নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

এবার নিজের বেতন কমানোর প্রস্তাব দিলেন মালয়েশিয়ার রাজা।

১২ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৮

মালয়েশিয়ার বর্তমান রাজা সুলতান মুহাম্মাদ ৫ম অব কেলানতান।


মালয়েশিয়ার রাষ্ট্রীয় দেনার পরিমাণ ১ ট্রিলিয়ন রিঙ্গিত। এটা মাহাথির সরকারের জন্য বিরাট বোঝা। তিনি চাচ্ছেন দেনার বোঝা কমাতে। দেশ ঋণের ভারে জর্জরিত। এই অবস্থায় বেতনকে একটু যেন বেশীই মনে করছেন তিনি। তাই সিদ্ধান্ত নিয়েছেন, মন্ত্রীদের বেতন ১০% কমানো হবে। মন্ত্রীদের পর তিনি উর্ধ্বতন সরকারী কর্মকর্তাদের আপ্যায়ন ভাতা ১০% কমিয়েছেন।

এই সব কমানো দেখে চুপ করে বসে থাকতে পারছিলেন না মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মাদ, ৫ম (কেলানতান) । তিনি প্রস্তাব দিয়েছেন, তাঁর বেতনও ১০% কর্তন করা হোক। বর্তমান রাজা ২০২১ সাল অবধি তাঁর দায়িত্বে বহাল থাকবেন। তিনি চাইছেন তাঁর বেতন ২০২১ সাল পর্যন্ত যেন ১০ কর্তন করা হয়। রাজা দেশে বর্তমান ঋণ জর্জরিত অর্থনৈতিক পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন। রাজপ্রাসাদের Comptroller of the Royal Household Datuk Wan Ahmad Dahlan Haji Ab Aziz সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন- মহামান্য রাজা ঋণ পরিশোধের জন্য গঠিত Tabung Harapan নামক ফান্ডে মালয়েশিয়ানদের ব্যাপক অংশগ্রহণে মহামান্য রাজা আবেগ তাড়িত হয়েছেন। তিনি এটার ভূয়সী প্রশংসা করেছেন।

রাজা ডিক্রি জারি করেছেন যে, এই বছর ঈদুল ফিতরে তিনি ওপেন হাউস অনুষ্ঠান করবেন না। এই খাতের বরাদ্দকৃত অর্থ তিনি অভাবী মানুষেরর সহায়তা করার জন্য দিতে চান।

*** তাবুং হারাপান নামক দেনা থেকে মুক্তি অর্জনের ফান্ডে গতকাল ১১ জুন ২০১৮ বেলা তিনটা পর্যন্ত মোট জমা ৫৬ মিলিয়ন রিঙ্গিত।


আজকের মুদ্রা বিনিময় হারঃ ১ রিঙ্গিত = ২১.২৫ টাকা

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


এশিয়ার মাঝে, মালয়েশিয়ার মানুষ নিজদিগকে সভ্যতার বেশ উঁচু স্তরে নিয়ে গেছেন।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আপনি সঠিক বলেছেন। আমার কাছেও তাই মনে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসাধারণ একটি মন্তব্য করার জন্য।

২| ১২ ই জুন, ২০১৮ সকাল ৮:২৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ওরা দেশপ্রেমিক। দেশকে ওরা ভালোবাসে।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের সকলেরই উচিত বাংলাদেশকে ভালোবাসা। এটা আমার দেশ। এটা আমাদের দেশ। এটা সবার দেশ।

৩| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে এমন একটাও ম্নত্রী এমপি খুঁজে পাওয়া যাবে না- যে বাড়ি চায়নি। স্পবার আগে সরকারি বাড়ি চায়। গাড়ি চায়।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সততা, ন্যায়নিষ্ঠা, বিবেকবোধ আর দেশপ্রেমকে সবার উপরে স্থান দিতে হবে। এর কোন বিকল্প নেই। সবাই কিছু কিছু পেলে আমিও তো কিছু পাবো। সুতরাং ভাবনা কি।

৪| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমরা বাংগালীরাও একটা ফান্ড গঠন করবো শীঘ্রই; সেটা থেকে চাকুরী সৃষ্টি করা হবে, পড়ালেখায় ও গবেষণায় সাহায্য করা হবে।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আমি আছি আপনার সাথে। ভালো কাজে সবারই থাকা উচিত। খারাপ কাজ পছন্দ করি না।

৫| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: এইসব দেখে ও যদি আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার রা কিছু শিখে।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা সবাই শিখবো। আমাদেরকে শিখতেই হবে।

৬| ১২ ই জুন, ২০১৮ সকাল ১১:০৮

নাজিম সৌরভ বলেছেন: এক মাহাথিরের প্রভাবে সবার মাঝে কি চেতনা সৃষ্টি হল, রাজা প্রজা সবাই দেনার দায় থেকে মুক্তি পেতে চাইছে ।

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একেই বলে জাতীয়তাবোধ। জাতীয়তাবাদী চিন্তাধারা আর মনমানসিকতা থাকলে সবই সম্ভব।

৭| ১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫২

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আমরা অন্যদের শুধু দেখব আর আপসোস করবো এবং বলব ইস্ আমাদের দেশে যদি এই রকম হতো।অতটুকুই।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি সঠিক কথাই বলেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.