর খবর পড়লেই বুকের ভিতর ধক্ করে ওঠে!!:(

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন একটা দেশের ভালো কিছু দেখলে আমার খালি মনে হয় এটা আমাদের দেশে কেন হয় না? এখানে উন্নত কোন সিস্টেম দেখলে আমার কেবলে আফসোস হয়ঃ এটা আমাদের দেশে কেন হয় না? আমি চাই আমাদের দেশে সব ভালো ভালো জিনিস হোক। ভালো ভালো কাজ হোক।

৬| ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল সাজ্জাদ ভাই। ১ , ১৯৮৩ সালের পরে আবার ২০১৮ সালে জাপানে গমন, একদিক দিয়ে ঐতিহাসিক সফর বটে।

২, তিরিশ বছর বয়সের গ্যাপ দুই রাষ্ট্র প্রধানের। দুজনেই দ্বিতীয় বার রাষ্ট্রপ্রধান হলেন।

৩, আমার প্রশ্ন, শিজো আবে প্রথম কবে রাষ্ট্রপ্রধান হন?

একই সঙ্গে দুই শীর্ষ নেতার আলোচনা অনেক সমস্যা সমাধান করবে আশাকরি ।


অনেক শুভ কামনা প্রিয় সাজ্জাদ ভাইকে।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, আপনি পড়েছেন জেনে যারপরনাই আনন্দিত হলাম। আপনার প্রশ্নের উত্তরঃ মিঃ শিজো ওবে জাপানের ৫৭ তম ও ৬৩ তম প্রধানমন্ত্রী। তিনি প্রথমবার ২০০৬ সালের ২৬ শে সেপ্টেম্বর তারিখে প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি প্রধানমন্ত্রী অর্থাৎ তিনি জাপানের সরকার প্রধান। জাপানের রাষ্ট্রপ্রধান হচ্ছেনঃ সম্রাট আকিহিতো।

আপনি অনেক অনেক ভালো থাকুন। শুভ কামনা সব সময়।

৭| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

ক্স বলেছেন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জাপান যাচ্ছে। তাতে আমাদের কি? সামু ব্লগ পড়লে মাঝে মাঝে মনে হয় মাহাথির নির্বাচনে জিতে আমাদেরকে উদ্ধার করে ফেলেছেন।

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার বক্তব্যে সহমত। ধন্যবাদ।

৮| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:১৭

অচেনা হৃদি বলেছেন: একজনের 93 আরেকজনের 63, নয় কে উলটালেই তো ছয় ! কাছাকাছি বয়স ! ;)

১০ ই জুন, ২০১৮ বিকাল ৪:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বয়স কোন বিষয় না। তারুণ্য থাকতে হবে। উভয় প্রধানমন্ত্রীর মধ্যেই তারুণ্য আর কাজ করার প্রতি দুর্নিবার আগ্রহ আছে।

৯| ১১ ই জুন, ২০১৮ রাত ১২:১১

শামচুল হক বলেছেন: উভয়কেই শুভেচ্ছা

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবার জন্য শুভেচ্ছা। ভালো থাকুন সব সময়।

১০| ১১ ই জুন, ২০১৮ রাত ১২:১১

শামচুল হক বলেছেন: কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় পেলে পড়ার জন্য অনুরোধ রইল।

১১ ই জুন, ২০১৮ দুপুর ২:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পড়ে ফেলেছি। আমি পাঠক মানুষ। পড়তে আমার খুব ভালো লাগে।

১১| ১১ ই জুন, ২০১৮ রাত ১২:২৩

আলআমিন১২৩ বলেছেন: লেখক বলেছেন: কোন একটা দেশের ভালো কিছু দেখলে আমার খালি মনে হয় এটা আমাদের দেশে কেন হয় না? এখানে উন্নত কোন সিস্টেম দেখলে আমার কেবলে আফসোস হয়ঃ এটা আমাদের দেশে কেন হয় না? আমি চাই আমাদের দেশে সব ভালো ভালো জিনিস হোক। ভালো ভালো কাজ হোক

লেখকের এ ইচ্ছাটা প্রান ছুয়ে যায়।অধিকাংশ মানুষের এটাই প্রানের ইচ্ছা। অথচ যারা করার কথা তাদের প্রানে এ ইচ্ছাটা নেই।

১১ ই জুন, ২০১৮ দুপুর ২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ধন্যবাদ আপনাকে । অপেক্ষায় আছি এক দিন আমাদের দেশ হবে সবার চেয়ে সুন্দর। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.